Spread the love


ছেলেদের ত্বকের যত্নে সহজ ৭ টি টিপস – Men Face Skin Care Tips

IMG_20210926_150444 ছেলেদের ত্বকের যত্নে সহজ ৭ টি টিপস - Men Face Skin Care Tips

ছেলেদের ত্বকের যত্ন

সারাদিনের কাজ রোদ ,ধুলোবালি, যানবাহনের ধোয়া প্রভৃতি ছেলেদের ত্বককে রুক্ষ
,শুষ্ক ,ও বিভিন্ন নানান সমস্যায় ফেলে দেয়। বাড়িতে এসে সাবান দিয়ে মুখ
ধুয়ে ফেললেই ত্বক পরিষ্কার হয়ে যায় এই ধারণা ভুল। মেয়েদের থেকে
ছেলেদের ত্বকে আরো বেশি করে যত্ন নেওয়া দরকার, কারণ ছেলেরা সারাক্ষণ বাড়ির
বাইরে থেকে নানান কাজ করতে হয়। এই জন্য ছেলেদের রোদে মুখ কালচে হয়ে যায়
দ্রুত। এর থেকে মুক্তি পেতে আসুন জেনে নেওয়া যাক কিছু টিপস। সামনে পুজো আপনিও
যান আপনার ত্বককে সুন্দর ও উজ্জ্বল দেখায় তবে দেরি না করে আসুন জেনে নিন।ঘরে
বসেই আপনি আপনার ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে তুলতে পারবেন।

ছেলেদের তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়


১. কমপক্ষে দুই থেকে তিনদিন মুখে স্ক্রাব করতে হবে।বিশেষ করে সাইট্রিক এসিড,
গ্লিসারিন অয়েল, ফ্রুট যুক্ত স্ক্রাবগুলো ছেলেদের স্কিন এর জন্য অনেক ভাল হয়।
কারণ স্ক্রাব ত্বক থেকে ধুলা, অতিরিক্ত তেল দূর করে স্কিনকে পরিষ্কার করে তোলে।

২. যতটা পারবেন রোদ থেকে বিরত থাকার চেষ্টা করবেন ।এবং দুই থেকে চার বার
ঠান্ডা জলের ঝাপটা দেবেন ।এবং বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মেখে
বেরোবেন।

ছেলেদের চেহারা সুন্দর করার উপায়

৩.একটা লেবু কেটে খোসাসহ মুখে ভালভাবে ঘষে নিন। লেবুর সাইট্রিক এসিড আপনার
ত্বকের অতিরিক্ত তেল, পিগমেন্টেশন, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। এর
ভিটামিন সি মুখের কালো দাগ দূর করে ত্বককে আরো ফর্সা করতে সাহায্য করে।

৪. প্রাকৃতিক ভাবে ত্বককে উজ্জ্বল করতে শসা খুব উপকারী উপাদান। কাজ থেকে
বাড়ি ফিরে আপনি এক টুকরো শসা নিয়ে মুখের চারপাশে ঘষতে থাকুন এতে আপনার
মুখের সমস্ত ময়লা তুলে ফেলবে।

ছেলেদের ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

৫.অ্যালোভেরা তে প্রচুর পরিমানে আন্টিঅক্সিডেন্ট থাকে যা ফাটা ত্বক সারিয়ে
তুলতে অনেক সাহায্য করে।সপ্তাহে ১ থেকে ২ দিন অ্যালোভেরা জেল মুখে মেখে
কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষগুলো বের করে ত্বককে আরো
উজ্জ্বল করে তোলে।
IMG_20210926_150431 ছেলেদের ত্বকের যত্নে সহজ ৭ টি টিপস - Men Face Skin Care Tips

ছেলেদের মুখের ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

৬. মধু এক ত্বকের জন্যে উপকারী উপাদান। এক টুকরো লেবুর সাথে অল্প পরিমাণে মধু
মিশিয়ে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। রুক্ষ ও শুষ্ক ত্বক কোমল
করতে সাহায্য করে।
৭.রাতে ঘুমানোর আগে একটা আইস কিউব নিয়ে সম্পুর্ন মুখে ভালোভাবে ঘষে নিন। এতে
করে ত্বকে রক্ত চলাচল সচল থাকে। আর ত্বকের রক্ত সঞ্চালন প্রবাহ ভালো থাকলে ত্বক
দ্রুত উজ্জ্বল হয়। এরপর যেকোনো একটা মশ্চারাইজার ক্রীম লাগিয়ে আঙ্গুল দিয়ে ঘষে
ম্যাসাজ করে নিন।
তবে জেনে নিলেন আপনি আপনার ত্বককে কিভাবে ভাল রাখবেন। তো দেরি না করে এই
টিপসগুলো ব্যবহার করে আপনি আপনার ত্বককে ভালো রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *