Spread the love

দুধের সর আমাদের ত্বকের জন্যে কতটা উপকারি জেনে নিন – Benefits Of Applying Milk Cream On Face

IMG_20220331_154829-1648721953133 দুধের সর আমাদের ত্বকের জন্যে কতটা উপকারি জেনে নিন - Benefits Of Applying Milk Cream On Face

দুধের সর দিয়ে ত্বকের যত্ন

ত্বক উজ্জ্বল করতে দুধের সরের কয়েকটি ব্যবহার সম্পর্কে আজকে আমি জানাবো। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে,, দুধের সর ত্বক উজ্জ্বল করতে কার্যকর। এর ল্যাক্টিক অ্যাসিড ত্বকের রোদে পোড়াভাব কমায় ও প্রাকৃতিকভাবেই উজ্জ্বল করে। এতে থাকা প্রোটিন ও ভি ‘কোলাজেন’ ও বয়সের ছাপ ধীর করতে সহায়তা করে।

Milk Cream For Skin Whitening

১. দুধের সর নিয়মিত মুখে মাখলে মুখের কালো ভাব চলে যায়।
২. সরে থাকা প্রোটিন ত্বকের দাগ সৃষ্টিকারী মৃত কোষ দূর করার পাশাপাশি নতুন কোষ গঠনে সহায়তা করে।
৩. এতে থাকা প্রোটিন ও ভিটামিন ত্বকের ‘কোলাজেন’ তৈরি ও বয়সের ছাপ ধীর করতে সহায়তা করে।

৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে,, দুধের সর ত্বক উজ্জ্বল করতে কার্যকর। এর ল্যাক্টিক অ্যাসিড ত্বকের রোদে পোড়াভাব কমায় ।

মুখে দুধের সর লাগানোর উপকারিতা

৫. ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে দুধের সরের জুড়ি নেই। কাঁচা দুধও মুখে লাগাতে পারেন।

৬. দূষিত পদার্থ ও ধুলোবালি ত্বকের ক্ষতি করে। একটি বাটিতে অল্প দুধ নিন। এবার তুলার সাহায্যে সেই দুধ ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। এতে ত্বক পরিষ্কার হবে।

৭. পরিবেশ দূষণসহ নানা কারণে ত্বকের ভেতরে প্রদাহ সৃষ্টি হয়। অল্প দুধের সর যদি মুখে লাগাতে পারেন, তাহলে প্রদাহ কমবে।

৮. এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের সর উপকারী অনেক।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *