Spread the love


ত্বকের ধরন বোঝার সেরা ৬ টি টিপস – Best Tips For Know Your Skin
Type


IMG_20210920_205832 ত্বকের ধরন বোঝার সেরা ৬ টি টিপস - Best Tips For Know Your Skin Type

ত্বকের ধরন বোঝার উপায়

আপনার ত্বক কোন টাইপ এর তা আপনি জেনে নিন।।
কোন ধরনের ত্বকের মধ্যে আপনার কোনটি তা জানার জন্য কয়েকটি উপায় দেওয়া হল।
আসুন পড়ে নেওয়া যাক।।
আপনার ত্বক সাধারণ, শুষ্ক, তৈলাক্ত, মিশ্র নাকি সংবেদনশীল-সেই ধরণটি জেনে নিলে
আপনার সঠিক পণ্যগুলি নির্বাচন করতে এবং ত্বকের যত্নের সঠিক পদ্ধতি বুঝে নিতে
সাহায্য করবে।।
টিসু পেপার দিয়ে মুখের উপর আলতো করে চাপ দিয়ে রাখুন কিছুক্ষণ যদি টিস্যু
পেপার টি তেলাক্তভাব হয়ে যায় তবে বুঝবেন আপনার স্কিন তৈলাক্ত।আপনার যদি ড্রাই
স্কিন হয়, তাহলে আপনার ত্বক ক্লিনজিং-এর পরে টাইট লাগবে। অন্যদিকে তৈলাক্ত ত্বক
ধুয়ে ফেলার ঠিক পরেই ততোধিক পরিষ্কার অনুভূত হবে।

আপনার যদি মিশ্র প্রকৃতির ত্বক হয় তবে, আপনার টি-জোনটি পরিষ্কার অনুভূত হবে।
তবে আপনার গাল টাইট থাকবে। সংবেদনশীল ত্বকে নির্দিষ্ট কিছু ক্লিনজার লাগালে
রিঅ্যাকশন হতে পারে, ত্বকে চুলকানি বা ও ফেস এ লাল রেশ ও উঠতে পারে।

তৈলাক্ত ত্বক চেনার উপয়

আপনার যদি তৈলাক্ত ত্বক হয়, তাহলে যতই দিন গড়াতে থাকবে ততই ত্বকে তৈলাক্ত এবং
চিটচিটে ভাব অনুভূত হবে।
শুষ্ক ত্বক হলে আপনার ফেসটির মধ্যে কোনো তৈলাক্ত ভাব থাকবে না ,বেশি ঘেমে যাবেন
না ।শীতের সময় ফেসে টানটান ভাব হবে। এবং আপনি কোন কোন মেকআপ করলে সেই মেকআপ
মুখে টান পোড়া ভাব চলে আসবে।
আপনি যদি লক্ষ্য করেন যে আপনার ত্বক এই এর কোনওটির সঙ্গে মিলছে না, কোনও এই
ধরণের সমস্যা দেখা দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার নর্ম্যাল স্কিন, এমনটা হলে
আপনি কিন্তু ভাগ্যবান।
তবে আপনার যে কোনও বয়সে পিম্পল বা ব্রণর সমস্যা দেখা দিতে পারে, বিশেষত আপনার
যদি অয়েলি স্কিন হয়।

স্কিন টোন চেনার উপায়

আপনার ত্বক যে ধরনেরই হোক না কেন এই টিপগুলো আপনাকে সাহায্য করবে ত্বককে ভালো
রাখার জন্য।

(১) UVA &UVB রশ্মি প্রতিরোধ করে এমন সানস্ক্রিন ক্রিম / লোশান ব্যবহার
করুন। রোদে সানগ্লাস ব্যবহার করুন।
IMG_20210920_210005 ত্বকের ধরন বোঝার সেরা ৬ টি টিপস - Best Tips For Know Your Skin Type
(২) ধূমপান / নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকুন।
(৩) অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
(৪) ঘুমানোর আগে অবশ্যই মেক-আপ তুলুন।
(৫) রাতের বেলা ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে নাইট ক্রিম ব্যবহার করে ঘুমান।
(৬) স্নান করে রাখে অ্যালোভেরা মধু দিয়ে 10 মিনিট পরে মুখে মাসাজ করুন ঠাণ্ডা
জলে ধুয়ে ফেলুন।
ত্বকের ধরন বোঝার উপায় এখন বেশ জেনে গেলেন। তাই নিজেই এখন নিজের স্কিন টাইপ
পরীক্ষা করুন।।

Also read,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *