Spread the love

নাইট ক্রিম বানানোর ঘরোয়া উপায়| ( Best Homemade Night Cream For Glowing Skin)

ত্বক ফর্সা করার জন্য কোন নাইট ক্রিম ভালো –


আজকের এই ব্যস্ত জীবনযাত্রায় নিজের জন্য একটু সময় বের করা বেশ কঠিন। কাজ শেষে বাড়ি ফেরার পর একেবারে রাতে একটু সময় হয়,,সারা দিনের পরিশ্রম ও ক্লান্তির ছাপ শরীরের পাশাপাশি ত্বকের উপরেও পড়ে। নিস্তেজ ও প্রাণহীন হয়ে যায় ত্বক। তাই রাত্রিকালীন ত্বকের পরিচর্যায় আমরা বেশিরভাগই বাজার চলতি নাইট ক্রিমের উপর ভরসা রাখি। কিন্তু কেমিক্যাল-যুক্ত ক্রিম ব্যবহারে তেমন সুফল মেলে না। তবে আপনি চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন নাইট ক্রিম। রান্নাঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি করা যাবে নাইট ক্রিম। দেখে নিন, সেগুলি কী কী।


IMG_20230809_130118-1691566310023 নাইট ক্রিম বানানোর ঘরোয়া উপায় || ( Best homemade night cream for glowing skin )

তৈলাক্ত ত্বকের ঘরোয়া নাইট ক্রিম

✓ অলিভ অয়েল নাইট ক্রিম

একটা সসপ্যানে হাফ কাপ অলিভ অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল দিয়ে কম আঁচে ভাল ভাবে গলিয়ে নিন। তার পর ক্রিমটি ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে দিন। এই ক্রিমটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বক হাইড্রেট এবং ময়শ্চারাইজ করে।

প্রাকৃতিক নাইট ক্রিম

✓গ্রিন টি এবং হোয়াইট টি দু’টিতেই প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। যা ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। কাঠবাদাম তেল, নারকেল তেল এবং সঙ্গে এই দু’রকম চা একটি পাত্রে জল ফুটিয়ে তাতে আরেকটি কাচের পাত্রে রেখে ফুটিয়ে নিলেই তৈরি নাইটক্রিম।


অলিভ অয়েল দিয়ে ফর্সা হওয়ার নাইট ক্রিম তৈরি


✓অ্যালোভেরা নাইট ক্রিম

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে মাখুন। এতে ত্বক টানটান ও উজ্জ্বল হবে। ব্রণ ও ত্বকের দাগছোপ কমাতেও সাহায্য করে এই ক্রিম।


IMG_20230809_130139-1691566309654 নাইট ক্রিম বানানোর ঘরোয়া উপায় || ( Best homemade night cream for glowing skin )

মেয়েদের ফর্সা হওয়ার ক্রিম

✓মিল্ক ক্রিম আর গোলাপ জল দিয়ে বানিয়ে নিন নাইট ক্রিম। একটি পাত্রে ১ টেবিল চামচ ফ্রেশ মিল্ক ক্রিম নিন। এবার তাতে মেশান কয়েক ফোঁটা গোলাপ জল। ভালো করে মিশিয়ে পেস্ট বানান। এটি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন। ত্বক নরম করতে ও ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন এই নাইট ক্রিম।

ঘরে তৈরি ফর্সা হওয়ার ক্রিম

নাইট ক্রিম ব্যবহার বিধি


প্রথমে ফেসওয়াশ (শীতে ক্লেনজ়ার) দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে হালকা মুছে নিন। স্কিন টোনার লাগান। এ বার আন্ডার আই ক্রিমের পালা। ত্বকের কোথাও এজ স্পট (মেচেতা বা ছোপ) থাকলে সেখানেও আই ক্রিম লাগিয়ে ত্বকে মিশিয়ে দিতে পারেন। চোখের পাতায় ক্রিম লাগাবেন না। বিশেষত আই ক্রিম যেন কোনও ভাবেই চোখের ভিতরে চলে না যায়। এর পরে নাইট ক্রিম লাগান। আঙুলের ডগায় আলতো করে নিয়ে, গলার নীচ থেকে উপরের টানে ও গালের অংশে বৃত্তাকার টানে ক্রিম লাগাবেন।


আরোও পড়ুন,

Day Cream For Oily Skin – মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম


Tags – Skin Care, Night Cream, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *