Spread the love

ধোনি কবে অবসর নেন|| ধোনি শেষ কবে ভারতের হয়ে খেলেছেন

মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার যেন একটা জায়গায় থমকে গেছে। এতে তৈরি হয়েছে নানা তর্ক-বিতর্ক। কেউ তার অবসর নেওয়ার পক্ষে কথা বলছেন তো কেউ বিপক্ষে। সাবেক ভারতীয় অধিনায়কের খেলা চালিয়ে যাওয়া-না যাওয়া নিয়ে চলমান আলোচনায় যোগ দিলেন শোয়েব আখতারও। তবে পাকিস্তানের সাবেক তারকা পেসারের মতে, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া উচিত ছিল ধোনির।


IMG_20230816_134922-1692173975069 ধোনি কবে অবসর নেন || ধোনি শেষ কবে ভারতের হয়ে খেলেছেন

ধোনি শেষ কবে ভারতের হয়ে খেলেছেন

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি তার অপ্রত্যাশিত প্রকৃতি এবং অটুট দেশপ্রেম প্রদর্শন করে 15 আগস্ট, 2020- এ তার অবসর ঘোষণা করে ভক্তদের অবাক করে দিয়েছিলেন।

‘এই মানুষটি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে গেছেন। তার উচিত সম্মানের সঙ্গে ক্রিকেটকে ছেড়ে দেওয়া। আমি জানি না, কেন তিনি এটাকে (আন্তর্জাতিক ক্যারিয়ার) এতদিন ধরে টেনে নিচ্ছেন। বিশ্বকাপের পরই তার অবসর নেওয়া উচিত ছিল।’


চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছিল তার জন্য এক মহাগুরুত্বপূর্ণ পরীক্ষা। কোচ রবি শাস্ত্রী আগেই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেতে হলে আইপিএলে দারুণ কিছু করে দেখাতে হবে ধোনিকে।

মহেন্দ্র সিং ধনী জীবনী

উদ্ভূত সংকটে এবার আইপিএল মাঠে না গড়ানোর জোরালো শঙ্কা রয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এই ফ্র্যাঞ্চাইজি আসর নিয়ে ভাবার সময় এখন নয়। ফলে ধোনির বিশ্বকাপে খেলার সম্ভাবনা ফিকে হতে শুরু করেছে। পাশাপাশি তিনি দারুণ একজন মানুষ। কিন্তু আমার মনে হয়, এই মুহূর্তে তিনি একটা জায়গায় আটকে গেছেন।’


সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ওই ম্যাচে রানআউট হয়েছিলেন ধোনি। দলকে লক্ষ্যে পৌঁছে দিতে হয়েছিলেন ব্যর্থ। তা ছাড়া, গোটা আসর জুড়ে তার মন্থর ব্যাটিং হয়েছিল সমালোচিত। কিন্তু গুঞ্জন থাকলেও ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আসেনি তার কাছ থেকে।


ধোনি নিজে বলেছেন, হাতে যথেষ্ট সময় রয়েছে সিদ্ধান্ত জানানোর। ধোনি এমনই। যে সিদ্ধান্তই নিন না কেন, চমকে দেবেনই। ভারত এবং বিশ্ব ক্রিকেট দুনিয়ায় মাহি মৌতাতে মম করছে, তখন উল্টো মেরুতেও কেউ কেউ বাস করেন। ‘বুড়ো’ ধোনিকে দেখে তিনি রীতিমতো বিরক্ত। থামতে জানাও একটা আর্ট। সেটা সবাই জানেন না বা পারেন না।


শেষ ট্রফি জিতিয়েছিলেন ধোনি, তারপর থেকে ICC টুর্নামেন্টে ভারত কেমন খেলেছে


বারের আইপিএল সব অর্থে ধোনিময়। নেতৃত্ব, উইকেটের পিছনে ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত, হাঁটুর চোট সত্ত্বেও টিমের প্রয়োজনে খেলা, ছয় কিংবা সাতে নেমে ছক্কায় মোহিত করে দেওয়া, ম্যাচের পর বিপক্ষ টিমের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া— ভক্তদের মনে সুখস্মৃতির লিস্ট বাড়িয়েই চলেছেন ধোনি। শুধু কি তাই, এই তো কয়েক দিন আগেই নিজের শার্টে ধোনির অটোগ্রাফ নিয়েছেন সুনীল গাভাসকর। অবসরের সিদ্ধান্ত না জানানো কিংবা সিএসকের হয়ে ধোনির টানা খেলে যাওয়া একেবারেই মেনে নিতে পারছেন না।


আইপিএল থেকে অবসর কবে? ধোনিকে নিয়ে বড় ইঙ্গিত চেন্নাই কর্তার

ধোনি জোয়ারের মধ্যে দাঁড়িয়েও কপিলের মন্তব্য, ‘১৫ বছর ধরে আইপিএল খেলছে ধোনি। এমনও হতে পারে, আগামী মরসুমে আবার দেখা গেল তাঁকে উইকেটের পিছনে। ধোনি কী করবেন, ধোনি ছাড়া আর কেউ জানেন না।



Tags – Dhoni, Lifestyle

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *