Spread the love

পুজোয় চোখে আনুন আইলাইনারের নেশার ছোঁয়া – Bring The Touch Of Eyeliner To Your Eyes In Pooja


মা দুর্গা চলে এল বলে। তার আগেই মেকআপ থেকে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সব কিছুরই প্ল্যানিং প্রায় শেষ সবার নিশ্চয়। তবে পুজোর আগে যদি পাওয়া যায় রকমারি আই লাইনার পরার বেশ কিছু ধরণ। তবে তো পুজোয় চোখের মেক আপ একেবারে জমে যাবে। আর তাছাড়া আই লাইনার পরতে কে না ভালোবাসে। চোখে কালো বা নীল রঙের লাইনার বদলে দিতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট।

মুখে একটা শব্দও বলার দরকার নেই। চোখই বলে দেবে সব কথা। আসলে চোখ এতটাই শক্তিশালী এবং অভিব্যক্তিপূর্ণ। এই কারণেই চোখের জন্য সঠিক মেকআপ বেছে নেওয়াটা জরুরি, বিশেষ করে বর্ষাকালে। যদি কেউ শুধু কোহল পেনসিলে চোখ এঁকে নেন, তাহলে স্টিক-অন স্টোন-সহ কালার আইলাইনারে আরও কমনীয়তা যোগ করার এটাই সেরা সময়। সমস্ত মনোযোগ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যাবে নিমেষে। উইংড লাইনারের দিন শেষ। চলছে না ক্যাট লাইনারও। জেনে নিন লাইনার পরার কৌশল আর ফ্যাশন প্যারেডে থাকুন সবার আগে!



IMG_20220825_121200-1661409749166 পুজোয় চোখে আনুন আইলাইনারের নেশার ছোঁয়া - Bring The Touch Of Eyeliner To Your Eyes In Pooja

পুজোয় আইলাইনারের নাটকীয় রঙে চোখে আনুন নেশার ছোঁয়া

লুক 1

1. শুরুতেই চোখের পাতায় প্রাইমার লাগিয়ে নিন। আইলাইনার ধেবড়ে যাওয়ার ভয় থাকবে না।

2. উজ্জ্বল লাল রঙের লিকুইড লাইনার দিয়ে চোখের উপরের ল্যাশলাইন বরাবর রেখা এঁকে নিন।

3. চোখের ভিতরদিকের কোনা থেকে বাইরের দিক বরাবর একটা অসম ত্রিভুজ আঁকুন৷

4. ত্রিভুজের ভিতরের অংশ পুরোটা লাল লাইনার দিয়ে ভরাট করে দিন।


ন্যাচরাল স্টাইল আইলাইনার লুক-


প্রতিদিন পরার জন্য এই ধরণটি একেবারে আদর্শ। আর পরাও খুব সহজ। উপরের ল্যাশ লাইন বরাবর ছোট ছোট করে স্ট্রোক এঁকে নিন। তারপরে আর একবার তার উপরে একটি স্ট্রোক দিয়ে আগের স্ট্রোকগুলি জুড়ে দিন।


IMG_20220825_121146-1661409749385 পুজোয় চোখে আনুন আইলাইনারের নেশার ছোঁয়া - Bring The Touch Of Eyeliner To Your Eyes In Pooja

এবার পুজোয় বদলে ফেলুন নিজের চোখের ভাষা এই আইলাইনারের মাধ্যমে



হেভি বটম স্টাইল লুক-


চোখে গাঢ় কালো কাজল পরাটাই এই আই লাইনার লুকের মূল উদ্দেশ্য। এর ফলে চোখ খুব উজ্জ্বল এবং বড় দেখায়। প্রথমেই চোখের নিচের পাতার ওয়াটার লাইন ধরে ক্রিম বেসড কাজল পরে নিন। তারপর কাজলটাকে ব্রাশ দিয়ে একটু স্মাজ করে দিন। তবে এর উপর ম্যাচিং আই শ্যাডো ডাস্ট করে নিলেই অনেক্ষন স্থায়ী হবে কাজলটা।


IMG_20220825_121136-1661409749656 পুজোয় চোখে আনুন আইলাইনারের নেশার ছোঁয়া - Bring The Touch Of Eyeliner To Your Eyes In Pooja


ক্যাট আই স্টাইল লুক-


পুজোর সপ্তমী বা অষ্টমীর সন্ধ্যায় শাড়ি বা যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যাবে এই লুক। প্রথমেই চোখের নিচে ল্যাশ লাইন থেকে শুরু করে বাইরের দিকের কোনায় একটা ছোট কোনাকুনি লাইন এঁকে নিন। তারপর ওই ছোট লাইনটার মাথা থেকে শুরু করে চোখের মাঝামাঝি পর্যন্ত আর একটি রেখা আঁকুন। মাঝের তিনকোনা ফাঁকা জায়গাটা লাইনার দিয়ে ভরাট করে নিলেই আপনার ক্যাট আই লুক তৈরি।




IMG_20220825_121213-1661409748864 পুজোয় চোখে আনুন আইলাইনারের নেশার ছোঁয়া - Bring The Touch Of Eyeliner To Your Eyes In Pooja


1.প্রথমে প্রাইমার লাগিয়ে চোখের বেস তৈরি করুন৷

2. চোখের উপরের পাতায় আইসি গ্রিন আইশ্যাডো লাগান।

3. নিচের ল্যাশলাইন বরাবরও সামান্য শ্যাডো বুলিয়ে নিন৷

পুজোয় চোখে আইলাইনার যেভাবে পড়বেন


4. কালো জেল লাইনার দিয়ে নিচের ল্যাশলাইন এঁকে নিন। লাইনটা যেন সামান্য বাইরে বেরিয়ে থাকে।

5. একইভাবে উপরের ল্যাশলাইন এঁকে নিন। তবে উপরের লাইন আর নিচের লাইন জুড়ে দেবেন না। দুটো রেখার মধ্যে যেন সামান্য ফাঁক থাকে৷

6. চোখের নিচে ভিতরের দিকের কোণে সামান্য কাজল লাগিয়ে নিন। চোখ নাটকীয় দেখাবে৷


Tags – Eyeliner Eye মেকআপ Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *