Spread the love

নতুন প্রেমিকাকে ভুলেও এই প্রশ্ন গুলি করবেন না – Don’t Forget The New Lover And Shoot This Question

কোনো সম্পর্কে জড়িত হলে প্রতিটি মানুষকে অবশ্যই হয়ে যেতে হবে সতর্ক। এক্ষেত্রে অনেকসময়ই পুরুষ মানুষ সম্পর্কের শুরুতেই তাঁর গার্লফ্রেন্ডের প্রাক্তন, বেতন, পরিবার নিয়ে প্রশ্ন করেন। এতে সম্পর্ক খারাপ হয়। সম্পর্কে আসার সময় মানুষের মনে অনেক প্রশ্ন জাগে, সেই ঝড়ের দাপটে দিশাহারা হয়ে যায় মন।


সম্পর্ক ভালো রাখতে চাইলে প্রেমিককে যেসব প্রশ্ন ভুলেও করবেন না!


এদিকে প্রেমের বাঁধনে বেঁধে গেলে একে অপরকে অবশ্যই কয়েকটি প্রশ্ন করা উচিত। কারণ একে অপরকে ভালোবাসতে (Love) গেলে পরস্পরকে একটু আধটু জানা দরকার। আর যত নিজেদের মধ্যে জানার ব্যাপ্তী বাড়বে, ঠিক ততটাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মানুষ। তাই একে অপরকে প্রশ্ন করা খুবই প্রয়োজন। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি যদি নিয়মিত নিজের সীমা এড়িয়ে যেতে চান তবে কিন্তু সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক।


এক্ষেত্রে পুরুষ মানুষের মধ্যে প্রেমের পর উৎসুক থাকে বেশি। এই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনি নিজের গার্লফ্রেন্ডকে সম্পর্ক (Relation) শুরুর সময়ই এমন কিছু কথা বলে দেন, তবে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। তাই প্রতিটি পুরুষ মানুষকে অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখতে হবে।


নতুন প্রেমিকাকে ভুলেও কি প্রশ্ন গুলি করা উচিৎ না জানুন –

১/ অনেকেই এই ভুলটা করে বসেন। তাঁরা সম্পর্কে আসার পরপরই নিজের নিজের মতো করে প্রাক্তনকে নিয়ে কথা বলতে শুরু করে দেন। কিন্তু কোনও মানুষ যদি নিয়মিত তাঁর গার্লফ্রেন্ডকে প্রাক্তনের কথা জিজ্ঞেস করেন, তবে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক।


নতুন প্রেমে সঙ্গীকে এই প্রশ্নগুলি করলে সম্পর্ক ভাঙতে পারে! জানুন


২/ অনেকে ক্ষেত্রেই নিজের সঙ্গীর জীবনে বেশি মাত্রায় ঢুকে যেতে চান এই মানুষগুলি। তাই বন্ধুবান্ধব নিয়েও প্রশ্ন বেশি করেন। এক্ষেত্রে কোন বন্ধু, কী সম্পর্ক, কতদিনের বন্ধু সহ আরও নানা প্রশ্ন থাকে অনেকের মনে। এবার এই প্রশ্ন ধীরে ধীরে আপনি করে ফেলতেই পারেন। তবে নিয়মিত প্রশ্ন করলে কিন্তু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক।

৩/ অনেকেই সঙ্গীর থেকেও তাঁর পরিবার নিয়ে বেশি মাথা ঘামান। এবার আপনার সঙ্গী হয়তো পরিবারের সমস্ত বিষয় আপনাকে খুলে বলতে চাইছেন না। আর সম্পর্কের শুরুতেই বা তিনি আপনাকে এই কথাটি বলতে চাইবেন কেন বলুন।

IMG_20220715_145431-1657877082165 নতুন প্রেমিকাকে ভুলেও এই প্রশ্ন গুলি করবেন না - Don't Forget The New Lover And Shoot This Question




৪/ আপনি সঙ্গীর ব্যক্তিগত জীবনে কোনওভাবেই ঢুকে যাবেন না। তাঁর বেতন বা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে শুরুর দিকেই জিজ্ঞেস করা হতে পারে খুবই খারাপ। তাই এই বিষয়টা এড়িয়ে যান।


৫/ অনেক মেয়েই নিজের প্রশংসা শুনতে চান বলে প্রেমিককে নানা রকমের প্রশ্ন করেন। যেমন, আমাকে কি মোটা দেখাচ্ছে? এই ধরণের প্রশ্নে ছেলেরা কেবল বিরক্তই হয়ে থাকেন। কিন্তূ বিরক্ত না হয়ে তাকে উত্তর দিন।



৬/ আপনার প্রেমিক যদি ডিভোর্সি হয়ে থাকেন, তবে তাঁকে আগের সংসারের ব্যাপারে ঘন ঘন প্রশ্ন করবেন না।



৭/ হয়তো কিছুদিন কারো সঙ্গে কথা হলো আপনার, কিছু ভালো সময়ও কাটালেন। এরপর কয়েকদিন বা কয়েক সপ্তাহ সে আর ফোন দিল না। হুট করে তাকে ম্যাসাজ করতে যাবেন না, ‘কেন ফোন দাওনি’ বলে। হয়তো বা সে খুব ব্যস্ত ছিল, এমন কোনো ঝামেলায় পড়ে গিয়েছিল, যে ফোন দিতে পারেনি।


৮/ আর যদি তা নাও হয়, তাহলে তো সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, তাই না? তাই শুধু শুধু তাকে খোঁচাখুঁচি করবেন কেন? প্রয়োজন পড়লে সে নিজেই আসবে, নিজেই যোগাযোগ করবে। তাই প্রয়োজনীয় হয়ে ওঠুন।



Tags – Life Style Relationship

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *