ত্বকের যত্ন নিন কাচা হলুদ দিয়ে – Take Care Of The Skin With Raw Turmeric
হলুদের ফেইস প্যাক
মুখের নিষ্প্রাণ কাটাতে সতেজ উজ্জ্বলতা এনে দিতে, মুখের কালো দাগছোপ হালকা করতে, ব্রণ-ফুসকুড়ি নির্মূল করার কাজে, মুখের যে কোনও প্রদাহ কমাতে হলুদের ব্যবহার করা হয়। শুধু কাঁচা হলুদ মুখে মাখলে ত্বক হলদে দেখায়, তাই তার সঙ্গে যদি মেশাতে পারেন বেসন বা চন্দন, তা হলে ফেসপ্যাকের কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়। ত্বকের আর্দ্রতা বাড়িয়ে তুলে ত্বক কোমল, উজ্জ্বল রাখতে তাই বেছে নিন হলুদ।।
বলিরেখা কমাতে: বয়সের ছাপ কমাতে সহায়ক হলুদ। কারণ এতে আছে কোষকলার মাত্রা বৃদ্ধি ও আর্দ্রতা রক্ষা করার ক্ষমতা। হলুদ খুব সহজে বলিরেখা ও ত্বকের ভাঁজ দূর করতে সহায়াত করে।
অতি বেগুনি রশ্মির কারণে হওয়া ক্ষয় থেকে রক্ষা: হলুদ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহয্য করে। কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। একারণে ত্বকে হলুদের পেস্ট ব্যবহার করা হলে ঠাণ্ডা ও আরাম অনুভূত হয়।
ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে: হলুদ ত্বককে পরিষোধিত করে। ফলে ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ।
ব্রণ ও কালো দাগ কমায়: হলুদ ব্রণের বিরুদ্ধে কাজ করে ।। হলুদে থাকা কারকিউমিন রোদ ও ‘হাইপার পিগমেন্টেইশন’য়ের কারণে হওয়া কালো দাগ ও পোড়াভাব কমাতে সহায়ক।
সোনার মতো উজ্জ্বল ত্বক চাইলে ভরসা রাখতেই হবে কাঁচা হলুদে
চোখের যত্নে:চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে হলুদ। এ জন্য সামান্য হলুদের সঙ্গে জলপাই তেল মিশিয়ে চোখের নিচে লাগাতে পারেন। ১০ মিনিট পর ধুয়ে নিন।
ত্বকের বয়স কমায়: কাঁচা হলুদ ত্বকের বয়স কমায়। তাই বিভিন্ন ক্রিমের প্রয়োজনীয় উপাদান হিসেবে হলুদ ব্যবহার করা হয়।
ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়: বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে রাখে ব্যাকটেরিয়ামুক্ত এবং ব্রণ হওয়া থেকে রক্ষা করে।।। ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, ১ থেকে ২ টেবিল চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে নিন। প্যাক-টি ব্যবহারের আগে মুখটি জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর পেস্ট-টি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর মুখ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
Tags – Skin Care