Categories: Blog

দ্রুত লম্বা ঘন চুল পেতে বাবা রামেদেবের ঘরোয়া টোটকা কাজে লাগান – Use Baba Ramedev’s Home Tricks To Get Long And Thick Hair Fast

Spread the love

দ্রুত লম্বা ঘন চুল পেতে বাবা রামেদেবের ঘরোয়া টোটকা কাজে লাগান – Use Baba Ramedev’s Home Tricks To Get Long And Thick Hair Fast

দ্রুত ঘন ও লম্বা চুল পাওয়ার ইচ্ছে আমাদের সবার। বাড়িতেই যত্ন নিন চুলের। চুলের যত্ন নিতে বাবা রামদেবের টিপস কাজে লাগান। আর ম্যাজিক দেখতে পাবেন নিজের চোখেই।


চুল দ্রুত ঘন আর লম্বা করতে চান? এই  সহজ ঘরোয়া উপায় গুলো জেনে নিন


বর্ষা আসতেই বেড়েছে চুলের সমস্যা? চুল পড়ে যাচ্ছে বা চুল উঠে যাচ্ছে? এছাড়াও চিটচিটে চুলের সমস্যা তো আছেই। 


 বাবা রামদেবের টিপস মেনে দেখুন। ভালো মজবুত চুলের জন্য বাবা রামদেব বেশ কিছু টিপস দিয়েছেন। আবার সেই টিপস মেনে চললে চুল পড়ার সমস্যাও ঠিক হতে পারে। জেনে নিন সেই টিপস…

ব্যবহার করুন শিকাকাই পাউডার


আপনার চুল ভালো রাখার জন্য শিকাকাই পাউডার ব্যবহার করুন। শিকাকাই আসলে চুলের যত্নে খুবই কাজে দেয়। শিকাকাইয়ে অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে। পুষ্টিকর উপাদান আছে। যা স্ক্যাল্পে খুশকি হতে দেয় না। এছাড়ও এর পুষ্টি উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগান দেয়।


অল্প সময়ে দ্রুত চুল লম্বা ও ঘন করার দারুণ উপায়


খুশকি মেয়েদের চুলের অন্যতম এক শত্রু। কিন্তু শিকাকাই নিয়মিত ব্যবহার করলে আপনার চুল খুশকিমুক্ত হবেই। শিকাকাই এ অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাক নাশক উপাদান এবং পুষ্টিকর উপাদান রয়েছে, যা মাথার তালুকে খুশকির সংক্রমণ থেকে রক্ষা করে এবং এর পুষ্টি উপাদান মাথার তালুকে পুষ্টি সরবরাহ করে। 


শিকাকাই নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যা দূর হবে। চুল হবে আরও উজ্জ্বল এবং ঝলমলে। শিককাই পাউডার আপনি মাথায় ভালো করে লাগিয়ে নিন। তারপর আধ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন।

মাথার তালুতে কোনো ছোট ক্ষত বা পোড়া ভালো করতে পারে শিকাকাই এর জুড়ি নেই। শিকাকাই এর পেস্ট মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। মাথার তালুর ছোটখাট কোন কাটা বা ক্ষত বা ফুসকুড়ি ভালো করে দিবে এই শিকাকাই থেরাপি। 


এছাড়াও সারারাত শিকাকাই পাউডার ভিজিয়ে রাখতে পারেন জলে। পরের দিন সকালে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

রিঠা ও আমলকি ব্যবহার


 আমলকি, শিকাকাই, রিঠা চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। বাবা রামদেবও সেই পরামর্শ দিচ্ছেন। চুল ভালো রাখার জন্য় ও কালো ঘন চুল পাওয়ার জন্য আমলকি, রিঠা ও শিকাকাই খুব ভালো কাজে দেয়। 




 শ্যাম্পুর পরিবর্তে আগেকার দিনে মহিলারা রিঠা দিয়েও স্ক্যাল্প ও চুল পরিষ্কার করতেন। আপনি কীভাবে ব্যবহার করবেন? একটি পাত্রে জল নিন। সেই জলে আমলকি, রিঠা ও শিকাকাই ভিজিয়ে রাখুন। সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল ভালো থাকবে।

– রিঠা হল প্রাকৃতিক কন্ডিশনার ও ক্লিনজার।

– চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সুন্দর করে তোলে।

– রিঠা চুল ঘন ও বাউন্সি করে।

– রিঠার নিয়মিত ব্যবহারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। এছাড়া স্বাস্থ্যকর চুলের জন্যও রিঠা উপকারী পণ্য।

– ঘন চুলের জন্য, চুল পড়া ও খুশকি নিয়ন্ত্রণের জন্য রিঠার ব্যবহার আদিকাল থেকে।


সুন্দর ও স্বাস্থ্যকর চুলের জন্য ঘরেই বানান রিঠা দিয়ে হার্বাল শ্যাম্পু

পদ্ধতি


১০-১২টা রিঠা নিন। তা থেকে বীজগুলি বের করে নিন। হাত দিয়ে বাইরের চামড়া ভেঙে ৩ কাপ জলে ভিজিয়ে রাখুন। কিছু শুকনো আমলা বা শিকাকাই যোগ করুন। ৮  ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখলে ভাল হয়। পরের দিন একটি সসপ্যানে বা ছোট বাটিতে ওই জলটি ঢেলে কম আঁচে ফোটাতে দিন। এক কাপের মত জল ফুটে গেলে বন্ধ করে দিন। জল ছেঁকে একটি ছোট বোতলে সেই জল ভরে রাখুন। বআপনার রিঠার শ্যাম্পু রেডি।


কীভাবে ব্যবহার করবেন– চুল ধোয়ার জন্য জল ব্যবহার করুন। হালকা ফেনা হবে, তাতে ঘাবড়াবেন না। কারণ এতে সালফেটের মত রাসায়নিক মেশানো নেই। শ্যাম্পু হিসাবে রিঠা ব্যবহার করলে মাথার ত্বক পরিষ্কার এবং চুল ঘন হয় দ্রুত।


রিঠার হেয়ার কন্ডিশনার


চুলের যত্নে শুধুমাত্র রিঠা আর জল দিয়েই বানান উপকারী হেয়ার কন্ডিশনার। চুলের কন্ডিশনার হিসেবে সেই রিঠা জল ব্যবহার করুন। প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশনড করতে এউই উপাদানের কোনও বিকল্প নেই। চকচকে ও মুজবুত চুলের জন্য এই প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার ব্যবহার করলে লাভবান হবেন। 

রিঠার হেয়ার মাস্ক


নিস্তেজ ও শুষ্ক চুলকে উজ্জ্বল ও ঝলমলে করে তুলতে ঘরোয়া উপায়েই বানান রিঠার হেয়ার মাস্ক। ১ চামচ রিঠা পাউডারের সঙ্গে অল্প পরিমাণ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তাতে লেবুর রস ও ২ চা চামচ দই মিশিয়ে ভাল করে মেখে নিন। পেস্টটি মাথার ত্বক ও চুলের লাগিয়ে অপেক্ষা করুন। প্রাণহীন ও শুষ্ক চুলকে ফের প্রাণবন্ত করে তুলতে রিঠার গুণ অনেক। চুলের যত্নে নিয়মিত রিঠা ব্যবহার করলে উপকার পাবেন আপনিই। 

 


নারকেল তেল


আপনি হট অয়েল মাসাজ তো বাড়িতেই করতে পারেন। আর এটা খুবই পুরনো একটা পন্থা। সে জন্য কী করতে হবে? একটি পাত্রে নারকেল তেল নিন।


সেই নারকেল তেল সামান্য গরম করে নিন। সামান্য তুলো সেই গরম তেলে ভিজিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে আঙুল চালিয়ে মাথায় ভালো করে মাসাজ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। প্রতিবার শ্যাম্পু করার আগে এটা মেনে চলুন। না হলেও সপ্তাহে অন্তত তিনবার করুন। 





Tags – Hair Tips Hair Care

Bristy

Leave a Comment

Recent Posts

Durga Puja Saree: দুর্গা পূজার ৫ ট্রেন্ডিং শাড়ি

Bengali Durga Puja saree look: দেখতে দেখতে বছর গড়িয়ে চলে এলো দুর্গাপুজো….. সেপ্টেম্বরের মাঝ থেকেই…

18 seconds ago

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

21 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

23 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago