Categories: Blog

নরম রুটি বানানোর পদ্ধতি – ফোলা, Soft রুটি – Norom Ruti Bananor Poddhoti

Spread the love


নরম রুটি বানানোর পদ্ধতি – ফোলা, Soft রুটি – Norom Ruti Bananor
Poddhoti

রুটি নরম করার পদ্ধতি

রুটি খেতে আমরা অনেকেরই ভালোবাসি। কিন্তু রুটি বানাতে আমাদের অনেকেরই বিরক্ত
লাগে। কারণ আটা মাখানো ঠিক হয়না, মাখানো ঠিক হলে তার শেপ ভালো হয় না।কিংবা
সেপ ভালো হলে রুটি ফোলেনা। 
এগুলো সব সমস্যা থেকে মুক্তি পেতে আমার এই টিপসগুলো আপনারা ফলো করুন।

নরম রুটি বানানোর উপায়

*আটার রুটি বানানোর পদ্ধতি*
“”কি কি লাগবে জেনে নিন””
১. পরিমাণমতো আপনার যতটুকু প্রয়োজন লাল আটা কিংবা সাদা আটা।
২. এক চিমটি লবণ।
৩. পরিমান মত  গরম জল।
৪. এক টেবিল চামচ সাদা তেল।

আটার রুটি বানানোর রেসিপি

*যেভাবে বানাবেন*

১. আগে থেকে তৈরি ফুটন্ত গরম জল আটায় ঢালতে পারেন, অথবা চুলায় জল ফুটে উঠলে
তাতে সরাসরি আটা দিতে পারেন।

২.গরম জল শেষে ঢাললে আগে আটার সাথে লবণ ও তেল ভালো করে মিশিয়ে নিবেন তারপর জল
দিবেন। আর যদি চুলায় আটা সরাসরি দিতে চান, তাহলে জল যখন ফুটে উঠবে তখন প্রথমে
লবণ আর তেল দিবেন এবং সবশেষে আটা দিবেন।
৩. মিশ্রন বানানো হয়ে গেলে আটা হাতে মেখে নিন। মাথায় রাখবেন যত বেশী আটা ভালো
ভাবে মাখবেন রুটি ততো নরম হবে।যদি মাখানোর সময় হাতে না লেগে থাকে তাহলেই
বুঝবেন সব ঠিকঠাক আছে।
৪.এরপরে মাখানো আটা কমপক্ষে ১৫ মিনিট ঢেকে রাখুন, সর্বোচ্চ ৩০ মিনিট ঢেকে রাখতে
পারবেন। তবে ৩০ মিনিটের বেশি রাখলে আটা নরম হয়ে যাবে। এরপরে ছোট ছোট লেচি কেটে
পাতলা করে বেলে নিন। লেচি বড় হলে রুটি বড় আর মোটা হবে, তখন ঠিকভাবে ফুলবে না।
**দীর্ঘক্ষন রুটি নরম রাখার টিপস জেনে নিন**
১. রুটি ভাজা সাথে সাথে গরম রুটি গুলোকে হটপটে রেখে দিন।
২.রুটির উপরে হালকা তেল বা মাখনও ব্রাশ করে দিতে পারেন। রুটি অনেকক্ষণ নরম ও
তুলতুলে থাকবে।
৩. রুটি তুলতুলে রাখার জন্য আটা যখন মাখবেন তখন অবশ্যই গরম জল দিয়ে আটা
মাখবেন। ঠান্ডা জল দিয়ে আটা মাখলে রুটি শক্ত হয়ে যায়।
৪.অফিসে বা কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি রুটি লাঞ্চবক্সে নিয়ে যেতে চান,
তাহলে প্রতিটা রুটি গরম থাকতেই ফয়েল পেপারে মুড়ে নিবেন।এতে রুটি নরম থাকবে।
৫.আটাটা যেন ভুষিযুক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন। ভুষিযুক্ত আটার রুটি খেতেও
যেমন স্বাদ তেমনি থাকেও নরম অনেক সময় ধরে।
তাহলে জেনে নিলেন আপনারা রুটি কিভাবে নরম তুলতুলে থাকবে।এই টিপস গুলো ফলো করুন
ও ঝটপট গরম গরম তুলতুলে রুটি বানিয়ে ফেলুন।
Moni Sarkar

Leave a Comment

Recent Posts

মহালয়ার শুভেচ্ছা বার্তা, মেসেজ,ছবি ( Bengali Mahalaya Photos, SMS, Wishes)

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের…

2 hours ago

Mahalaya 2024 Date Bengali: মহালয়া ২০২৪ অমাবস্যা তারিখ, সময়! দেখে নিন

বছর পেরিয়ে চলে এলো মহালয়া…. মহালয়া মানেই দেবীর আগমন… আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের…

4 hours ago

Vitamin C Rich Foods: কি কি খাবারে ভিটামিন সি পাওয়া যায়

ভিটামিন সি শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এটি দেহের ক্ষতিকর পদার্থ থেকে আমাদের রক্ষা করে।…

2 days ago

3 Best Hair Mask: ফ্রিজি চুলের যত্নে সেরা ৩ হেয়ার মাস্ক

ধুলোবালি দূষণের কারণে চুল তার আর্দ্রতা হারায়, ফলে চুলের ঔজ্জ্বল্য কমে গিয়ে চুলে শুষ্ক ভাব…

3 days ago

New Dress For Girls: পুজোর নতুন ড্রেসের সেরা কালেকশন

এবারের পুজোতে কোন ড্রেস বাজার কাঁপাচ্ছে ?? কোন ড্রেসে আপনাকে লাগবে অপূর্ব। জানতে হলে দেখুন…

3 days ago

Scalp: চুলের যত্নে স্ক্যাল্প পরিষ্কার রাখা ভীষন জরুরী

আপনি যদি চুল মজবুত রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। সারা বছর…

3 days ago