Spread the love

নাকের ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায় – How To Remove Blackheads In 5 Minutes


Remove Blackheads On Nose Naturally At Home : আমাদের ত্বকে নানা কারণে , ত্বকে মৃতকোষ, সিবাম এবং ময়লা আপনার ছিদ্রগুলিকে আটকে থেকে ব্ল্যাকহেডস (BlackHeads) তৈরি করতে পারে…নাকের দুপাশে, কপালে, গালে, চিবুকে ছোট ছোট কালো ব্ল্যাকহেডস দেখা যায়। স্ট্রিপ ব্যবহার করলে তাতে ব্যথা লাগে. দাগ হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়।


IMG_20230928_120629-1695883001198 নাকের ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায় - How To Remove Blackheads In 5 Minutes

চিরতরে ব্লাকহেডস দূর করার উপায়

তাই পণ্য ব্যবহার না করে, ঘরোয়া পদ্ধতিতেই (Home Remedies) এই জেদি ব্ল্যাকহেডস দূর করার চেষ্টা করুন। সামনেই দুর্গাপূজো নিজেকে যদি একটু সুন্দর আর দাগ মুক্ত করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন, ঘরে থাকা কয়েকটা জিনিস।। আমাদের (টিপস্.বংকানেকশন) এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –


নাকের দুই পাশে কালো দাগ দূর করার উপায়

এগুলোকে বলে ব্ল্যাকহেডস, আমাদের নাকের উপরে যে গ্রন্থি থাকে সেখান থেকে তেল বের হয়। এখানে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেডস।


সবার আগে যে উপাদানটি ভীষণ জরুরী তা হল পাতিলেবুর রস। আমাদের প্রত্যেককে বাড়িতেই পাতিলেবু থাকে পাতিলেবুর রস ও খানিকটা চিনি একসঙ্গে নাকের উপর বেশ খানিকক্ষণ ঘষুন…. দেখবেন ব্ল্যাকহেডস অনেকটা কমে গেছে।



IMG_20230928_120612-1695883001831 নাকের ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায় - How To Remove Blackheads In 5 Minutes

ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করার উপায়


চালের গুঁড়ো। এই গুঁড়ো অসাধারণ একটি স্ক্রাবার। এর মধ্যে পরিমাণমতো কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটি নাকের উপর রেখে দিলেই আপনি বুঝতে পারবেন, একটুখানি হাতে কোন স্ক্রাব করে নেবেন। দেখবেন ফল পেয়েছেন।।

নাকের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়


ওটস ফেসপ্যাক
ব্ল্যাকডেহস বা হোয়াইটহেডস, দুটোই দূর করতে ওটমিল ফেস প্যাক দারুণ উপকারী। এই ফেস প্যাক বানাতে একটি পাত্রের মধ্যে ওটমিল গুঁড়ো নিন। তাতে , ২ চা চামচ মধু, দিয়ে ভাল করে প্যাক বানান। এবার মুখ, ঘাড়ে, নাকের উপর ভাল করে প্যাকটি প্রয়োগ করে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। এরপর ইষদুষ্ণজলে মুখ ধুয়ে ফেলে পরিস্কার করে নিন।
নাকের উপরে ব্ল্যাকহেডস যদি দূর করতে চান, তাহলে ব্ল্যাকহেডসের উপরে মধু, কফি পাউডার লাগিয়ে রাখুন। লাগানোর পরে বেশ ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন আপনার নাকের উপরে ব্ল্যাকহেডস চলে গেছে।

Read More,


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *