Categories: Skin Care

ত্বকের ধরন অনুযায়ী ফেস সিরাম ব্যাবহার করুন – Use Face Serum According To Skin Type

Spread the love

ত্বকের ধরন অনুযায়ী ফেস সিরাম ব্যাবহার করুন – Use Face Serum According To Skin Type


ত্বককে সুস্থ রাখার জন্য আর উজ্জ্বলতা বজায় রাখার জন্য সঠিক খাওয়া-দাওয়া আর নিয়মিত ব্যায়াম করা জরুরি। কিন্তু এর পাশাপাশি ত্বকের যত্ন (Skin Care) নেওয়া ভুলে গেলে চলবে না। ত্বকের প্রকৃতি তৈলাক্তই হোক বা শুষ্ক, তার আর্দ্রতা বজায় রাখার জন্য কিন্তু তেলের প্রয়োজন আছেই। 



ফেস সিরাম ব্যাবহার করুন! ব্রণর সমস্যাও হবে শেষ

বাজারে বিভিন্ন ধরনের ফেস সিরাম পাওয়া যায়। এই ফেস সিরাম ত্বককে সুন্দর ও উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের বহু সমস্যার সমাধান করে। যার মধ্যে রয়েছে ব্রণ, শুষ্কতা, লালচে ভাব ইত্যাদি। তবে যদি সেরা ফলাফল পেতে চান তাহলে বাজারে কেনা ফেস সিরামের বদলে বাড়িতেই বানিয়ে নিন এই পণ্য। 

ফেস সিরাম কি?

ফেস সিরাম হলো বেসিক্যালি একটি উচ্চ ঘনত্ববিশিষ্ট শক্তিশালী উপাদান যা খুব কম সময়ে ত্বকের গভীরে পৌঁছয়।এটির মলিকিউলস ফর্মুলা ত্বকের বিশেষ বিশেষ সমস্যা গুলিকে চিহ্নিত করে তার কার্যকরী সুরাহা প্রদান করে।ত্বকের বলিরেখা, দাগ ছোপ, স্কিন টোন ও টেক্সচার এর মত দিকগুলিকে টার্গেট করে সমাধান করে।


সিরামের উপকারিতা:

ফেস সিরাম ত্বকের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে বহুগুণে।

স্কিনের টোনে নিখার আনে এবং ঝকঝকে ভাব বৃদ্ধি করে।


ত্বকের এপিডার্মিস লেভেলে গিয়ে পুষ্টি যোগায়।

বয়সের ছাপ পড়তে দেয় না সহজে এবং তারুণ্য ফিরিয়ে আনে।


স্কিনের কোচকানো ও কুঁকড়ে যাওয়া রোধ করে

ডার্ক সার্কেল ও ছোপের দাগ নিমেষে দূর করে দেয়।


আমাদের দৈনন্দিন ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সিরাম। কনসেনট্রেটেড সিরামের মধ্যে এমন অনেক শক্তিশালী উপাদান থাকে যা ত্বকের একাধিক সমস্যার সফলভাবে মোকাবিলা করতে পারে। 


আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি সিরাম যার প্রতিটির দামই আপনার বাজেটের মধ্যে। 


ভাল ফল পেতে ত্বকের ধরন বুঝে বাছুন ফেস সিরাম

১/ ঠোঁটের চারপাশের ত্বকের রঙের সঙ্গে মুখের বাকি অংশের রং মিলছে না?অসমান ত্বকের রং একটি সাধারণ সমস্যা, সঠিক স্কিন সিরাম দিয়ে তা ঠিক করা সম্ভব। ত্বকের অসমান রং ঠিক করতে হলে ভারতে বাজেটের মধ্যে যে স্কিন সিরামটি রয়েছে সেটি হল ল্যাকমে নাইন টু ফাইভ ভিটামিন সি+ ফেসিয়াল সিরাম/ Lakmé 9 to 5 Vitamin C+ Facial Serum. । ত্বকের প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে অকাল জরা, রোদজনিত ক্ষতি, ত্বকের বিবর্ণতার মতো একগুচ্ছ সমস্যার মোকাবিলা করে এই সিরাম, আর আপনি পেয়ে যান উজ্জ্বল মসৃণ ত্বক।

২/ পুরনো ব্রণ শুকিয়ে যাওয়ার পর সেই জায়গায় কালো দাগছোপ থাকলে ত্বক নিষ্প্রাণ অমসৃণ দেখায়। ব্রাইটেনিং সিরাম দিয়ে এই সমস্যা দূর করা যায়। ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়্যান্স স্কিন ব্রাইটেনিং সিরাম/ Lakme Absolute Perfect Radiance Skin Brightening Serum -এ রয়েছে ভিটামিন বিথ্রি ,, নিয়মিত ব্যবহার করলে উজ্জ্বল দাগহীন ত্বক হবে আপনার নিত্যসঙ্গী।


৩/ ত্বক শুষ্ক হলে স্বাভাবিকভাবেই মুখ নির্জীব আর ম্যাড়মেড়ে দেখায়। অনেক সময় ঘন ময়শ্চারাইজার ত্বকের গভীরের স্তরে ঢুকতে পারে না। তা সহজেই ত্বকের গভীরে ঢুকে ভেতর থেকে পুষ্টি জোগায়। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র‍্যাডিয়্যান্স ওভারনাইট অয়েল-ইন-সিরাম/ Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum আপনার শুষ্ক ত্বকের যাবতীয় দেখভাল করতে সিদ্ধহস্ত! 

সিরাম মাখতে শুরু করার সঠিক বয়স কী?


যেহেতু আমাদের পরিবেশে দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে, তাই বয়স কুড়ির কোঠার গোড়ায় পড়লেই সিরাম মাখা শুরু করে দেওয়া উচিত, তাতে বাইরের ক্ষতিকর হামলার বিরুদ্ধে ত্বকের প্রতিরোধ জোরদার হবে।


 প্রতিদিন ব্যবহার করার পক্ষে কোন সিরাম সবচেয়ে ভালো?

প্রতিদিন ব্যবহারের জন্য ভিটামিন সি সিরাম সবচেয়ে ভালো। এই সিরাম একদিকে যেমন ত্বকের সুরক্ষার আস্তরণ মজবুত করে, তেমনি ত্বকে অকালে বয়সের দাগ পড়া, কালো দাগছোপ, অসমান রঙের মতো সমস্যাগুলোকেও রুখে দেয়।  


কীভাবে ব্যবহার করবেন এই সিরাম:


প্রথমে মুখ পরিষ্কার করে টোনার লাগিয়ে নিন। তারপর কপালে ও দুই গালে ড্রপারে করে এক এক ফোঁটা তেল দিন। তারপর হালকা হাতে আপওয়ার্ড স্ট্রোকে তা ম্যাসাজ করুন। সকালবেলা স্নানের পর এবং রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই এই ফেস সিরাম ব্যবহার করবেন। ফেস সিরাম ব্যবহার করার পর ময়েশ্চরাইজ়ার লাগাতে ভুলবেন না যেন।


যে যে জিনিস দেখে নেবেন কেনার আগে:


আপনার বয়সের দিকটা দেখে নেবেন। যাদের জেদি ডার্ক স্পট বা এজিং জাতীয় সমস্যা রয়েছে তারাই ভেবে দেখুন। টিনেজারদের এগুলো খুব একটা কার্যকর হবে না।


এগুলো প্রিমিয়াম প্রোডাক্ট তাই দাম বেশি হয় তাই বাজেট এর খরচ মিলিয়ে করবেন।


ডার্ক প্যাচ ও নাছোড় রিঙ্কেল এর ক্ষেত্রে কাজে লাগিয়ে দেখতে পারেন।


জেল না এমলসান কি জাতীয় ফর্মে আপনি কম্ফোর্টেবল সেটা বিচার করে নেবেন।


প্যাকেজিং ও ভিটামিন এ সি ই, রিসভেরাট্রল, নিয়াসিনামাইড ও মেলাটোনিন এর মত আবশ্যকীয় উপাদানগুলোর সঠিক ব্যালেন্স ও পরিমাণ চেক করে কিনবেন।



Tags – Face Serum According To Skin Type Skin Tips Skin Care

Bristy

Leave a Comment

Recent Posts

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

36 seconds ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

21 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

23 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago