নাকের ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায় – How To Remove Blackheads In 5 Minutes
Remove Blackheads On Nose Naturally At Home : আমাদের ত্বকে নানা কারণে , ত্বকে মৃতকোষ, সিবাম এবং ময়লা আপনার ছিদ্রগুলিকে আটকে থেকে ব্ল্যাকহেডস (BlackHeads) তৈরি করতে পারে…নাকের দুপাশে, কপালে, গালে, চিবুকে ছোট ছোট কালো ব্ল্যাকহেডস দেখা যায়। স্ট্রিপ ব্যবহার করলে তাতে ব্যথা লাগে. দাগ হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হয়।
চিরতরে ব্লাকহেডস দূর করার উপায়
তাই পণ্য ব্যবহার না করে, ঘরোয়া পদ্ধতিতেই (Home Remedies) এই জেদি ব্ল্যাকহেডস দূর করার চেষ্টা করুন। সামনেই দুর্গাপূজো নিজেকে যদি একটু সুন্দর আর দাগ মুক্ত করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন, ঘরে থাকা কয়েকটা জিনিস।। আমাদের (টিপস্.বংকানেকশন) এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
নাকের দুই পাশে কালো দাগ দূর করার উপায়
এগুলোকে বলে ব্ল্যাকহেডস, আমাদের নাকের উপরে যে গ্রন্থি থাকে সেখান থেকে তেল বের হয়। এখানে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেডস।
সবার আগে যে উপাদানটি ভীষণ জরুরী তা হল পাতিলেবুর রস। আমাদের প্রত্যেককে বাড়িতেই পাতিলেবু থাকে পাতিলেবুর রস ও খানিকটা চিনি একসঙ্গে নাকের উপর বেশ খানিকক্ষণ ঘষুন…. দেখবেন ব্ল্যাকহেডস অনেকটা কমে গেছে।