টোনার কি কাজ করে – what Does Toner Do To Skin
ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে দরকার হয় টোনার। ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের মাঝামাঝি সময়ে টোনার কাজে আসে।। ত্বকের যত্ন নিতে টোনার বেশ কার্যকর। ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য টোনার ব্যবহার করা জরুরি। ত্বকের আর্দ্রতা বজায় না থাকলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। টোনার ত্বককে পরিষ্কার করে এবং টানটান করে রাখে।
Toner কি কাজ করে
মসৃণ ত্বকের জন্য টোনার ব্যবহার করা জরুরি। এতে ত্বক টানটান থাকে। নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বক ধীরে-ধীরে উজ্জ্বল হতে শুরু করে। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং ব্রণপ্রবণ, তাঁদের অবশ্যই টোনার ব্যবহার করা জরুরি। দেখবেন টোনারে যেন অ্যালকোহল না থাকে, সেই দিকে খেয়াল রাখুন।
১) টোনার যত দামিই হোক না কেন, ত্বকের ছিদ্রমুখ কমাতে সব সময়ে সক্ষম হয় না। টোনারের কাজ মুখের অতিরিক্ত দাগ, ময়লা এবং তেল অপসারণ করতে সাহায্য করে।
ক্লিনজিং করার পর কি টোনার লাগবে
২) নিয়মিত টোনার লাগানো খারাপ নয়। তবে নিয়মিত রূপরুটিনে টোনার অপরিহার্য অংশ নয়।
৩) প্রয়োজনের অতিরিক্ত টোনার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। অ্যালকোহল ভিত্তিক টোনার এড়িয়ে চলুন।
টোনার কখন ব্যবহার করা উচিত
টোনার কখন কীভাবে ব্যবহার করে –
ক্লিনজার পরে এটি প্রয়োগ করুনঃ
ত্বক পরিষ্কার করার পরপরই টোনার লাগাতে হবে। কারণ “পরিষ্কার করার পরে, আমাদের ত্বককে একটি ভারসাম্যপূর্ণ pH এ ফিরিয়ে আনা দরকার,” । ক্লিনজার ব্যবহারের পর সিরাম, ময়েশ্চারাইজার এবং অন্য কোন ধরনের প্রসাধনী (তেলের) প্রয়োগের আগে টোনার ব্যবহার করা উচিত।
শুষ্ক ত্বকের জন্য কোন টোনার ভালো
আপনি যদি হাইড্রেশনের উপর ফোকাস করেন যা অতি মৃদু টোনার তবে আপনি এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
টোনার ব্যবহার করার উপায় হল একটি পরিষ্কার তুলার প্যাড বা তুলার বল ব্যবহার করা। প্রথমে টোনার দিয়ে প্যাড বা বল ভিজিয়ে রাখুন এবং আপনার টি-জোন থেকে আপনার মুখের চারপাশে আলতো করে মুছুন।
Read More,
Tags – Toner, Beauty Tips