Spread the love

Skin Care Tips Bangla:পার্লারে যাওয়ার সময় নেই? পুজোর আগে ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

রূপচর্চার জন্য ঘরোয়া উপায় ফলো করতে পারেন..সামনেই তো পুজো…..ঘরোয়া যত্নেই পুজোর আগে হয়ে উঠুন অনন্যা। পুজোর আগে পার্লারে না গিয়ে ঘরোয়া উপায়ে কী ভাবে নেবেন নিজের যত্ন? সেটি দেখুন……


IMG_20230904_230503-1693848913214 পার্লারে যাওয়ার সময় নেই? পুজোর আগে ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

ত্বকের যত্নে ঘরোয়া টিপস্

ত্বক

ত্বক ভিতর থেকে মসৃণ এবং কোমল রাখতে ঠান্ডা মুখে জল দিয়ে মুখ পরিষ্কার করা ভালো।। ঘরোয়া উপায়ে চটজলদি মুখে ঔজ্জ্বল্য আনতে চন্দন গুঁড়োর সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেস সিরাম হিসাবে ব্যবহার করুন। নিয়ম করে ব্যবহার করলে ত্বক চকচকে হবে।


গরমে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন


ভিটামিন-সি সমৃদ্ধ জিনিস খান

ভিটামিন-সি ত্বকের জন্য খুবই উপকারী। কমলালেবু, লেবু, আমলা, আঙুর, টমেটো ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে।


* ত্বক হাইড্রেটেড রাখুন

গ্রীষ্মের মরসুমে আর্দ্রতার পাশাপাশি ত্বকেরও হাইড্রেশন প্রয়োজন। কারণ এটি ব্রণ থেকেও মুক্তি দেয়।


* সানস্ক্রিন লাগান

গ্রীষ্মে ত্বকের সবচেয়ে বেশি সানস্ক্রিন প্রয়োজন। গ্রীষ্মের প্রখর রোদ থেকে ত্বককে রক্ষা করতে বাইরে যাওয়ার আগে হাতে, ঘাড়ে, পায়ে এবং বিশেষ করে মুখে সানস্ক্রিন লাগান।


IMG_20230904_230446-1693848913841 পার্লারে যাওয়ার সময় নেই? পুজোর আগে ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

গরমে রাতে ত্বকের যত্ন

* কম মেকআপ ব্যবহার করুন

গ্রীষ্মে ন্যূনতম মেকআপ ব্যবহার করা প্রয়োজন। বাতাসে আর্দ্রতা এবং তাপ ত্বকের শ্বাস নেওয়ার ক্ষমতাকে ধীর করে দেয়। সেজন্য মুখে ন্যূনতম মেকআপ লাগান।।

* বেশি করে জল পান

ত্বক সুস্থ রাখতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচুর জল পান করলে, ত্বক কোমল হওয়ার পাশাপাশি উজ্জ্বল হয়। সারাদিনে অন্তত ২ থেকে ৩ লিটার জল পান করুন।


ফেস প্যাক


IMG_20230904_230437-1693848914333 পার্লারে যাওয়ার সময় নেই? পুজোর আগে ত্বকের যত্নে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

গরমে মেয়েদের ত্বকের যত্ন

কাঁচা দুধ,লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে দিয়ে মুখ ধুলে তা ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে।


সবশেষে ঠোঁটের চাই নিজস্ব জেল্লা। লিপবাম, লিপগ্লসের মতো প্রসাধনী ঠোঁট সাময়িক ভাবে কোমল রাখে। তবে ঠোঁট ভিতর থেকে আর্দ্র রাখতে ঘুমের আগে হালকা মধু লাগিয়ে ঘুমোতে যান। এতে ঠোঁটের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি মরা চামড়াও দূর হবে।


আরোও পড়ুন,

Tags – Skin Care, Skin Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *