ঠোঁটকে সুন্দর রাখতে কি করবেন – What To Do To Keep The Lips Beautiful
আমরা মেয়েরা মেকাপ এর চেয়ে গুরুত্ব বেশি লিপস্টিক কে দেই,, মেকাপ করি বা না করি লিপস্টিক মেয়ে দের ব্যাগ এ থাকবেই।। লিপস্টিকের ছোঁয়ায় নিমেষে বদলে যেতে পারে আপনার লুক এবং অবশ্যই আপনার অ্যাটিটিউড কারণ লিপস্টিক আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলতে পারে। এমন অনেকেই আছেন, যাঁদের লিপস্টিক কেনাটা একটা নেশার মতো।
ঠোঁটকে গোলাপি ও সুন্দর রাখার টিপস্
টুকটুকে লাল ঠোঁটের আকর্ষণ এড়ানো সত্যিই কঠিন। গাঢ় বাদামি, উজ্জ্বল কোরাল বা পিচরঙা ঠোঁটের আবেদনও কি কম? কিন্তু রং যতই আকর্ষণীয় হোক, ঠোঁট যদি পেলব, কোমল না হয়, তা হলে রঙের আবেদন মোটেও খুলবে না! শুকনো ফাটা ঠোঁটে লিপস্টিকের রং ঠিকভাবে বসে না, ঠোঁট দেখতেও ভালো লাগে না। শুধু ময়েশ্চারাইজ় করলেই কিন্তু ঠোঁটের যত্ন সম্পূর্ণ হল না, তার সঙ্গে দরকার যথাযথ এক্সফোলিয়েশন।
বাজারে নানাধরনের লিপস্ক্রাব কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রাকৃতিক জিনিসের কোনও বিকল্প নেই বিশেষ করে তা যদি বাড়িতে নিজের হাতে বানানো হয়। তাতে কেমিক্যালের ক্ষতিকর প্রভাব যেমন এড়ানো সম্ভব, তেমনি খরচের দিকটাও নিয়ন্ত্রণে রাখা যায়।
অলিভ অয়েল ও কফি
সমপরিমাণ অলিভ অয়েল আর কফি মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে লাগিয়ে খানিকক্ষণ আলতো মাসাজ করুন, তারপর তিন থেকে চার মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
মধু আর চিনি
এই স্ক্রাবটির সঙ্গে অনেকেই পরিচিত। দু’চামচ চিনির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ঠোঁটে মাসাজ করুন। তিন মিনিট রেখে হালকা গরম জলে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে নিন।
বেকিং সোডা
বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে দু’মিনিট লাগিয়ে রাখুন, তারপর গরমজলে ধুয়ে ফেলুন।
ঠোঁটকে সুন্দর রাখতে যা করবেন
মনে রাখবেন,,
1. ঠোঁটে ময়েশ্চারাইজ়ার লাগানো খুব দরকার। লিপবাম, পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল অবশ্যই ঠোঁটে লাগাবেন।
2. ঠোঁট এক্সফোলিয়েট করার পর তুলো দিয়ে মুছবেন না। তুলোর আঁশ ঠোঁটে জড়িয়ে যেতে পারে এবং তা বের করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ঠোঁটে টান লেগে ব্যথা লাগতে পারে। সুতির কাপড় ব্যাবহার করুণ ওই সময়।