Spread the love


ত্বকের যত্নে ময়েশ্চারাইজার এর উপকারিতা ও ব্যাবহারের নিয়ম – Benefits
& Uses Of Moisturizer

IMG_20210926_182425 ত্বকের যত্নে ময়েশ্চারাইজার এর উপকারিতা ও ব্যাবহারের নিয়ম - Benefits & Uses Of Moisturizer

ত্বকের যত্নে ময়েশ্চারাইজার এর উপকারিতা ও ব্যাবহারের নিয়ম

ত্বকের যত্ন নিতে ময়েশ্চারাইজার ব্যবহারের সঠিক নিয়ম। এবং
ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের জন্যে। তা আজকে আমরা জেনে নেব।
ত্বকের জন্য মশ্চারাইজার কতটা উপকারী তা আমরা কমবেশি সবাই জানি ।ময়েশ্চারাইজার
ব্যবহার করলে আমাদের ত্বক খুবই ভালো থাকে। আমরা ত্বক কে ভালো রাখার জন্য নানান
কেমিক্যাল মেশানো প্রোডাক্ট ব্যবহার করে থাকি। কিন্তু মশ্চারাইজার ব্যবহার করলে
অন্য কিছুর দরকার হয় না।অবাক হচ্ছেন নিশ্চয়ই এই কথা শুনে? তা হবারই কথা।
কিন্তু এটাই সত্যি। স্কিনকে ভেতর থেকে সুস্থ্য রাখতে পারলে স্কিনে আলাদা করে
কোন সমস্যা দেখা দেবে না। যা সম্ভব সঠিক ভাবে ময়েশ্চারাইজার ব্যবহারের দ্বারা
আসুন জেনে নেওয়া যাক ময়েশ্চারাইজারের নানা ফায়দা সম্পর্কে।

ময়েশ্চারাইজার এর উপকারিতা

ময়েশ্চারাইজারের কাজ কি:
১. শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রদান করতে মশ্চারাইজার ভালো কাজ করে।
২. সব রকমের স্কিনের সাথে সাথে ড্রাই স্কিনের বিশেষ খেয়াল নিয়ে থাকে
ময়েশ্চারাইজার।

৩.স্কিনকে ভেতর থেকে হেলদি রাখে, যাতে বাইরের দূষণ স্কিনের ক্ষতি করতে না পারে
সহজে।
৪.ব্রণ, ব্ল্যাকহেডস, মুখে হওয়া কালো দাগ, ছোপ থেকে আমাদের দূরে রাখতে
ময়েশ্চারাইজার অসাধারণ কাজ করে।
ময়শ্চারাইজেশনের কেন এত গুরুত্বপূর্ণ?
১.শুষ্কতা রোধ করা: আবহাওয়া শীত-গরম হোক আমাদের স্কিন শুষ্ক ও রুক্ষ্ম করে দেয় ।সেটা দূর
করতে মশ্চারাইজার খুব ভালো কাজ করে ।আর আমাদের হারিয়ে যাওয়া আদ্রতা
ফিরিয়ে দেয়।
২. বয়সের ছোপ কমানো: একটা বয়সের পর আমাদের সবারই স্কিনে বয়সের ছাপ দেখা দিতে থাকে ,সেটা দূর
করতে মশ্চারাইজার ব্যবহার করুন। এতে আপনার ত্বককে টানটান ভাব রাখে এবং বয়সের
ছাপ এর হাত থেকে বাঁচিয়ে রাখে ।
৩. ব্রণর হাত থেকে বাঁচানো:তৈলাক্ত ত্বকে ব্রণর সম্ভাবনা বেশি। তৈলাক্ত-ঝুঁকিপূর্ণ ত্বকে আরও আর্দ্রতা
যুক্ত করা আশ্চর্য বলে মনে হতে পারে আপনার। তবে বাস্তবে এই আর্দ্রতা যুক্ত করা
স্কিনের জন্য প্রয়োজন। ত্বক শুষ্ক হয়ে গেলে এটি আপনার গ্রন্থিগুলিকে আরও তেল
তৈরির জন্য একটি বার্তা পাঠায়। তাই মশ্চারাইজার ব্যবহার করুন এবং ব্রণের হাত
থেকে বাঁচুন।
৪. স্কিনকে স্মুদ রাখা: মশ্চারাইজার ব্যবহার করলে আপনার স্ক্রিন সবসময় কোমল থাকবে।যেমন র্লালচে
ভাব, চুলকানি, র‍্যাসের মত সমস্যার থেকে আপনি রক্ষা পাবেন।স্কিন রুক্ষ
থাকলে এইগুলো বেশি করে প্রকট হয়।মুখ জ্বলে যাওয়া ত্বকে রুক্ষভাব সবকিছু থেকে
আপনাকে বাঁচাবে।

ময়েশ্চারাইজার ব্যাবহারের নিয়ম

কখন ময়শ্চারাইজার ব্যবহার করবেন?
আপনি কোথাও বেরোনোর আগে ভালো করে ফেসওয়াশ এর মাধ্যমে মুখ পরিষ্কার করে
তারপর মশ্চারাইজার ব্যবহার করতে পারেন। সকালে মুখ ধোয়ার পর আর রাত্রে
শুতে যাবার আগে মসরাইজার ভালো করে মুখে মাখিয়ে রাখুন এতে আপনার ত্বক নানান
সমস্যার থেকে রক্ষা পাবে।
IMG_20210926_182435 ত্বকের যত্নে ময়েশ্চারাইজার এর উপকারিতা ও ব্যাবহারের নিয়ম - Benefits & Uses Of Moisturizer

কীভাবে আপনার ত্বককে ময়শ্চারাইজ করবেন?
সকালে ও রাতে ময়েশ্চারাইজার ব্যবহারের কথা আগেই উল্লেখ করেছি।
সেই মত ফেস ওয়াশ করার পর আপনার পছন্দের ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন।
এটি লাগানোর সময় মুখের উপর চাপ প্রয়োগ করবেন না।
কখনও ত্বকে ঘষে ঘষে এটি অ্যাপ্লাই করবেন না।
মেকআপ করার আগে ফাউন্ডেশন বা অন্য কোনও সামগ্রী লাগানোর আগে চাইলে
ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। মেকআপের হাত থেকে স্কিন সুরক্ষিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *