Spread the love

তরতাজা ত্বক পেতে ফুলের পাঁপড়ি ব্যাবহার করুন – Use Flower Petals To Get Fresh Skin

IMG_20220612_001828-1654973361866 তরতাজা ত্বক পেতে ফুলের পাঁপড়ি ব্যাবহার করুন - Use Flower Petals To Get Fresh Skin

ফুলের মতো সুন্দর ত্বক পেতে ভরসা রাখুন ফুলে

তরতাজা ত্বক পেতে আমরা সবাই দামি দামি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি,, এতে আমাদের ত্বকের অনেকটা ক্ষতি হয় কিংবা বয়সের আগেই আমাদের ত্বক বুড়িয়ে যেতে থাকে।। কিন্তু আপনি যদি ফুলের পাপড়ি দিয়েই তরতাজা ত্বক ফিরে পান তাহলে কেমন হয় বলুনতো?? কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আজকে আপনার জন্য এই পোস্ট! আপনি জেনে নিন ফুলের পাপড়ি দিয়ে কি করে আপনার ত্বককে তরতাজা ও সৌন্দর্য বাড়াতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক ।।


ত্বকের যত্নে ফুলের পাপড়ির ব্যবহার

সামান্য জল মিশিয়ে ৫/৬ টি গোলাপের পাপড়ি বেটে নিন। এবার অল্প দুধ ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এছাড়াও পরিমাণ মতো গোলাপের পাপড়ির পেস্ট ও বেসন মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। উজ্জ্বল, মসৃণ ও বলিরেখাহীন ত্বক পাবেন।


IMG_20220612_001838-1654973351850 তরতাজা ত্বক পেতে ফুলের পাঁপড়ি ব্যাবহার করুন - Use Flower Petals To Get Fresh Skin


জবা ফুলের পাপড়ি বেটে চালের গুঁড়া মিশিয়ে লাগান ত্বকে। এই প্যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করে উজ্জ্বল ও মোলায়েম করবে ত্বক।


কয়েকটি গাঁদা ফুলের পাপরি জলে ফুটিয়ে নিন। জল ছেঁকে মধু ও আমন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করুন টোনার হিসেবে।


সুগন্ধী ল্যাভেন্ডার: ল্যাভেন্ডার তার সুগন্ধের জন্য বিখ্যাত।। ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ত্বকের ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং ব্রেকআউটগুলিকে ধ্বংস করে। ত্বকের বলিরেখা কমায় এবং সমস্ত রকমের দাগ দূরীভূত করে। ল্যাভেন্ডার তেল ব্যবহার করা বা ফেসপ্যাক বা ফেস স্ক্রাব তৈরি করতে পারেন।

IMG_20220612_001848-1654973343357 তরতাজা ত্বক পেতে ফুলের পাঁপড়ি ব্যাবহার করুন - Use Flower Petals To Get Fresh Skin


জেসমিন: জেসমিনের অপরিহার্য তেল ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, জুঁই অকাল বার্ধক্য এবং সূক্ষ্ম রেখা রোধে অত্যন্ত সহায়ক। উপরন্তু, এটি সংবেদনশীল ত্বকে ভাল কাজ করে।


ক্যামোমাইল : ত্বকের যে কোনও জ্বালাভাব, লালচেভাব কাটিয়ে স্নিগ্ধভাব আনতে আপনার দরকার ক্যামোমাইল। যাঁদের একটুতেই ঠোঁট ফাটে, তাঁরা ক্যামোমাইলের নির্যাসযুক্ত লিপবাম ব্যবহার করলে উপকার পাবেন।

রজনীগন্ধা : শুষ্ক রুক্ষ ত্বকের জন্য রজনীগন্ধা বেশ উপকারী। একটা রজনীগন্ধা পাপড়ি পেস্ট করে মাখন ও মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে মাসাজ করুন। ২০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন



Tags – Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *