Spread the love

ছোটদের রচনা স্বাধীনতা দিবস 2023||Independence Day Bengali Rachana Paragraph

স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা করেছিল।


((Independence Day Bengali Paragraph 2023 -স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা))


IMG_20230813_202023-1691938252330 ছোটদের রচনা স্বাধীনতা দিবস 2023 || Independence Day Bengali Rachana Paragraph

স্বাধীনতা দিবস রচনা ১০০ শব্দ

স্বাধীনতার ঠিক পূর্ব-মুহুর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।

স্বাধীনতা দিবস রচনা For class 3

স্বাধীনতা আমাদের সকলের কাছেই এক পরম কাঙ্ক্ষিত বিষয়। স্বাধীনতা ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই পৃথিবীতে স্বাধীনতা একান্ত প্রয়োজনীয়। আমরা ইতিহাসে পড়েছি বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এসেছিল। আজ দেশের স্বাধীনতা প্রাপ্তির এত বছর পর ভারত মাতার সেইসব বীর সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য হলো এই প্রবন্ধ।


স্বাধীনতা দিবস রচনা pdf


IMG_20230813_202042-1691938251972 ছোটদের রচনা স্বাধীনতা দিবস 2023 || Independence Day Bengali Rachana Paragraph

বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন রচনা


ধর্মীয়, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জাতীয় সংহতি

ভারত বহু জাতি, ধর্ম ও বর্ণের মিলনতীর্থ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সভ্যতার মূলমন্ত্র।

৭৫ তম স্বাধীনতা দিবস রচনা

শুধুমাত্র অনুনয়-বিনয় এর মাধ্যমে দাবি-দাওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি। তার জন্য দীর্ঘ ১৯০ বছর ধরে বহু রক্ত ঝরেছে দেশজুড়ে। দেশের উপর ব্রিটিশ শাসকদের শোষণের নাগপাশ যখন তীব্র হয়ে চেপে বসেছে তখন থেকেই ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে ক্ষোভ দানা বেধেছে। জাতিকে স্বাধীন করার আকাঙ্ক্ষায় দেশপ্রেমের এই আগুনে আত্মাহুতি দিয়েছেন ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বিনয়-বাদল-দীনেশ, সূর্যসেন তথা ভগৎ সিং সকলেই।


Read More,

স্বাধীনতা দিবসের কবিতা : Independence Day Bengali Poem 2023


Tags – Independence Day , Sadhinota Dibosh

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *