Spread the love

নিখুঁত ত্বক পেতে কফি ব্যবহার করুন – Use Coffee To Get Perfect Skin

IMG_20220614_194924-1655216420890 নিখুঁত ত্বক পেতে কফি ব্যবহার করুন - Use Coffee To Get Perfect Skin

নিখুঁত ত্বক আপনার স্বপ্ন? কফি ব্যবহার করলেই হবে ইচ্ছাপূরণ


কফি (Coffee) আমাদের শরীরকে তরতাজা করে দেয়, তেমনি ত্বকের ওপরও কাজ করে এই কফি।।কফির মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে।


আসুন জেনে নেওয়া যাক কীভাবে কফি ব্যবহার করে ত্বককে সুন্দর রাখা যায়


কফি ত্বক থেকে সমস্ত ধুলো-ময়লা দূর করে করে দেয় এবং ত্বককে নরম ও সতেজ করে তোলে। কফির স্ক্রাব তৈরির জন্য ১ চামচ অলিভ অয়েলের সঙ্গে ২ চামচ কফি গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে মুখ, গলা ও ঘাড়ে স্ক্রাব করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।কফির তৈরি মাস্ক ত্বকের প্রদাহ প্রতিরোধ করে ও কমায়। এর পাশাপাশি রক্ত সঞ্চালন উন্নত করে। এতে ত্বক উজ্জ্বল দেখায়। এবং কফির গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণটি সারা মুখে, ঘাড়ে ও গলায় মেখে নিবেন।

যেহেতু কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, তাই এই উপাদানটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। কফির ফেসপ্যাক ব্যবহার করলে বলিরেখা, কুঁচকানো ত্বক, ব্রণ সব কিছু সমস্যা দূর হয়ে যায়।


ত্বকের যত্নে কফি

চোখের তলায় কালশিটে দাগ মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই ক্ষেত্রে আপনি কফির তৈরির আই মাস্ক তৈরি করতে পারেন। কফি গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার ওই মিশ্রণটি চোখের নীচে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই ফেসপ্যাক ও স্ক্রাবগুলো ব্যবহার করলেই আপনি কিছুদিনের মধ্যে একটা সুন্দর ত্বক পাবেন।।কফি ইনফিউজ অয়েল ত্বকের কালো দাগ, ফুসকুড়ি, স্ট্রেচ মার্ক ইত্যাদি দূর করতে সাহায্য করে।


IMG_20220614_194913-1655216420674 নিখুঁত ত্বক পেতে কফি ব্যবহার করুন - Use Coffee To Get Perfect Skin


কোমল ও মোলায়েম ধরনের কফি দিয়ে স্ক্রাব করুন। প্রখর স্ক্রাব ত্বককে শুষ্ক ও রুক্ষ করে দেয়। সবচেয়ে ভালো হয় ঘরোয়া স্ক্রাব ব্যবহার করলে। বাদামি চিনির সঙ্গে জলপাই তেল কিংবা বাদাম তেল সাথে কফি মিশিয়ে সহজেই ঘরে ক্রাব তৈরি করতে পারেন।

কফি আর মধু দিয়ে বানিয়ে ফেলুন ফেস মাস্ক। মুখে-গলায় সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিন। কয়েক মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কফি ত্বকের ধুলোময়লা এবং মৃত কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করে।


Tags – Beauty Tips Skin Tips Skin Care


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *