Categories: Skin Care

ছেলেদের জন্য সেরা ৫ টি ফেসওয়াশ – 5 Best Face Washes For Men’s

Spread the love

ছেলেদের জন্য সেরা ৫ টি ফেসওয়াশ – 5 Best Face Washes For Men’s


 সব ছেলেদের স্কিন কেয়ার বলতে গেলে সাবান আর যে কোনো একটা ক্রীম এই সীমাবদ্ধ। তাদের স্কীনটন অনুযায়ী ভালো একটি ফেসওয়াশ ব্যবহার করা, ময়েশ্চারাইজারের ব্যবহার অথবা সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার করতে হবে বা করা উচিৎ, এটা অনেকেরই মাথায় থাকে না। কিন্তু অন্য কিছু ব্যবহার না করলেও বাইরে থেকে আসার পর ফেইস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা উচিৎ,, মুখে কখনোই সাবান ইউজ করা উচিৎ না ,, সাবানের অতিরিক্ত ক্ষারে ত্বক আরও রুক্ষ হয়ে যায়। অন্যদিকে অনেক ছেলেদের সেভ করার ফলে ত্বক ড্রাই ও খসখসে হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমরা ছেলেরা রেগুলার লাইফে কমবেশি ফেইস করি। আজকে আমি ছেলেদের জন্য সেরা ৫ টি ফেইস ওয়াশ নিয়ে কথা বলবো, আশা করি এতে আপনি বুঝতে পারবেন কোন ফেইস ওয়াশটি আপনার স্কিনের জন্য রাইট চয়েজ হবে – 



ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ফেইস ওয়াশ কেনার আগে জেনে নিন কিছু বিষয় ….

ছেলেদের নানা কাজে বাইরে যেতে হয়, হয়তো কোনো কাজে, কিংবা অফিসে। রোদের প্রচন্ড তাপ, দূষণ, বাইরের ধুলাময়লা এসবের ভেতর দিয়ে প্রতিদিন যেতে হয়। ফলে ত্বকে তো ইমপ্যাক্ট পরেই, আর ত্বক হয়ে ওঠে আরো রুক্ষ। তাই ত্বকের যত্নে ফেইস ওয়াশ খুব ইম্পরট্যান্ট একটি স্টেপ। ছেলেদের ত্বক কিন্তু মেয়েদের থেকে আলাদা, তাই ত্বকের যত্ন নিতে হবে আলাদা প্রোডাক্ট দিয়ে। 


ছেলেদের ব্রণের জন্য কোন ফেসওয়াশ ভালো

১/ নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ওয়াশ (Neotrogena Men Skin Clearing Acne Wash)


ম্যাক্সিমাম ছেলেরাই ব্রণ, র‍্যাশ এই ধরনের স্কিন প্রবলেমে ভুগে থাকে। নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ওয়াশ ব্যবহার করে অনেকেই বেশ ভালো রেজাল্ট পেয়েছে,, সেই অভিজ্ঞতাটাই আমি তুলে ধরছি।

(১) স্যালিসাইলিক অ্যাসিড থাকার ফলে একনে ট্রিটমেন্টের জন্য বেষ্ট। পোরস থেকে ময়লা ক্লিন করে একনে, র‍্যাশ বা ব্রেকআউট কমাতে হেল্প করে। এছাড়া ডেড সেলও ক্লিন করে।


(২) একনে হওয়ার আরেকটি কারণ কিন্তু এক্সসেস অয়েল। স্যালিসাইলিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে।


(৩) ফেইস ওয়াশ ব্যবহারের পর স্কিন ড্রাই ফিল হয় না, স্কিন ফ্রেশ দেখায়।


ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট ফেসওয়াশ


ছেলেদের ফেসওয়াশ ব্যবহারের নিয়ম

২/ লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ওয়েক-আপ ইফেক্ট ফেইস ওয়াশ (L’Oreal Men Expert Hydra Energetic Wake-Up Effect Face Wash)

স্কিনে হাইড্রেশন প্রভাইড করে ইনস্ট্যান্টলি এনার্জেটিক দেখাতে এই ফেইস ওয়াশটি বেশ ভালো কাজ করে। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য পাশাপাশি স্কিনে সতেজতা ধরে রাখে। 


(১) এটি জেল ফর্মুলার ফেইস ওয়াশ, অনেকে জেল বেইজড ক্লেনজার প্রিফার করেন।


(২) সাথে রয়েছে ভিটামিন সি, যা স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে এবং টায়ার্ড লুকিং ফেইসকে ইনস্ট্যান্টলি এনার্জেটিক করে তোলে।


(৩) স্কিনকে ভেতর থেকে ক্লিন করে আর স্কিন ফ্রেশ দেখায় নিমিষেই।


ছেলেদের ত্বক ফর্সা করার  ফেইসওয়াস

৩/ গার্নিয়ার মেন পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেইস ওয়াশ (Garnier Men Power White Double Action Face Wash)

গার্নিয়ার মেন পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেইস ওয়াশটি রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন। এই ফেইস ওয়াশে একই সাথে স্যালিসাইলিক অ্যাসিড এবং ভিটামিন সি রয়েছে, দুইটি উপাদানের উপকারিতা একসাথে পেয়ে যাবেন। 


(১) ডেড সেল ক্লিন করে স্কিনের ডালনেস কমায়।


(২) ত্বকের উপরিভাগে জমে থাকা ডার্ট, পলুশন ক্লিন করে রিফ্রেশিং ফিল দেয়।


(৩) স্যালিসাইলিক অ্যাসিড অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে একনে প্রিভেন্ট করে।


(৪) ভিটামিন সি থাকায় স্কিনের স্পট হালকা হয় এবং স্কিন দেখতেও ব্রাইট লাগে।




৪/ হিমালয়া ইন্টেনস অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ

Himalaya Intense Oil Clear Lemon Face Wash


এই ফেসওয়াশ আলতো করে মুখ পরিষ্কার করে ও অতিরিক্ত তেল সরিয়ে ফেলে।

ইম্পুরিটিস ও পলুট্যান্টস দূর করতে সাহায্য করে।

হারবাল এবং লেবুর নির্যাশ থেকে প্রস্তুত করা হয়।সাবান বিহীন ফেস ওয়াশ।দেয় ঠান্ডা অনুভুতি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য বিদ্যমান। স্কিন এর উজ্জলতা বৃদ্ধি করে ও মৃত কোষ জীবিত করে।



আরও দেখুন,


৫ / নিউট্রেজেনা ম্যান স্কিন ক্লিয়ারিং একনি ওয়াশ ফেস ওয়াশ( Neutrogena Men Skin Clearing Acne Wash Face)

ব্রণ ও ব্রণ জনিত দাগ দূর করে। স্কিন এর গভীরে ক্লিন করে।ত্বকের রুক্ষতা দূর করে।স্কিন এর তৈলাক্ত ভাব দূর করে।ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও সঠিক ফেয়ারনেস প্রদান করে।

ছেলেদের জন্য সেরা ফেসওয়াশ

জেনে নিন ফেসওয়াস ব্যবহারে কিছু সতর্কতা-
১) ছেলেদের ফেসওয়াস কেনার আগে দেখুন আপনার ত্বক কি শুষ্ক না তেলতেলে নাকি সাধারণ; সেই হিসেবে ফেসওয়াস কিনুন।

২) আমাদের মুখের ত্বকের পিএইচ (ph) মান হচ্ছে ৫.৫। ফেসওয়াস কেনার আগে দেখে নিবেন ফেসওয়াসের পিএইচ মান কত।

৩) একইসাথে কয়েকটি ফেসওয়াস ইউজ করবেন না। এতে আপনার মুখের ত্বকের মারাত্মক ক্ষতি হবে।



Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

12 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

14 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

14 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

22 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

1 day ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago