Spread the love

ত্বকের প্রতিটি সমস্যা সমাধানে ৫ টি সেরা ফেসওয়াশ – 5 Best Face Washes To Solve Every Skin Problem


মূলত তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ব্রণ হওয়া একটি বড় সমস্যা, যার থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন ও সময় সাপেক্ষ। অন্য ধরণের ত্বকেও এটি হয়ে থাকে। এর থেকে মুক্তি দিতে পারে সঠিক কিছু প্রোডাক্টের নিয়মিত ব্যবহার। কিছু ফেস ওয়াশের কথা যা ব্রণর সমস্যাকে দূর করতে সাহায্য করবে তার সাথে দূর করে ত্বকের ভাঁজ শুষ্কতা দাগ ছোপ।

IMG_20220820_152605-1660989376053 ত্বকের প্রতিটি সমস্যা সমাধানে ৫ টি সেরা ফেসওয়াশ - 5 Best Face Washes To Solve Every Skin Problem

ত্বকের প্রতিটি সমস্যা সমাধানে ৫টি সেরা ফেসওয়াশ

কোন ফেসওয়াশ কতটা বিশুদ্ধ ভালোভাবে যাচাই করে নেবেন। শুধুমাত্র ফেসওয়াশের গায়ে লেখা আছে বলে সেটি বিশ্বাস করবেন না। ভুল ক্লেনজার ব্যবহার করলে আপনার ত্বক থেকে প্রয়োজনীয় আর্দ্রতা হারিয়ে যেতে পারে এবং ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে।


সঠিক ফেসওয়াশ মুখের তেলময়লা পরিষ্কার করে দেয়, একই সঙ্গে ত্বকের নানা সমস্যারও সুরাহা করে। ভাবছেন কোন ফেসওয়াশ ব্যবহার করবেন? সেই হদিশই নিয়ে এসেছি আমরা। জেনে নিন, ত্বকের সমস্যা অনুযায়ী কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো কাজ করবে আপনার জন্য।


১/ তেলতেলে ত্বকের জন্য সঠিক ফেসওয়াশ বেছে নেওয়াটা একটু ঝামেলার। আপনার চাই এমন কিছু যা বাড়তি তেল আর ময়লা পরিষ্কার করবে, অথচ ত্বক বেশি শুকনো লাগবে না বা ত্বকে টান ধরবে না। তাই যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের জন্য সেরা হল পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ-অয়েল ক্লিয়ার গ্লো/ Pears Ultra Mild Facewash – Oil Clear Glow ফেসওয়াশ। এটি কোমল হলেও ত্বক পরিষ্কার করে গভীর থেকে।

গরমের দিনে ত্বকের নানা সমস্যা সমাধানের জন্য 5 টি সেরা ক্লেনজার

২/ ত্বকের যত্নে সবচেয়ে আর্দ্রতা রক্ষাকারী উপাদান হলগ্লিসারিন এবং শুষ্ক ত্বকের পক্ষে আদর্শ। পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ-পিওর অ্যান্ড জেন্টল/ Pears Ultra Mild Facewash – Pure & Gentle ত্বক পুরোপুরি পরিষ্কার করে, ত্বক অতিরিক্ত শুষ্কও করে দেয় না।


৩/ সারাক্ষণ ধুলোময়লা, দূষণ, চড়া রোদ এবং পরিবেশগত নানা কারণে ত্বক সময়ের সঙ্গে সঙ্গে নিষ্প্রাণ বিবর্ণ হয়ে পড়ে। সঠিক ফেসওয়াশ বেছে নিলে এই ক্ষতি সারিয়ে তুলে ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব। পিয়ার্স আলট্রা মাইল্ড ফেসওয়াশ-ফ্রেশ রিনিউয়াল/ Pears Ultra Mild Facewash – Fresh Renewal ফেসওয়াশের কোমল ও তরতাজা অনুভূতি দেয় আমাদের দারুণ প্রিয়।



৪/ Mamaearth Tea Tree Natural Face Wash for Acne & Pimples Wash

এই ফেসওয়াশ টি ট্রি, ল্যাভেন্ডার অয়েল ও নিমপাতার নির্যাস সমৃদ্ধ হওয়ায় ত্বকের অতিরিক্ত তেলকে দূর করে আপনার ত্বকের উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে। ত্বককে মৃত কোষ থেকে মুক্ত করে। এতে হলুদ উপস্থিত থাকায় ত্বককে সজীব করে তোলে।অ্যালকোহল মুক্তপ্যারাবেন মুক্ত।


৫/ Anti-Acne Oil Control Face Wash

দারুচিনি উপস্থিত থাকে বলে এটি ত্বকের মরা কোষকে ত্বক থেকে দূর করে ত্বকে রক্ত সঞ্চালন সঠিক রেখে ত্বককে সজীব করে তোলে। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বককে অ্যাকনে সমস্যার থেকে মুক্তি দেয়।সুগন্ধ যুক্ত ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত প্যাকেজিং ,দাম সাধ্যের মধ্যে।

Tags – 5 Best Face Washes To Solve Every Skin Problem Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *