Spread the love

ঝকঝকে ও সুন্দর স্কিন পেতে কলার ফেস মাস্ক ব্যবহার করুন – Use A Collar Face Mask To Get Glowing And Beautiful Skin

IMG_20220615_153658-1655287656391 ঝকঝকে ও সুন্দর স্কিন পেতে কলার ফেস মাস্ক ব্যবহার করুন - Use A Collar Face Mask To Get Glowing And Beautiful Skin

চটজলদি ঝকঝকে স্কিন পেতে রূপচর্চা সারুন এই ফেস মাস্ক ব্যবহার করুন

কলা তে রয়েছে অ্যান্টি-অক্সিডন্ট , যা ফ্রি র‍্যাডিকেল নিষ্ক্রিয় করে। কলাতে এগুলো থাকা সত্ত্বেও রূপচর্চায় তেমন ব্যবহার করিনা।

পেট ভরিয়ে রাখা ছাড়াও কলা আরো অনেক কিছু করতে পারে। ত্বকের থেকে টক্সিন টেনে বের করা, ত্বকের তেলতেলে ভাব নিয়িন্ত্রণ থেকে ত্বকের দাগ-ছোপ দূর করা।। কলায় ভিটামিন এ, বি এবং ই রয়েছে,যেগুলি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রূপে কাজ করে। এর ফলে আপনার ত্বকের মৃত কোষগুলিকে দুর করে, রোমকূপের মুখ খুলে দেয়, ত্বক কে টানটান করে ও ত্বকে নতুন কোষ জন্মাতে সাহায্য করে।


IMG_20220615_153714-1655287656598 ঝকঝকে ও সুন্দর স্কিন পেতে কলার ফেস মাস্ক ব্যবহার করুন - Use A Collar Face Mask To Get Glowing And Beautiful Skin


তৈলাক্ত ত্বক এর জন্যে

কলা ত্বকে অতিরিক্ত তেল তৈরিতে বাধা দেয়।একটি পাকা কলা নিন তাতে এক চা চামচ মধু মিশিয়ে নিন।এই পেস্টটি আপনার মুখে লাগান এবং ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের জন্য

একটি পাকা কলা নিন এবং একটি পাত্রে পেস্ট করে নিন।।এবার ১ চামচ মধু মিশিয়ে নিন এবং একটি পেস্ট তৈরি করুন। জল দিয়ে মুখ ধোয়ার পর এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট।এরপর ঠান্ডা জলদিয়ে মুখ ধুয়ে ফেলুন।


ত্বক এর সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই ফেসিয়াল মাস্ক

একটি পাত্রে একটি পাকা কলা ম্যাশ করুন এবং এতে দুই চামচ মধু দিন এই সব জিনিস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাক লাগাতে পারেন। ব্রণ দুর হবে।

রেডিয়েন্ট স্কিন মাস্ক

একটা পাকা কলার আধা টুকরো নিয়ে ভালভাবে মেখে কমলালেবুর রস এবং ১ চা চামচ মধু মেশান।

আপনার মুখ এবং গলায় মাস্কটির একটি পাতলা প্রলেপ লাগান। ও ১ টি ডিমের কুসুম, ২ চা চামচ মধু, ১ চা চামচ থেতো করা পাকা কলা নিয়ে ভাল করে মিশিয়ে নিন।মুখ ভাল করে ধুয়ে, শুকিয়ে নিন।

আপনার মুখ এবং গলায় মাস্কটির একটি পাতলা প্রলেপ লাগান। এতে ত্বককে পুনর্জীবিত করে।।

ব্রণ সাফ করতে মাস্ক

কলার খোসার ভেতরের দিকটা ব্রণ প্রভাবিত জায়গায় ভাল করে ঘষে লাগান।৪০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর পরিষ্কার করে মুখ ধুয়ে ফেলুন।

পরিষ্কার ত্বকের জন্য সপ্তাহে দুইবার কলার এই ভেষজ মাস্কটি ব্যবহার করুন।

কলার ফেস প্যাকের উপকারিতাকলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কেল প্রতিরোধ করতে সাহায্য করে।



Tags – Skin Tips , Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *