Spread the love

পার্টি মেকআপ লুক – Party Makeup Look



শীতে তো বেশ মন খুলে মেকআপ (Makeup) করেছেন। শীতের আবহাওয়ায় মেকআপ গলে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এবার তো গরম প্যাচ-প্যাচে ঘামে নষ্ট হতে শুরু করবে মেকআপ। কিন্তু আপনি মেকআপ করতে ভালবাসেন এবং সামনেই বড় ইভেন্ট রয়েছে। সুতরাং মেকআপ না করে যাওয়াটা বেশ মুশকিলের। আমরা এর জন্য নিয়ে এসেছি সমাধান। গরমেও আপনার মেকাপ লুক থাকবে পারফেক্ট,, কিভাবে করবেন দেখে নিন স্টেপ বাই স্টেপ –

মেকআপ শুরুর আগে সব সময় ত্বকের যত্ন নেওয়া দরকার। প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নিন। চাইলে মেকাপ শুরুর আগে ত্বকে বরফ ঘষে নিতে পারেন,, মেকাপ থাকবে লং লাস্টিং,,যেহেতু এখন বসন্ত দোরগোড়ায় তাই সিরামও ব্যবহার করতে পারেন আপনি। এরপর প্রাইমার দিয়ে বেস তৈরি করে নিন। চোখের পাতাতেও ভাল করে প্রাইমার লাগান। প্রাইমার মেকআপ ধরে রাখতে সাহায্য করে। এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন সারা মুখে। আর গরমে ফাউন্ডেশন দিতে না চাইলে স্কিপ করুণ,,


IMG_20230227_193015-1677506451801 পার্টি মেকআপ লুক - Party Makeup Look

Party Meckup Look Bengali

এরপর চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে ফাউন্ডেশন ও কনসিলার ভাল করে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়। এরপর লুস পাউডার লাগান যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়।

কপালের দু’পাশে, নাকের উপরে, ভুরুর হাড়ে এবং দু’ চোখের পাতায় হাইলাইটার লাগিয়ে নিন। এতেই উজ্জ্বল দেখাবে আপনার মুখ। যেহেতু এখন একটু গরম পড়ে গেছে তাই ক্রিম বা লিক্যুইড বেসড হাইলাইটারের বদলে পাউডার বেসড হাইলাইটার ব্যবহার করুন।


IMG_20230227_192942-1677506452170 পার্টি মেকআপ লুক - Party Makeup Look

Party Meckup Look pic

এখন যেহেতু বসন্তের সময়, তাই গাঢ় মেকআপ না পারলেও মুখে রঙের ছোঁয়া দিতে ব্যবহার করুন ব্লাশ। প্যাস্টেল পিচ ব্লাশ ব্যবহার করতে পারেন। মুখের ফ্রেম হিসেবে কাজ করে ভুরু। তাই ভুরুর শেপ ঠিক করতে ভুলবেন না।

Day party Meckup Look

যতই চোখের পাতায় হাইলাইটার লাগিয়ে নিন, মাস্কারা ও আইলাইনার ছাড়া কোনওদিন চোখের মেকআপ সম্পূর্ণ হয় না। চোখের পাতার ভলিউমের জন্য মাস্কারা লাগিয়ে নিন। আর আইলাইনের ওপর সরু করে টেনে নিন আইলাইনার।


IMG_20230227_193036-1677506451288 পার্টি মেকআপ লুক - Party Makeup Look

party Meckup At Home

শিমারি আই

গর্জাস লুক আনতে চাইলে চোখে শিমার ব্যবহার করুন। দুই তিনটে রঙ মিলিয়ে আইশ্যাডো লাগিয়ে নিন, তার ওপর ব্যবহার করুন শিমার। এছাড়া, নিজের পছন্দ মতো কোনও শেডের হাইলাইটারও লাগাতে পারেন।


যেহেতু মিনিম্যাল মেকআপ করছেন তাই গাঢ় রঙের লিপস্টিক পড়ুন।। এর বদলে কোনও হাই-শাইন ন্যুড গ্লস পরতে পারেন। আর যদি ম্যাট লুক চান তাহলে তাহলে ন্যুড শেডের যে কোনও লিপস্টিক পরে নিন স্কিন টোনের সঙ্গে মিলিয়ে। আর সব শেষে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। এতেই বসন্তের সুন্দরী হয়ে উঠবেন আপনি।।


Read More,

ন্যাচারাল মেকআপ করার নিয়ম




Tags – Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *