Spread the love

পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচান ঘরের উপকরণ দিয়ে

IMG_20220430_200335-1651329225074 পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচান ঘরের উপকরণ দিয়ে - Tips

পিঁপড়া দূর করার সহজ উপায়

বাড়িতে চিনি যেখানেই রাখবেন ! সেখানেই , পিঁপড়া ধরে যায়। পিঁপড়ার হাত থেকে চিনি বাঁচাতে অনেকেই পলিথিনের প্যাকেটে সেটি কোনও শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রাখেন। কিন্তু সেখানেই অল্প সল্প পিপড়ে বাসা বাঁধতে শুরু করে।।। এই পিপড়ে ধরা চিনি খেতেও ঘেন্না লাগে।।।

তবে এমন ৩ টি উপায় আছে, যেগুলো কাজে লাগালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন, পিঁপড়া ধরবে না। কি বিশ্বাস হচ্ছে না??

আসুন এবার পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক-

বিছানার পিঁপড়া তাড়ানোর উপায়

**তেজ পাতা: চিনির পাত্রে একটি বা দুটি তেজ পাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজ পাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।


IMG_20220430_200320-1651329232521 পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচান ঘরের উপকরণ দিয়ে - Tips

পিঁপড়া তাড়ানোর উপায়

**দারচিনি: দারচিনির গন্ধ পিঁপড়ারা সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দুই-একটা দারচিনির টুকরা চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।।

**লবঙ্গ: চিনির পাত্রে একটি বা দু’টি লবঙ্গ রেখে দিন। ৩- ৪দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়া চিনির পাত্রের কাছেও আসবে না।।

IMG_20220430_200310-1651329241516 পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচান ঘরের উপকরণ দিয়ে - Tips


Tags – Life Style, Article



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *