Spread the love

ত্বকের যত্নে লাল চন্দন কে কীভাবে কাজে লাগাবেন – How To Use Red Sandalwood In Skin Care

রক্ত চন্দন বা লাল চন্দন ত্বকের জন্য খুব ভাল একটি উপাদান। আগে কার দিনে এটি ত্বকের যত্নে বহু ব্যবহৃত হয়। দাগ, ফুসকুড়ি এবং ব্রণ নিরাময়ে লাল চন্দন খুবই কার্যকরী। তাহলে লাল চন্দন কীভাবে ফেসপ্যাক হিসাবে ব্যবহার করতে হয়, কী বা এর উপকারিতা, জেনে নেওয়া যাক৷


রূপচর্চায় চন্দন

ব্রণ, র‌্যাশ, জ্বালাপোড়া—গরমে ত্বকের নিত্যসঙ্গী। তৈলাক্ত ত্বক যাঁদের, তারা ত্বক নিয়ে নানান যন্ত্রণায় পড়ে। গরমের এ সময়টাতে একটু বাড়তি রূপচর্চা দরকার হয়ে থাকে। চন্দন ওপরের সব বিষয়েই আপনাকে সহায়তা করবে। ত্বকের অতিরিক্ত তেলও শুষে নেবে। অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করবে। রূপচর্চায় চন্দনের ব্যবহার করা হলে পরবর্তীকালে ত্বক ঠান্ডা পরশও পায়।


চন্দনগাছের কাঠ শুকিয়ে গুঁড়া করে পাওয়া যায় চন্দনগুঁড়া বা স্যান্ডেলউড পাউডার। ত্বক পরিষ্কার করা, উজ্জ্বল করা, রোদে পোড়া ভাব দূর করা, ত্বককে সজীব করে তোলা ছাড়াও অসংখ্য গুণ আছে এই উপকরণটির।


এছাড়াও,,

* ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

* ত্বকের ক্লান্তিভাব দূর করে।

* ব্রণ বা ত্বকের দাগ দূর করে।

* ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।

* চন্দনের সঠিক ব্যবহার ত্বকে কোমলতা এনে দেয়।

* যাদের ত্বক বয়সের কারণে ঝুলে গেছে, তাদের জন্য চন্দন বেশ উপকারী। কারণ, এটি ত্বককে টানটান রাখে।

লাল চন্দন দিয়ে তৈরি করুন ফেসপ্যাক! ত্বক হয়ে উঠবে উজ্জ্বল

১. লাল চন্দনের গুঁড়োয় কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে হবে। এটি ত্বকে ময়েশ্চারাইজিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।


২. তৈলাক্ত ত্বকের মাস্কের জন্য লাল চন্দন গুঁড়ো ও লেবুর রসের মিশ্রণ লাগানো যায়। মিশ্রণটি মুখে শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে ফেলতে হবে।

৩. বেশিরভাগ মানুষই ব্রণর সমস্যায় ভোগেন। গোলাপজল ও লাল চন্দন গুঁড়ো দিয়ে তৈরি ফেসপ্যাক ব্রণ ও বিভিন্ন দাগ এবং ব্রণর জন্য হওয়া অস্বস্তি কমাতেও সাহায্য করে।


৪. ১ টেবিল চামচ লাল চন্দনের গুঁড়ো এবং ১ টেবিল চামচ চটকানো পাকা কলার মিশ্রণ ত্বকের মরা কোষ সরাতে এক্সফোলিয়েশনে সাহায্য করে। এই ফেসপ্যাকটি ত্বককে সতেজ করে তোলে।


চন্দন দিয়ে রূপচর্চা

৫. ১ টেবিল চামচ লাল চন্দন গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ, ১ টেবিল চামচ দই ও দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে হবে। ত্বকের জেল্লা বাড়াতে ফেসপ্যাকটি মুখে লাগান।

৬. ১ টেবিল চামচ লাল চন্দনের গুঁড়োর সঙ্গে ২ টেবিল চামচ দুধের মিশ্রণ প্রত্যেকদিন মুখে লাগালে ত্বকের কালো দাগ দূর হয়।


৭. ১ টেবিল চামচ শশার রস অথবা দইয়ের সঙ্গে একই পরিমাণ লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এবার এই ফেসপ্যাকটি মুখের ট্যান হওয়া জায়গায় লাগাতে হবে।

৮. পাকা পেঁপেকে ম্যাশ করে তাতে এক চামচ লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকে স্ক্রাব করুন। এতে ত্বকের ওপর থাকা মৃত কোষ দূর হয়ে যাবে।


সংবেদনশীল ত্বকে চন্দনের ব্যবহার

যাদের ত্বক সংবেদনশীল, তাদের রূপচর্চায় অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন। সংবেদনশীল ত্বকে চন্দনের সঙ্গে হালকা টক দই ব্যবহার করা যায়।

মুখ, হাত বা পায়ের ত্বকের পাশাপাশি চন্দন সারা শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। এ ছাড়া বডি টনিং এর জন্য এটি বেশ কার্যকর। চন্দনের সঙ্গে মধু মিশিয়ে সারা শরীরে ব্যবহার করা যায়। ব্যবহারের ১০ মিনিট পর চন্দনটা তোলার জন্য জলপাই তেল দিয়ে মালিশ করে নিন। চন্দনের মিশ্রণ ধুয়ে ফেলার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।

IMG_20220626_113650-1656223692818 ত্বকের যত্নে লাল চন্দন কে কীভাবে কাজে লাগাবেন - How To Use Red Sandalwood In Skin Care
Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *