Spread the love

ঝলমলে সতেজ ত্বক পেতে তুলসিপাতা কার্যকর – Basil Leaves Are Effective In Getting Glowing Fresh Skin

IMG_20220614_142654-1655197028802 ঝলমলে সতেজ ত্বক পেতে তুলসিপাতা কার্যকর - Basil Leaves Are Effective In Getting Glowing Fresh Skin

ত্বক ঝলমলে সতেজ রাখতে তুলসিপাতা কতটা কার্যকর তা জানেন কি

আয়ুর্বেদিক ওষুধ হিসেবে তুলসির গুণ সম্পর্কে অনেকেই জানা।। সর্দিকাশি কমাতে তুলসিপাতা গুণ বহু পুরোনো। কিন্তু জানেন কি, শুধু সর্দিকাশিতেই নয়, বরং রূপচর্চাতেও কাজে লাগে এই তুলসির।একমুঠো তুলসিপাতা দিয়ে ত্বকের নানা সমস্যা সহজেই সারিয়ে ফেলতে পারেন।ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য তুলসী পাতা ভালো করে ধুয়ে বেটে নিয়ে ফেস প্যাকের মত মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। তুলসি পাতায় প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট যা ত্বক সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বক রিফ্রেসও রাখে।


**আপনার যদি ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-এর সমস্যা থাকে তবে তুলসী পাতা দিয়ে বানিয়ে নিন একটি ফেস প্যাক। এরজন্য প্রয়োজন হবে মুলতানি মাটি, মধু, পাতিলেবুর রস ও তুলসী পাতা বাটা। একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।

**মুখে ছোপ ছোপ দাগ পরে গেছে? তুলসী পাতা বাটার সাথে একটা ডিমের সাদা অংশ ভালো ভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। দেখবেন দাগ দূর হবে।


গরমে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন তুলসি পাতা

** আপার লিপ বা থ্রেডিং এর পরে অনেকের স্কিন জ্বালা করে, তুলসী বাটা মুখে লাগিয়ে নিলে জ্বালাপোড়া কমাবে, এবং লালচে ভাব থাকলে সেটাও কমে যাবে।

**শীতে শুষ্ক ত্বক নিয়ে যারা সমস্যায় ভোগেন তারা এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। ৫ দিন তুলসী পাতা বেটে নিয়ে এর সাথে মেশান পরিমান মত টক দই। এরপরে মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপরে নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্ক ভাব অনেকটাই কেটে যাবে।

** ব্রণর সমস্যা ? একমুঠো তুলসিপাতা পরিষ্কার জলে ধুয়ে বেটে নিন। তার সঙ্গে মেশান খানিকটা চন্দনবাটা, এক চাচামচ লেবুর রস আর দু’ থেকে তিন টেবিলচামচ গোলাপজল। পেস্টের মতো একটা মিশ্রণ তৈরি হবে। যাঁদের মুখে খুব ব্রণ ওঠে, তাঁরা এই প্যাকটি নিয়মিত ব্যবহার করুন।

**গায়ের রং উজ্জ্বল করতে তুলসিপাতা বেটে রসটা বের করে নিন। তার সঙ্গে মেশান খানিক অলিভ অয়েল আর লেবুর রস। এই মিশ্রণটা কিছুদিন মাখলেই ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে রং।

** তুলসিপাতা ভালো করে ধুয়ে বেটে নিয়ে তা সারা মুখে মেখে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তুলসি পাতায় প্রচুর অ্যান্টি-অক্সিডান্ট আছে যা ত্বক টানটান, সতেজ আর ঝলমলে রাখে।


Tags – Skin Care Skin Tips



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *