Spread the love

দশমীর সাজ – Dasami Outfit


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অনেকেই পূজার সাজ-পোশাক নিয়ে বেশ চিন্তিত! কেমন পোশাক পরবেন বা কীভাবে সাজবেন, এ নিয়ে ভাবতে গিয়ে দেখা যাবে শেষমেশ সাজ খারাপ হয়ে গেছে। তাই আগে থেকেই যদি ধারণা রাখেন পূজার সাজ কেমন হবে, তাহলে খুব সহজেই সাজতে পারবেন।



শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিন, সাজা যায় ইচ্ছেমতো। আর দেখতে দেখতে পূজার শেষ দিনও চলে আসে। দশমীতে দুর্গা মায়ের বিসর্জন। শারদীয় পূজার প্রধানতম আকর্ষণ দশমী। দশমীর সাজ মানে লাল পেড়ে সাদা শাড়ি, একদম লাল রঙা শাড়ি বা সাদা জামদানি আর লাল ব্লাউজ হাতে নকশা করা।


IMG_20220913_164558-1663164130605 দশমীর সাজ - Dasami Outfit

দুর্গাপূজা দশমী সাজ


প্রায় সব বয়সী নারীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। অনেকে আবার প্রতিমার মতো সাজতে পছন্দ করেন। এদিন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়। একান্তই যদি শাড়ি না পরেন তা হলে সাদা আর লালের কম্বিনেশনের কোনও ড্রেস পরুন। সাদা কুর্তির সঙ্গে লাল পাজামা আর লাল দোপাট্টা হতে পারে। সাদা শাড়ির সঙ্গে লাল নেটের ফুল হাতা ব্লাউজ খুব সুন্দর লাগবে।


85682837-1663164131468 দশমীর সাজ - Dasami Outfit

যেমন হবে দশমীর সাজ


মেকআপটা এক্সপেরিমেন্টাল হলে মন্দ হয় না! প্রথমেই ত্বকটাকে মেকআপের জন্য তৈরি করে নিয়ে প্রাইমার লাগিয়ে নেবেন। দূর্গা পূজা বলে কথা! অবশ্যই মেকআপ ফুল কভারেজ হবে। মেকআপটাও ভারী হবে।


বিজয়ার সাজ পোষাক



kg-2-14-1663164287635 দশমীর সাজ - Dasami Outfit

দশমীর দিন পুজোর সাজগোজ


বেছে নিন পছন্দের ফুল কভারেজ ফাউন্ডেশন। ফাউন্ডেশন ত্বকে লাগিয়ে ব্রাশ বা বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন। মুখটাকে উজ্জ্বল দেখানোর জন্যে ক্রিম হাইলাইটিং করতে পারেন। এর জন্য আপনার ত্বকের থেকে ২-৩ শেইড লাইট লাগিয়ে নিন। কন্সিলারটি ব্রাশ/বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন।



বিজয়া দশমীর সাজ


এরপর পুরো ফেইস লুজ পাউডার দিয়ে সেট করে নিন। মুখ স্লিম এবং শার্প দেখাতে পাউডার কন্ট্যুরিং করে নিন। চাইলে আগে ক্রিম কন্ট্যুরিংও করে নিতে পারেন। চিকসের নিচে, কপালে হেয়ার লাইনে, নাকের দুই পাশে, থুঁতনির নিচে কন্ট্যুরিং করে নিন এবং ব্লেন্ড করে নিন। মুখে একটু কালার যোগ করতে ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন পিংক, কোরাল, অরেঞ্জ, ব্রাউন, পিচ ইত্যাদি রং।


এভাবে সাজুন দশমীর সাজে



IMG_20220913_164543-1663164131209 দশমীর সাজ - Dasami Outfit

দশমীর দিন কী ভাবে সাজিয়ে তুলবেন নিজেকে


পূজার গর্জিয়াস মেকআপের সাথে হাইলাইটার কিন্তু বেশ জমকালো লুক আনতে সাহায্য করবে

আই মেকআপের শুরুতে আইব্রোগুলো একটু ড্রামাটিকভাবই এঁকে নিলেই ভালো লাগবে। আই মেকআপ হিসেবে একটু হাল্কা রঙের আয়সেডো চোখের পাতার উপরে লাগিয়ে নিন আর বেশি কিছু করার দরকার নেই দশমী বলে কথা সিঁদুর দিয়েই তো পুরো ভূত হয়ে যাবে সারা মুখ,,দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে।

বিজয়া দশমীর সাজ যেমন হবে


image-229629-1570522672-1663164131728 দশমীর সাজ - Dasami Outfit

দশমী পুজার শাড়ি ও সাজ যেমন হবে


লিপস্টিক হিসেবে আপনার পছন্দসই যেকোনো রং বেছে নিতে পারেন। পূজায় কিন্তু লাল রংটা প্রাধান্য পায়। পরতে পারেন ব্রাউন, ম্যাজেন্টা, পার্পল, বারগেন্ডি, ন্যুড, কোরাল, পিংকিস ব্রাউন, পিচ ইত্যাদি কালার-ও লাগাতে পারেন। এছাড়াও পূজার সাজে কপালে টিপ কিন্তু বেশ মানাবে।


দশমীতে কেমন হবে পূজার সাজ



IMG_20220913_164531-1663164130913 দশমীর সাজ - Dasami Outfit

দশমীর সাজ লাল পার সাদা শাড়িতে



দশমীতে লাল-সাদা শাড়ি পরতে পারেন। খোঁপা কিংবা খোলা চুলে জড়িয়ে নিন তাজা ফুল। আর কপালে ছোটো লাল টিপে পরিপূর্ণ আপনার দশমীর সাজ।।



Tags – দশমীর সাজ,, দশমীর মেকাপ,, পুজোর টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *