Categories: Blog

ছেলেদের পুজোর শার্ট প্যান্ট কালেকশন – Boys puja Shirt Pant Collection

Spread the love

ছেলেদের পুজোর শার্ট প্যান্ট কালেকশন – Boys puja Shirt Pant Collection


সারাবছর কাজে ব্যস্ত থাকার পর,, কাজে ছোটাছুটি করার পর  এই পুজোর কটা দিন  দিন তো ছেলেরা একটু  নিজেদেরকে সাজিয়ে তোলে,, নয়তো সারা বছর একটা শার্ট প্যান্ট পরেই চালিয়ে দেয়,,


 খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা, ঘুরতে যাওয়া, তার সাথে ফ্যাশনেবল উৎসবের পোশাক সব কিছু মিলিয়ে বেশ আনন্দে কাটে দিনগুলি। ফ্যাশন অথবা পুজোর ফ্যাশন, কথা উঠলে প্রথমত মেয়েদের কথাটাই মাথায় আসে, তাইতো! শাড়ি, লেহেঙ্গা, গয়না এসব বিষয়।তবে এর পাশাপাশি ছেলেরা আজ কম যায় না, সেটাও কি খেয়াল আছে? পুরুষরাও আজ ফ্যাশন জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। সেই প্রসঙ্গেই ছেলেদের জন্য রইলো কিছু টিপস। 


পুরুষদের পুজোর ফ্যাশন ২০২৩

পুজোতে কোন দিন কে কোনটা পরবেন, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন অনেকে৷ অনেকের আবার শপিং পুরোপুরি হয়েও ওঠেনি৷ এই পোশাকের বিষয়ে সব সময় একটা কথাই কানে আসে যে, মেয়েদের তো প্রচুর অপশন! এক দিন শাড়ি, তো এক দিন শর্ট ড্রেস, আবার এক দিন গাউন- অর্থাৎ পুজোর সব দিনে মেয়েরা নানা ধরনের পোশাক বাছতে পারে৷ কিন্তু ছেলেদের ওই একঘেয়ে শার্ট আর প্যান্ট! কিন্তু জানেন কি এই শার্ট প্যান্ট এও পার্সোনালিটি লুক দাওয়া যায় যদি শার্ট হয় কুল টাইপ,,,


এবার পুজোর পুরুষদের জন্য ট্রেন্ডি পোশাকগুলি দেখুন [দুর্গা পুজা স্পেশাল]



টেকটেকে রঙ্গ ছেলেদের কখনোই ভালো লাগেনা,, বরংচ হালকা রঙের মধ্যে কোনো প্রিন্ট করা শার্ট বা এক কালার এর কোনো শার্ট সাথে ফরমাল প্যান্ট, আর ব্রাউন জুতো, বাস আর কি লাগে বস…….

মেয়েরা এই লুকে আপনাকে দেখলে পুরো ফিদা হয়ে যাবে,,,,,


পুজোর শার্ট প্যান্ট কালেকশন




দুর্গাপূজার ছেলেদের জন্য শার্ট প্যান্টের কিছু কালেকশন নিচে তুলে ধরা হলো দেখে নিন।


কুল-ক্যাজুয়াল:


ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়ে যায়৷  তাই উৎসবের একেবারে প্রথম দিনে বেছে নেওয়া যেতে পারে কুল আর ক্যাজুয়াল পোশাক৷ সাদা সব সময়ই সুন্দর৷ আর সব জায়গায় এই রঙ পরে যাওয়া যেতে পারে৷ তাই ষষ্ঠীতে সাদা অথবা যে কোনও হালকা রঙের ক্যাজুয়াল শার্ট দারুণ মানাবে৷ আর শার্টের উপর যদি হালকা সুতোর কাজ থাকে, তা হলে তো একেবারে জমে যাবে৷ 


ছেলেদের চেক শার্ট কালেকশন


পোশাক থেকে শুরু করে এ বাহ্যিক সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে তাই পিছিয়ে নয় ছেলেরাও। মেয়েরা যেমন ফ্যাশন সচেতন তেমনি ছেলেরাও তাদের নিজেদের গুছিয়ে পরিপাটিভাবে উপস্থাপন করতে সচেতন। 


ছেলেদের ফ্যাশনের এ অনুষঙ্গ মানেই ঘড়ি, ওয়ালেট, মানিব্যাগ, বেল্ট, প্যান্ট, পারফিউম, জুতা, শার্ট, টি-শার্ট হেয়ার স্টাইল,।। তবে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে ছেলেদের হাত ঘড়ি বর্তমান ফ্যাশনের অনেক বড় একটি অংশ। স্টেইনলেস স্টিল কিংবা লেদারের সব দারুণ কম্বিনেশন আর ডিজাইনেবল সব ডায়েল ঘড়িকে আরও নতুনত্ব দিয়েছে। তাই যে কোন অনুষ্ঠানে আপনার হাতে থাকা ঘড়ি আপনাকে সবার থেকে আলাদাভাবে উপস্থাপন করবে।



ছেলেদের স্টাইলিস্ট শার্ট



ঘড়ির পরেই আসে পারফিমের বিষয়। যেহেতু ছেলেদের লম্বা সময় বাইরে থাকতে হয় তাই ঘাম থেকে ব্যাকটেরিয়া এলার্জি কিংবা স্কিনের নানা সমস্যার সৃষ্টি করতে পারে। তাই নিজেকে সব সময় ফ্রেশ রাখতে পারফিউম কিংবা বডি স্প্রে ব্যাবহার করুন।।


ছেলেদের ক্যাজুয়াল শার্ট


পোশাকের ক্ষেত্রেও অফিসিয়াল এবং ফর্মাল পোশাকে নানা বিষয়যুক্ত করা হয়েছে। রঙের ক্ষেত্রে অফিসিয়াল পোশাকের ক্ষেত্রে হালকা রং যেমন সাদা, ধূসর, বাদামি জাতীয় রঙের প্রাধান্য বেড়েছে। আর বেল্টের সঙ্গে মিলিয়ে জুতার কালেকশন পুরুষের ব্যক্তিত্বকে উপস্থাপন করেছে ভিন্নভাবে। 

সপ্তমির দিনের বেলা কিংবা রাত্রেবেলা আপনি কুর্তা শার্ট টাইপ  ক্যারি করতে পারেন প্রিন্টেরও পেয়ে যাবেন কিংবা প্রিন্ট ছাড়াও পেয়ে যাবেন উপরে কুর্তা আর নিচে জিন্স বেশ ভালই মানিয়ে যাবে আর হাতে একটি সুন্দর দেখে ঘড়ি পড়বেন।।


ছেলেদের টি শার্ট কালেকশন


ছেলেদের জামা দেখতে চাই

অষ্টমীর কথা আর কি বলব অষ্টমী মানেই তো শাড়ি আর পাঞ্জাবির দিন,, এই দিন ছেলেরা নানা রঙের পাঞ্জাবিতে নিজেদেরকে সাজিয়ে তোলে।। আর রাতে অবশ্যই ফরমাল প্যান্ট সাথে শার্ট পড়তে পারেন।।।


ছেলেদের পুজোর পোষাক


ষষ্ঠী থেকে দশমী, কুল-ক্যাজুয়াল থেকে সাবেকি লুক! রইল ছেলেদের পুজোর ফ্যাশন গাইড

নবমীর দিন একটু জমকালো শার্ট পড়তে পারেন জম কালে বলতে লাল কালার নয় কিন্তু মশাই,,, ঝম কালো বলতে বেছে নিতে পারেন ব্ল্যাক, লাইট গ্রিন, লাইট মেরুন হোয়াইট প্রিন্ট শার্ট।।



দশমীতে লাল কমলা, হলুদ ,সাদা, পাঞ্জাবি পড়ে বেরিয়ে যাবেন কারণ এই দিন শার্ট প্যান্টের থেকে ছেলেদের পাঞ্জাবিতেই বেশি ভালো লাগে।।।



বুঝতে পারলেন এই হচ্ছে পুজোর ছেলেদের জন্যে ফ্যাশন টিপস্।।। এইবার পূজোয় তাহলে এমন লুক দিয়ে সবার নজর কেড়ে নিন।।।
Tags – Fashion Tips,,
Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

14 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

16 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

16 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

24 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago