Spread the love

জ্বর নেই, কিন্তু বাচ্চার কপাল গরম- জানুন এর সমাধান – No Fever, But The Child’s Forehead Is Hot – know The Solution


শিশুর দেহের স্বাভাবিক তাপমাত্রা 36.5 ডিগ্রী সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকে।যখন আপনার বাচ্চার দেহ তার থেকেও অতিরিক্ত গরম হয়ে ওঠে, তাহলে চিকিৎাসেবা নাওয়া উচিৎ।এটা হয়ে থাকে এই কারণে যে কোনও শিশুর থার্মোরেগুলেশন সিস্টেম বা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি অথবা শরীরের যে অংশটি তার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ।


IMG_20220806_220428-1659803689626 জ্বর নেই, কিন্তু বাচ্চার কপাল গরম- জানুন এর সমাধান - No Fever, But The Child's Forehead Is Hot - know The Solution

জ্বর নেই, কিন্তু তবুও বাচ্চার কপাল গরম- সম্ভাব্য কারণ এবং সমাধান

ছোট্ট সোনার কপাল গরম থাকলে মায়েদের চিন্তা হবে, এটাই স্বাভাবিক। বাচ্চা যদি মাথা ও কপাল গরম হয়ে যাওয়াতে ভোগে কিন্তু কোনও জ্বর না থাকে, তবে তা বিভিন্ন কারণের জন্য হতে পারে।

আপনার বাচ্চার মাথা গরম হয়ে উঠতে পারে তাকে উলের বা সে জাতীয় কিছু গরম পোশাক পরানোর কারণে। গরম পোশাক বাচ্চার দেহে তাপ আটকে রাখে এবং তার ফলে তার দেহ গরম হয়ে যায়।


পোশাক পাল্টে দিয়ে হালকা সুতির পোশাক পরান। নিরাপদ থাকার জন্য রাতারাতি আপনার ছোট্টটিকে পোশাক ছাড়িয়ে দিন এবং উলঙ্গ অবস্থায় তাকে সারা রাত ঘুমোতে দিন।

ভুল থার্মোমিটার: অনেকসময় দেখা যায়‌ যে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা সেটি কোনও কারণে ভুল পাঠ দিচ্ছে। তাপমাত্রার হেরফের বা যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা অস্বাভাবিক নয়।


একটি থার্মোমিটারে বিশ্বাস না-রেখে একাধিক থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপুন। একাধিক থার্মোমিটার এক জায়গায় না-রেখে বরং আলাদা আলাদা জায়গায় রাখুন।


:শোওয়ার ভঙ্গির কারণেও কপালের তাপমাত্রা বেড়ে যায়। ছোট্ট সোনা বিছানায় উবুড় হয়ে শুলে মাথায় রক্তের প্রবাহ বেড়ে যায়।


এক্ষেত্রে শিশুকে সবসময় চিৎ হয়ে শোওয়ানোর পরামর্শ দেন। উবুড় হয়ে শুলে শিশুর শ্বাসপ্রশ্বাসেও অল্প সমস্যা হয়।



কোনও জ্বর নেই তাও কপাল আগুন! কেন এমন হয়, কী করবেন এই পরিস্থিতিতে


যেকোনও শিশুরাই একদম শৈশবে থাকে কোনওরকম ভাবনাহীন, নির্ঝঞ্ঝাট এবং আনন্দে ভরা হৃদয়ের অধিকারী তবে তার এই ভাবনাহীন চিত্তটি কোনও কোনও কারণে বিক্ষিপ্ত হয়ে উঠতে পারে। খাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়ে এর পর আর তার মাথা ও কপাল গরম হয়ে যাওয়ার সমস্যাটি হতে পারে।

প্রথমেই তাকে শান্ত করানোর চেষ্টা করুন এবং আপনার ছোট্টটিকে আরাম করতে দিন।তার কাছে থেকে তার প্রিয় সুরটি গুণগুণ করুন এবং চুমু দিয়ে ঘুম পাড়ান।এতে তার দেহ ঠাণ্ডা হবে।


IMG_20220806_220418-1659803689839 জ্বর নেই, কিন্তু বাচ্চার কপাল গরম- জানুন এর সমাধান - No Fever, But The Child's Forehead Is Hot - know The Solution



আপনার বাচ্চার যদি দাঁত ওঠে তবে স্বাভাবিকের তুলনায় তার মাথা ও কপাল গরম হতে পারে।

দাঁত ওঠার কারণে বাচ্চাদের মাথা গরম হয়ে যেতে পারে।




Tags – Baby Care Child’s Forehead Is Hot


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *