Spread the love

পার্টি মেকআপ করার নিয়ম – Party Makeup Rules



সাজগোজ কোন মেয়ে না ভালবাসে। এ কথা সব সময় সত্যি নয় যে মানুষ শুধু অন্যকে দেখানোর জন্যেই সাজে। সাজলে নিজের মনও(mind) ভাল থাকে। দেখতেও সুন্দর লাগে।। কিন্তু সময়ের অভাবে বা সাজতে না পারাতে অনেকেই সুন্দর করে সাজতে পারেন না। সঠিক ভাবে মেকাপ(makeup) করতে হলে বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। আসুন জেনে নেই কিভাবে নিজেকে তৈরী (make) করবেন-

পার্টি মেকআপ (Day party makeup)

দিন বা রাত, পার্টি কখন হছে তার উপর নির্ভর করে মেকআপ লুকস। দিনের বেলা পার্টিতে একটু হালকা মেকআপ কারটাই ভালো। আবার রাতের মেকআপ হতে হবে বোল্ড। গর্জিয়াস…..!!


IMG_20230225_215221-1677342156441 পার্টি মেকআপ করার নিয়ম - Party Makeup Rules

জেনে নিন দিনের পার্টি মেকআপ কেমন করে করতে হয়

প্রথমেই

ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না

মেকআপ শুরুর প্রথমেই মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখে লাগাতে হবে টোনার। ময়শ্চারাইজার না মেখে কখনও মেকআপ ব্যবহার করবেন না। ময়শ্চারাইজার লাগিয়ে মেকআপের প্রথম ধাপ শুরু করুন। পার্টির মেকআপ দীর্ঘস্থায়ী করতে হবে।

ফাউন্ডেশন ছাড়া মেকাপ

এবার মেকআপের পরবর্তী ধাপ শুরু করতে হবে। ফেস প্রাইমার লাগালে মেকআপ অনেকক্ষণ থাকে। আই মেকআপ শুরু করার আগে আপনি আই প্রাইমারও লাগাতে পারেন। তাহলে আই মেকাপটি ভালোভাবে বসবে।।

ফাউন্ডেশনের বদলে কী ব্যবহার করবেন

প্রাইমার লাগানোর পরেই আপনি বিবি ক্রিম লাগাতে পারেন যদি আপনি ফাউন্ডেশন স্কিপ করেন তো। বিবি ক্রিম বা সিসি ক্রিম লাগিয়ে নিন। এই ধরনের ক্রিম আপনার মুখকে সুন্দর টেক্সচার দেয়। ফাউন্ডেশনের মতো কভারেজ না দিলেও পার্টির মেকআপে বেশ কাজে আসতে পারে।


ঘরে বসে মেকাপ করার নিয়ম


IMG_20230225_215112-1677342157105 পার্টি মেকআপ করার নিয়ম - Party Makeup Rules

মাত্র ১০ মিনিটে পার্টি মেকআপ করার সহজ উপায়

এমনকী ময়শ্চারাইজও করে আপনার মুখকে। তাই প্রাইমার লাগানোর পরে অবশ্য়ই বিবি বা সিসি ক্রিম লাগান। ব্রাশ, ব্লেন্ডার বা আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিন।

আই মেকআপ করুন মন দিয়ে

যে কোনো মেকআপে বেশ গুরুত্বপূর্ণ আই মেকআপ। তবে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। কিন্তু আপনার কাছে তো খুব বেশি সময় নেই। আই মেকআপের জন্য খুব বেশি সময় দিতে পারবেন না। তাই আইলাইনার ও কাজল ব্যবহার করুন।


চোখের উপরের পাতায় আইলাইনার লাগান। চোখের নিচের পাতায় কাজল ব্যবহার করুন অবশ্য়ই। মাস্কারা লাগাতে হবে। সামান্য গ্লিটার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন।



IMG_20230225_215130-1677342156809 পার্টি মেকআপ করার নিয়ম - Party Makeup Rules

জেনে নিন!! কিভাবে মেকআপ করতে হয় স্টেপ বাই স্টেপ

চোখের নীচে ও নাকের পাশে কালো দাগের ওপর কন্সিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন।

কন্সিলার ভালো করে মুখে সেট করার জন্য কমপ্যাক্ট পাউডার দিতে ভুলবেন না। ব্রাশ বা স্পঞ্জে করে পাউডারের গুড়ো পুরো মুখে লাগিয়ে নিন।


ব্লাশ এর ব্যবহারঃ

যারা একটু বেশি সাজগোজ পছন্দ করে তাদের জন্য ব্লাশ। গালের দুই পাশে নিচ থেকে উপরের দিকে ব্রাশ(brush) দিয়ে ব্লাশ দিতে হয়। যাদের রঙ ফর্সা তারা যেকোন রঙের ব্লাশ লাগাতে পারে ।।

মেকাপ করার সহজ নিয়ম

দিনের বেলায় খুব গাঢ় রঙের লিপস্টিক না ব্যবহার করাই ভালো। একটু হালকা রঙের লিপস্টিক বেছে নিন আপনার পছন্দ অনুযায়ী। এবার একটা লিপ লাইনার পেন্সিল নিয়ে ঠোঁটের উপরে ও নীচে পাতলা লাইন এঁকে নিন। রাতে একটু গাঢ় রঙ পড়তে পারেন।।


IMG_20230225_215059-1677342157427 পার্টি মেকআপ করার নিয়ম - Party Makeup Rules
আরও দেখুন,

হালকা মেকাপ

মাস্কারাঃ

দিনের পার্টি মেকআপ এ চোখ আকর্ষণীয় করে তুলতে একটি কালো রঙের মাস্কারা বেছে নিন। এবার উপরে ও নীচের আইল্যাশগুলিতে মাস্কারা লাগিয়ে নিন।

ভুরু

দিনের পার্টি মেকআপ এর জন্য আপনি ভুরু হালকা হাইলাইট করে নিতে পারেন। একটা পাতলা ব্রাশে কিছুটা আইশ্যাডো নিয়ে ভুরুর উপরে ব্লেন্ড করে নিন ভালো করে।


সবশেষে মেকাপ সেটিং স্প্রে দিয়ে বেড়িয়ে পরুন।।। মেকাপ থাকবে একদম লক।।।




Tags – Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *