Spread the love

দারুন স্বাদের ইলিশ মাছের ডিম ভুনা তৈরী করার সহজ পদ্ধতি – Easy Way To Make Great Tasting Hilsa Fish Roe


মাছের রাজা ইলিশের স্বাদে সবাই মুগ্ধ। এর স্বাদ ও গন্ধ ক্ষুধা দ্বিগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়ার প্রতি সবারই কমবেশি আগ্রহ থাকে। জানলে অবাক হবেন, মাছের ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্ট, চোখ, হাড় ও মস্তিষ্কের উন্নতি করে মাছের ডিম। এছাড়া রক্তচাপ কমায়, অনিদ্রা দূর করার পাশাপাশি আর্থ্রাইটিসের সমস্যা কমায়।



ilish-macher-dim-bhuna-1660817651904 দারুন স্বাদের ইলিশ মাছের ডিম ভুনা তৈরী করার সহজ পদ্ধতি - Easy Way To Make Great Tasting Hilsa Fish Roe

ইলিশ মাছের ডিম ভুনা করার সহজ উপায়

বাজারে এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। বড়ো মাছের পেটে ডিমও রয়েছে। ইলিশ মাছ যেমন খেতে সুস্বাদু তেমনই ইলিশ মাছের ডিমও অনেক সুস্বাদু। মাছের সঙ্গে রান্না তো অনেক খেলেন। আবার না হয় ইলিশ মাছের ডিম আলাদা করে রান্না করে খেয়ে দেখুন। এটি খেতে অনেক সুস্বাদু। রান্না করাও খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ইলিশ মাছের ডিম ভুনার রেসিপিটি-

কি কি লাগবে –

ইলিশ মাছের ডিম ,,পেঁয়াজ কুচি আদা বাটা , রসুন বাটা লংকা গুঁড়া, জিরা বাটা, আস্ত জিরা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তেল কাঁচা লংকা তিন থেকে চারটি, লবণ স্বাদ মতো।


প্রণালী : প্যানে তেল গরম করুন। জিরা ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদমি করে ভেজে নিন। আধা কাপের মতো জল দিন এরপর, লবণসহ একে-একে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ভাসতে শুরু করলে মাছের ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করুন। লঙ্কা ও আবার অল্প জল দিয়ে কিছুক্ষণ গরম করুন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল সুস্বাদু ইলিশের ডিম ভুনা।

ইলিশ মাছের ডিম অনেকেই বিভিন্ন উপায়ে রান্না করেন। এভাবেও রান্না করতে পারেন,,এটি খেতে অসাধারণ। জেনে নিন এটি তৈরির সহজ রেসিপি-

ইলিশের ডিম পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া ধনে গুঁড়া নুন সরিষার তেল লেবুর রস



ইলিশ মাছের ডিম ভুনা


পদ্ধতি

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণমতো সরিষার তেল গরম করে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজের রং হালকা বাদামি হলে অল্প জল মিশিয়ে দিন।এরপর সব মসলা একে একে মিশিয়ে দিন। তারপর কিছুক্ষণ নেড়ে নিন। পরিমাণমতো লবণ ও জল দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে।

এরপর মাছের ডিমগুলো কষানো মসলার মধ্যে দিন। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করুন। ইলিশ মাছের ডিম কষানো হলে অল্প জল মিশিয়ে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।



maxresdefault-1660817727617 দারুন স্বাদের ইলিশ মাছের ডিম ভুনা তৈরী করার সহজ পদ্ধতি - Easy Way To Make Great Tasting Hilsa Fish Roe




গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন জিভে জল আনা ইলিশ মাছের ডিম ভুনা। খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পদটি।



Tags – Hilsa Fish Roe Recipe Bengali Food


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *