Spread the love

ত্বকের যত্নে টোনার ব্যবহার করা প্রয়োজন কিনা জেনে নিন – Find Out If You Need To Use Toner In Skin Care

IMG_20220612_002801-1654973913725 ত্বকের যত্নে টোনার ব্যবহার করা প্রয়োজন কিনা জেনে নিন - Find Out If You Need To Use Toner In Skin Care

টোনার এর উপকারীতা

ত্বক সুন্দর ও পরিষ্কার রাখতে টোনার ব্যবহার আপনাকে করতে হবে।।ত্বকের রোমকূপের মুখগুলোকে সংকুচিত করতে সাহায্য করে এই টোনার। এছাড়া ত্বকের তৈলাক্তভাব কমাতে সাহায্য করে,, ত্বকের পিএইচ-র মাত্রা ঠিক রাখতে টোনার আপনাকে ব্যবহার করতে হবে।।। আপনি যদি নিয়মিত মুখে টোনার লাগান, তবে টোনার আপনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে।।আপনি যদি নিয়মিত মুখে টোনার লাগান, তবে টোনার আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে।।ত্বককে তরতাজা করে এই টোনার।।যাঁদের মুখের ত্বক তৈলাক্ত, তাঁদের মুখে ময়লা জমার সম্ভাবনা বেশি। কিন্তুো মুখ তরতাজা রাখতে টোনার দারুণ কাজ দেয়।


সুন্দর ত্বকের জন্য টোনার


IMG_20220612_002742-1654973922209 ত্বকের যত্নে টোনার ব্যবহার করা প্রয়োজন কিনা জেনে নিন - Find Out If You Need To Use Toner In Skin Care


আপনি টোনার হিসেবে অনেক কিছুকে কাজে লাগাতে পারেন ,,, যেমন –


**আপেল সাইডার ভিনেগার

আপেল সাইডার ভিনেগার জলে মিশিয়ে নিন। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে তুলার সাহায্যে ত্বকে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


**শসা ও অ্যালোভেরা

শসার পেস্ট করে অ্যালোভেরা জেল ভালো করে মেশান। তুলা দিয়ে মুখে লাগান। কয়েক মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই টোনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে ও ত্বককে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে


গ্রিন টি

এক কাপ জলে গ্রিন টি ব্যাগ দিয়ে অল্প ফোটান। ফোটানো হয়ে গেলে ঠান্ডা করে নিন। এবার একটি স্প্রে বোতলে ঢেলে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। এই টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।।


ডাব

চমৎকার টোনার হিসেবে কাজ করে ডাবের জল। একটি পাত্রে এক কাপ ডাবের জল এবং আধা কাপ দুধ ঢেলে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর বোতলে ঢেলে ফ্রিজে রাখুন। তুলা ভিজিয়ে ব্যবহার করুন। এটি ব্যাবহার করলে ত্বকে সূর্যের কারণে হওয়া ড্যামেজ কমিয়ে দিবে। সেই সঙ্গে চোখের নিচের ভাঁজ, ইনফ্ল্যামেশন, ত্বকের লালচে ভাব কমানোর পাশাপাশি ত্বকের সৌন্দর্য ধরে রাখে।

চাল ধোয়া জল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাল ধোয়া জল টোনার হিসেবে কাজে লাগাতে পারেন।


টোনার ব্যবহারের সময়,,

ত্বকে জল লাগানোর পরপরই টোনার লাগাতে হবে।

টোনার লাগানোর জন্য তুলার প্যাড বা মিস্ট বোতল ব্যবহার করুন। টোনার লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলবেন না। পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করে ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলুন। তাহলে যে উদ্দেশ্যে আপনি টোনার দিচ্ছেন, সেটা পূরণ হবে।



Tags – Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *