Spread the love

তসরের শাড়ি যত্নে রাখার উপায় – How To Take Care Of Tasar Saree


সিল্কের শাড়ির ডিমান্ড অনেক, কিন্তু শাড়িপ্রেমীদের পছন্দের তালিকায় যে শাড়িগুলি শীর্ষে থাকে তার মধ্যে তসর অন্যতম। তসরের শাড়ি এখন কেবল বয়স্করা পড়েন এমনটা নয়, বরং কম বয়সিদের মধ্যেও এই শাড়ির কদর বেড়েছে।


তসরের শাড়ি আপনি যে কোনও অনুষ্ঠানেই পরতে পারেন। জানতে হবে শুধু সঠিক কায়দা। ধূসর রঙের তসরের শাড়ির সঙ্গে একটা কনট্রাস্ট ব্লাউজ পরে নিলেই বিয়েবাড়ি থেকে দুর্গাপুজোর অষ্টমী— সব অনুষ্ঠানে যাওয়ার জন্যই আপনি একেবারে তৈরি।

তবে তসর শাড়ি পরতে ভাল লাগলেও এই শাড়ি কিনতে চান না অনেকে। কারণ একটাই কেটে যাওয়ার ভয়। তসরের শাড়ি যত্নে না রাখলে কেটে যাওয়ার কিংবা ফেসে যাওয়ার ভয় থাকে।


IMG_20220719_233021-1658253630913 তসরের শাড়ি যত্নে রাখার উপায় - How To Take Care Of Tasar Saree


তসরের শাড়ি যত্নে রাখার উপায় গুলি জেনে নিন

তসর খুবই যত্ন সহকারে ব্যবহার করা উচিত। বিশেষ অনুষ্ঠানে পরার জন্যেই তুলে রাখা উচিত। এ ছাড়াও ইস্ত্রি করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণ তাপমাত্রায় ইস্ত্রি করলে আপনার শাড়ি নষ্ট হয়ে যেতে পারে।


তসরের শাড়ি আলমারিতে রাখার সময় ন্যাপথলিনের বল রাখতে পারেন। তার চেয়েও ভাল, হয় যদি শুকনো নিমপাতা রাখতে পারেন।


তিন মাস অন্তর তসরের শাড়ি খুলে রোদে দিন। তবে খেয়ার রাখবেন খুব চড়া রোদ যেন না হয়। দীর্ঘ দিন একই ভাবে শাড়ি আলমারিতে রাখলে ভাজ বরাবর শাড়ি ছিঁড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।


তসর শাড়ি যত অল্প কাচা যায়, ততই ভাল। কয়েক বার পরলে তো ধোওয়ার প্রয়োজন নেই। ড্রাই ওয়াশ করিয়ে নিন।


আলমারিতে রাখার সময় প্রত্যেকটা সিল্কের শাড়ি আলাদা করে সুতি বা মলমলের কাপড়ে মুড়িয়ে রাখুন। যদি বাজার থেকে শাড়ি রাখার তৈরি ব্যাগ কেনেন, তা হলে প্লাস্টিকের না কিনে কাপড়ের কিনুন।


আলমারিতে ঝুলিয়ে রাখবেন না। একটি সুতির কাপড়ে বা মসলিনের কাপড়ে মুড়ে তারপর আলমারির তাকে রাখুন।



IMG_20220719_233013-1658253631217 তসরের শাড়ি যত্নে রাখার উপায় - How To Take Care Of Tasar Saree

তসরের শাড়ি রাখার টিপস্



একসঙ্গে দুটি শাড়ি কখনওই একটি কাপড়ে মুড়ে রাখবেন না। এতে শাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে।


যেসব তসরের শাড়িতে জরির কাজ করা আছে; সেগুলো উল্টো করে ভাঁজ করে রাখুন। এতে জরি নষ্ট হবে না।


প্রতি ছয় মাসে পরপর শাড়ি ছায়ায় নেড়ে দিন। এর ফলে ভাঁজ বদলাবে। না হলে ভাঁজে-ভাঁজে শাড়িগুলো কেটে যেতে পারে।


ধোয়ার পর জল ঝরাতে দিয়ে দিন। নিংড়ে-নিংড়ে সিল্কের শাড়ি শুকাবেন না। এই শাড়িগুলো ছায়ায় শুকাতে দিন। রোদে শুকোতে দিলে রং নষ্ট হয়ে যেতে পারে।

Tags – Life Style Saree Tips Care Of Tasar Saree

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *