Spread the love

দাগহীন ত্বক পেতে কমলার ফেস প্যাক ব্যবহার করুন – Use Orange Face Pack To Get Blemish Free Skin

কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ,যা নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন বি সিস্ক ,ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এটি আমাদের ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। কমলার মতো এর খোসাও বেশ উপকারী।


IMG_20221228_181328-1672231433259 দাগহীন ত্বক পেতে কমলার ফেস প্যাক ব্যবহার করুন - Use Orange Face Pack To Get Blemish Free Skin

দাগহীন ত্বকের জন্য কমলার ফেস প্যাক

কমলা লেবুর খোসায় থাকে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল তাই খাওয়ার পর কমলার খোসা ফেলে না দিয়ে রূপচর্চার কাজে লাগান। ভিটামিন সি যুক্ত এই ফল যেমন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তেমনি ত্বকের যত্নেও দারুন উপকারী।।


চন্দন গুঁড়ার সঙ্গে কমলার রস মিশিয়ে নিন। পেস্ট তৈরি হলে ত্বকে লাগান পুরু করে। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক ঝকঝক করবে।।


কমলার রস ভালো স্কিন টোনার হিসবেও কাজে আসে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার কমলার রসে তুলো ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। রক্তসঞ্চালন ভালো হবে ও বাড়বে ত্বকের উজ্জ্বলতা।।



IMG_20221228_181340-1672231433073 দাগহীন ত্বক পেতে কমলার ফেস প্যাক ব্যবহার করুন - Use Orange Face Pack To Get Blemish Free Skin

ত্বক উজ্জ্বল করবে কমলার খোসা

প্রথমে কাঁচা দুধ ও কমলালেবুর খোসার শুকনো পাওডার একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পুরোমুখে,গলায় ও দুই হাতে ওই মিশ্রণ লাগিয়ে নিয়ে ৫মিনিট ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক থেকে ময়লা দূর করবে।

প্রথমে কমলার খোসা ছাড়িয়ে রোদে শুকিয়ে গুড়ো করে নিন,,তারপর পেঁপের সাথে এই খোসাকে ব্লেন্ডারে পিষে মুখে ও ঘাড়ে লাগান। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগান।


আপনার ত্বকের দাগ দূর করতে ব্যবহার করুন কমলার ফেস প্যাক


ত্বকের জন্য পেঁপের উপকারিতা অনেক। এটি ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি বলিরেখা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া ফেসপ্যাক হিসেবে পেঁপে ব্যবহার করলে ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে।



Tags – Skin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *