Categories: Life Style

পায়ে কেন কালো সুতো পড়া হয় কেনো জানেন? রইল এর আসল কারণ – Do You Know Why The Black Thread On The Legs? Here Is The Real Reason

Spread the love

পায়ে কেন কালো সুতো পড়া হয় কেনো জানেন? রইল এর আসল কারণ – Do You Know Why The Black Thread On The Legs? Here Is The Real Reason

হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস রয়েছে, বিশেষত কোনও মন্দ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে। আপনি নিশ্চয়ই অনেককেই দেখেছেন যে, গোড়ালি, গলা, কোমর বা কব্জিতে কালো সুতো পরতে। কিছুজন এটি পরেন নিজেকে স্টাইলিশ দেখাতে আবার, কিছুজন এটিকে একটি পবিত্র সুতো হিসেবে বিবেচনা করেন যা, চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি থেকে তাদের রক্ষা করবে। 

কালো সুতো পরার কারণ ভারতে, কালো রঙকে অশুভ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত, কোনও পবিত্র বা শুভ কাজের ক্ষেত্রে কালো রঙ বাদ দেওয়া হয় এবং সাদা, হলুদ, কমলা, লাল বা অন্যান্য রঙ ব্যবহৃত হয়। ভারতে কোনও পবিত্র অনুষ্ঠানের সময় বা কোনও ধর্মীয় কাজের ক্ষেত্রে কালো রঙের পোশাক পরা এমন ব্যক্তি খুব কমই দেখতে পাবেন। 



পায়ে কেন কালো সুতো পড়ার কারণ



ধর্মে, কালো রঙ ন্যায়বিচারের দেবতা শনি-এর সঙ্গে সম্পর্কিত বলে জানা যায়। বলা হয় যে, তিনিই সেই দেবতা যিনি কোনও ব্যক্তির কর্মের ভিত্তিতে তাকে পুরস্কৃত করেন বা শাস্তি দেন। গলা, কোমর বা হাতেও কালো সুতো পরা হয়। মানুষ সাধারণত এটি পরিধান করে, কালো জাদু বা মন্দ উদ্দেশ্য আছে এমন ব্যক্তিদের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে। 


অনেক বাচ্চাদের শরীরেও তাদের মায়েরা কুনজর এড়াতে এই সুতো বেঁধে দেন। তবে, কালো সুতো তখনই ইতিবাচক ফলাফল দেবে যখন নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রেখে এটি পরা হবে। 


কালো সুতো পরার সময় যে বিষয়গুলি মনে রাখা উচিত


  কালো সুতোতে অবশ্যই নয়টি গিঁট বেঁধে তারপর তা গোড়ালিতে পরতে হবে।


কালো সুতো পরা আগে অবশ্যই তা শনিদেব ও হনুমানের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। এটি করার পরে, সুতোটি শক্তিশালী হয়ে ওঠে পবিত্র মন্ত্রের দ্বারা। 


পায়ে কালো সুতো পরার আসল কারণ

এটি অবশ্যই শুভ সময়ে পরিধান করা উচিত। নাহলে সুতোটি কার্যকর নাও হতে পারে।


  আপনি যখন আপনার গোড়ালি, কোমর, গলা বা হাতে কালো সুতো বাঁধবেন তখন এটি ২, ৪, ৬ বা ৮টি বৃত্তে বাঁধবেন।


  ভগবান হনুমানকে অর্পণ করার পরে গলায় কালো সুতো বাঁধলে, সেই ব্যক্তি স্বাস্থ্য এবং ইতিবাচক শক্তির আশীর্বাদ পায়। 


যাঁরা ইতোমধ্যে হাতের কব্জিতে হলুদ, লাল বা গেরুয়া রঙের সুতো পরেছেন, তাদের অবশ্যই কোনও কালো সুতো বাঁধা উচিত নয়।


 যেহেতু কালো সুতোটি শনি দেবতার প্রতীক, তাই অবশ্যই এটি গ্রহের গতিবিধি এবং দশা বিশ্লেষণ করার পরেই পরতে হবে।




Tags – Life Style Black Thread On The Legs Here Is The Real Reason

Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

20 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

22 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago