Spread the love

দশমী পুজার শাড়ি ও সাজ – Dasami Puja Saree And Outfit


পুজোর শেষ দিন ,, দশমী। দশমীতে আমাদের হাল্কা সাজে নিজেকে ফুটিয়ে তোলা সম্ভব।। দশমীর দিনে সাজ হালকা ও উজ্জ্বল হওয়াটাই ভালো। যেন মন্দিরে পূজায় অঞ্জলি দেয়ার সময় শুভ্র ও স্নিগ্ধ ভাবটা থাকে। দিনের হালকা সাজের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বরং বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এটা ন্যাচারাল লুক দেবে আপনাকে।



236-1663165075736 দশমী পুজার শাড়ি ও সাজ - Dasami Puja Saree And Outfit

দশমীর দিনের পুজোর সাজ


এরপর ত্বকের শেড অনুযায়ী বেজ কম্প্যাক্ট বুলিয়ে নিন। চোখে হাইলাইট করার জন্য অফ-হোয়াইট হাইলাইট লাগিয়ে নিন। এরপর পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা আইশ্যাডো লাগিয়ে আই পেন্সিল দিয়ে চোখের সাজ শেষ করতে পারেন। ঠোঁট এর রং টা একটু গাঢ় রঙের দেবেন,,, যেনো আপনার শাড়ির সাথে ফুটে ওঠে।



tollywood_celebs_on_sindoor_khela_pictures_02-1663165076091 দশমী পুজার শাড়ি ও সাজ - Dasami Puja Saree And Outfit

দশমীর দিন কি শাড়ি পড়বেন


গালে দিন হালকা ব্রাউন বা পিচ কালার ব্লাশারের ছোঁয়া। ট্রেন্ডি বা ট্র্যাডিশনাল হেয়ার কাটে চুলটা সেট করে নিন। পনিটাইল বা বেণিও করা যেতে পারে। সবশেষে সেটিং স্প্রে দিয়ে সারা দিনের জন্য মেকআপটা সেট করে ফেলুন। পারফিউম ব্যবহার করতে ভুলবেন না।




212444-2-1663165076377 দশমী পুজার শাড়ি ও সাজ - Dasami Puja Saree And Outfit

দশমীর দিন যেভাবে সাজবেন


খোলা চুলে স্টাইল করবেন, নাকি বেঁধে রাখবেন; কার্ল করবেন, নাকি স্ট্রেট চুল ভালো লাগবে- সেটি আপনার চুলের ওপর ডিপেন্ড করবে।। মাথায় রাখবেন মুখের গড়ন ও পোশাকের ওপর নির্ভর করবে হেয়ারস্টাইল। কারণ গোলমুখে যে হেয়ারস্টাইল মানাবে লম্বামুখে নিশ্চয়ই সেই হেয়ারস্টাইল স্যুট করবে না। আবার শাড়ির সঙ্গে যে হেয়ারস্টাইল করবেন তা একটু আলাদা করতে পারেন।



Garad-Bengali-Sarees-for-Durga-Puja-1663165076711 দশমী পুজার শাড়ি ও সাজ - Dasami Puja Saree And Outfit

দশমীর দিন এভাবেই সাজিয়ে তুলুন নিজেকে


সাজগোজে চুলের স্টাইল কিন্তু ভারি গুরুত্বপূর্ণ। ফিনিশিং টাচ যাকে বলে। চুল একটু ঠিক করে বাঁধলে, পুরো লুকটাই বদলে যায়। চুল একটু লম্বা হলে পূজার সকালে হালকা হাত খোঁপাও ভালো লাগবে। শাড়ির সঙ্গে দিব্যি মানাবে। মাঝখানে সিঁথি করে সামনের দিকটা অল্প ফুলিয়ে নিতে পারেন।

ওয়েস্টার্ন ওয়্যার পরলে চুলে ব্যাক কোম করে পুরো চুলটা টুইস্ট করে একদিকে নিয়ে এসে পিনআপ করে নিন। দেখতে ভালো লাগবে। চুল সবসময় বাঁধতে হবে এমন নয়, খোলা চুলেও স্টাইলিং করা যায়। স্ট্রেট করিয়ে নিতে পারেন আবার হালকা কার্লও করতে পারেন।


দশমীতে কি রঙের শাড়ি পড়বেন ? জেনে নিন


পূজার সাজপোশাকে লাল রঙের উপস্থিতি যেন নিয়ে আসে উৎসবের পরিবেশ। বড় লাল টিপ আর পরিণীতা হলে সিঁথিতে সিঁদুরের রঙিন ছোঁয়া নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। আলতা তো রয়েছেই। পায়ে আলতার প্রলেপ আর হাতভর্তি রঙিন চুড়ি।

দশমীর সাজ মানে লাল পেড়ে সাদা শাড়ি, একদম লালরঙা শাড়ি বা সাদা জামদানি আর লাল ব্লাউজে হাতের কাজের নকশা। গরদের শাড়ি পরে অনেকে আবার প্রতিমার মতো করে নিজেকে সাজতে পছন্দ করেন।


b9a1485c4deab7fdf7efd94172bee5f4c3d7d-1663165075336 দশমী পুজার শাড়ি ও সাজ - Dasami Puja Saree And Outfit

দুর্গাপূজায় দশমীতে সাজুন লাল পাড় সাদা শাড়িতে,

চোখের নিচে ঘন কাজল আর টানা লাইনার, লাল লিপস্টিক, স্নিগ্ধ মেইকআপ আর সিঁদুর। এদিন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়।


দশমীর মেকাপ

তবে একান্তই যদি শাড়ি না পরেন তা হলে সাদা আর লালের কম্বিনেশনের কোনো সালোয়ার কামিজও পরা যেতে পারে। সাদা কুর্তির সঙ্গে লাল পায়জামা আর লাল ওড়নাও বেশ ফ্যাশেনেবল লাগবে।


দশমীর সাজ


দশমীর মেকাপ টিপস্


* মেকআপ করার আগে ও পরে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই। এজন্য টোনার ব্যবহার করতে পারেন। টোনার হিসেবে গোলাপজল খুব ভালো কাজ করে।


* শুধু মুখে নয় বরং ঘাড় ও গলায় বেজ মেকআপ নেয়া উচিত।


* লিকুইড মেকআপ নিলে ফাউন্ডেশন ত্বকের কালারের চেয়ে এক শেড হালকা নেবেন। এতে আরও উজ্জ্বল দেখাবে।


* ব্রাউন বা ব্ল্যাক আইশ্যাডো ও মাশকারার হালকা ব্যবহারে ভ্রু আরও ঘন করে নিতে পারেন।


* নাকে খাড়া ভাব আনার জন্যও ব্লাশন একইভাবে ব্যবহার করতে পারেন।


* গর্জিয়াস লুক আনার জন্য নাক, কপাল ও গালে হালকাভাবে হাই লাইটের ছোঁয়া দিতে পারেন।


*সবশেষে অবশ্যই মেকাপ সেটিং স্প্রে দিবেন।। যাতে আপনার মেকাপ দীর্ঘ সময় ধরে লক থাকে।

Tags – দশমীর সাজ ,,,দশমীর মেকাপ



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *