Spread the love

দুর্গাপূজা লুক (২০২২) – Durga Puja Look (2022)

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা.।।।গোটা বছর যে যেখানেই থাকুন না কেন, এই সময়টায় ঘরে ফিরবেন ই বাঙ্গালীরা।। চারদিনের আড্ডা, খাওয়া-দাওয়া, প্যান্ডেল হপিং, পুজোর আগে শপিংয়ের উত্তেজনা সব মিলিয়ে দারুন একটি ব্যাপার।।।

পুজো মানেই শাড়ি ছাড়া অসম্পূর্ণ দুর্গা পুজোর সাজ। বিশেষ করে সপ্তমী থেকে দশমী পর্যন্ত শাড়িতেই অনন্যা হয়ে ওঠার দিন। কিন্তু শাড়ি ব্লাউজের ফ্যাশনেও আনতে হবে নাটকীয়তা। একঘেঁয়েমি কাটিয়ে ফেলতে হবে শাড়ি পরার ধরনেও। সঙ্গে মানানসই সাজ।



IMG_20220922_204845-1663860076270 দুর্গাপূজা লুক (২০২২) - Durga Puja Look (2022)

দুর্গাপূজা মেকাপ


তাই তো আপনাদের জন্য আজকে দুর্গাপুজোর কিছু লুক নিয়ে আসছি,,, দেখে নিন –

অষ্টমী- এই দিনে সাবেকি সাজই স্পেশাল তাইনা। শাড়িতেই নজর কাড়ার দিন অষ্টমী ,, জমকালো পাড় দেওয়া একটি লাইট রঙের শাড়ি পড়ুন এইদিন।। ভিড়ের মাঝে নজর কাড়তে স্লিভলেস ব্লাউজ পড়ুন।।। যেহেতু জমকালো শাড়ি, তাই গয়না বেশি পড়ার দরকার নেই,,, কানে শুধু হালকা দুল পরেছেন।।


IMG_20220922_204932-1663860076814 দুর্গাপূজা লুক (২০২২) - Durga Puja Look (2022)

দুর্গাপূজার শাড়ি



কেমন হবে ব্লাউজ


একটু ফ্যাশনবল ব্লাউজ পড়ুন,, পুজোর দিন গুলোতে,,।। আর একটু জমকালো কালার বেছে নিন।।।


দুর্গাপূজায় ফ্যাশন


IMG_20220922_204753-1663860077269 দুর্গাপূজা লুক (২০২২) - Durga Puja Look (2022)

দুর্গাপূজায় যেভাবে সেজে উটবেন


নবমী- নবমীর সাজ হোক একটু অন্যরকম,, নবমীর দুপুরে গরম পড়লেও সাজ হোক একটু হালকা,,স্বাচ্ছন্দ্য থাকা যাবে। প্রিন্টেড শাড়ির সঙ্গে প্রিন্টেড ব্লাউজ পরুন।।। মাথায় পরতে পারেন সাদা রঙের ফুল।।

IMG_20220922_205015-1663860075426 দুর্গাপূজা লুক (২০২২) - Durga Puja Look (2022)

দুর্গাপূজার সাজগোজ


আর যদি বেনারসি সিল্ক পড়তে চান তাহলে এই লুকটা দিতে পারেন।।
IMG_20220922_204946-1663860076014 দুর্গাপূজা লুক (২০২২) - Durga Puja Look (2022)

দুর্গাপূজার শাড়ি কালেকশন




দশমী- মা কে বিদায় জানানোর দিনে সাদা লাল পাড়ের শাড়িতেই মহিলাদের দেখা যায়। তার সঙ্গে একটি হালকা লাল রঙের ব্লাইজ,,,


IMG_20220922_205037-1663860075151 দুর্গাপূজা লুক (২০২২) - Durga Puja Look (2022)



সাথে অবশ্যই পড়ুন মানানসই জুয়েলারি।।। আর যদি পরতে চান বেলি ফুলের মালা চুলে।।।।

Tags – দূর্গাপূজা লুক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *