Spread the love

টক দই দিয়ে ফর্সা :Curd for Face


এই গরমে রোদের মধ্যে বেরোলেই সান ট্যান দেখা দেয়…. অতিরিক্ত তৈলাক্তভাব ইত্যাদি নানা সমস্যা দেখা দেয় —-গরমে স্বস্তি পেতে টক দই অনেকেই খেয়ে থাকেন। এই টক দই দিয়েই করা যেতে পারে রূপচর্চা। কি অবাক হয়ে গেছেন?? আপনাদের বলি –

টক দইতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং প্রোটিন। মুখে দই মাখলে আপনি খুব সহজেই উজ্জ্বল, মসৃণ ত্বক পেতে পারেন। দই ময়েশ্চারাইজারের কাজ করে এবং শুষ্ক ত্বকের জন্য এটি খুবই ভাল।


IMG_20230827_205156-1693149725604 টক দই দিয়ে ফর্সা : Curd for Face

টক দই মুখে মাখার উপকারিতা

১. টক দই ও পাতিলেবু

এক কাপ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি খুব ভাল ক্লিনজারের কাজ করে। এতে আপনার ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে।

২. টক দই ও বেসন

দই ও বেসন আর লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিন। ব্রণের সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন। আর আপনার ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে।


IMG_20230827_205139-1693149726044 টক দই দিয়ে ফর্সা : Curd for Face

টক দই মুখে মাখলে কি হয়


৩. টক দই ও হলুদ

টক দইয়ের সাথে হলুদ মিশিয়ে সেই মিশ্রণটি কিছুক্ষন রাখুন। শুকিয়ে যাবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

টক দই দিয়ে রূপচর্চা

৪. দাগ ছোপ কমাতে

ব্রণর সমস্যা থেকে মুক্তি পেলেও তার দাগ থেকে যায়— দইয়ের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দাগের উপর লাগান, দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের যত্নে টক দই

৫. শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে

অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। এ ক্ষেত্রে খানিকটা দইয়ের সঙ্গে গোলাপ জল মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট দশেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।


আরোও পড়ুন,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *