Spread the love

পুজোয় সেরা সুন্দরী হয়ে উঠতে চান? তাহলে অবশ্যই এই টিপস গুলো ফলো করুন – Want To Become The Best Beauty In Puja? Then Definitely Follow These Tips


পুজো তো এগিয়ে আসছে। মাঝে মাত্র আর একটা মাস আর ,, এবার পুজোয় শ্রেষ্ঠ সুন্দরী হয়ে উঠতে চাইলে এখন থেকেই পরিচর্যা শুরু করে দিতে হবে তো! আর যদি লেটেস্ট স্টাইল আর সৌন্দর্য বা মেকআপ সংক্রান্ত নানান নতুন আইডিয়া পেতে হয়, তাহলে জেনে নিন এই আর্টিকেল এ।। জেনে নিন, পুজোয় যাতে আপনিই সেরা সুন্দরী হয়ে উঠতে পারেন, তার জন্য কী কী টিপস দিচ্ছেন বলি-টাউনের সুন্দরী নায়িকারা!



IMG_20220903_184421-1662210872829 পুজোয় সেরা সুন্দরী হয়ে উঠতে চান? তাহলে অবশ্যই এই টিপস গুলো ফলো করুন - Want To Become The Best Beauty In Puja? Then Definitely Follow These Tips

সুন্দর ত্বক পেতে এই টিপস্ ফলো করুন

মুখ কে অবশ্যই সবসময় পরিষ্কার রাখতে হবে


তেলতেলে ত্বক হলে মুখ ধোওয়ার নিয়ম

আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তা হলে ফোম বেসের ফেসওয়াশ বা ক্লেনজ়িং জেল নিন। ফেসওয়াশ এমন হওয়া চাই যা ত্বকের প্রাকৃতিক তেলের আবরণ নষ্ট না করেও গভীর থেকে মুখ পরিষ্কার করতে সক্ষম।


ক্লেনজ়ারের পরিমাণ: কতটা ক্লেনজ়ার আপনার প্রয়োজন, সেটা নির্ভর করে প্রডাক্টের টেক্সচারের উপর। জেল বা ক্রিম-বেসড ক্লেনজ়ার হলে দুটো মটরদানার পরিমাণ নিলেও যথেষ্ট। ফোম বেসড প্রডাক্ট হলে একটা পাম্প নিন। শুরুতে মিসেলার ওয়াটার দিয়ে সমস্ত মেকআপ আর আলগা ময়লাটা তুলে দিন। তারপর ক্লেনজ়ার মেখে মুখ ধুয়ে নিন।


শুষ্ক ত্বক হলে মুখ ধোওয়ার নিয়ম

ভুল প্রডাক্ট দিয়ে মুখ ধুলে শুষ্ক ত্বক আরও শুকিয়ে যেতে পারে, তাই প্রথম থেকেই সাবধান হতে হবে। অ্যালকোহল মুক্ত হাইড্রেটিং ক্লেনজ়ার আপনার জন্য ঠিক।


ক্লেনজ়ারের পরিমাণ: মুখে যদি আগে ফেস অয়েল লাগিয়ে থাকেন, তা হলে দুটো অথবা তিনটে মটরদানার পরিমাণ ক্লেনজ়ার নিন। তেল না লাগালে এক দানাই যথেষ্ট। মুখে আর গলায় ক্লেনজ়ার লাগিয়ে বৃত্তাকারে মাসাজ করুন, তবে বেশি ঘষাঘষি করবেন না। তারপর ময়শ্চারাইজ়ার লাগান।


পুজোয় সেরা সুন্দরী হয়ে উঠুণ এই কৌশল গুলি অ্যাপ্লাই করে

নিয়মিত ত্বককে পরিস্কার রাখুন, ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি পরিচ্ছন্নও করতে হবে। ত্বক টানটান রাখে sea salt। নিয়মিত ত্বক Exfoliate করুন, dry brush করলেও ত্বকের মৃত কোষ উঠে যায়। sea salt scrub ব্যবহার করতে পারেন।


শারীরিক, মানসিক ক্লান্তি ভুলিয়ে দেওয়ার পাশাপাশি ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে মাসাজ। পছন্দের ক্রিম বা লোশন দিয়ে মুখের ত্বকে ধীরে ধীরে মাসাজ করলে ত্বক উজ্জ্বল আর টানটান করে। নিয়মিত দিনে একবার যে কোনও লোশন দিয়ে মাসাজ করলে উপকার পাবেন।


ত্বক আর্দ্র রাখুন। প্রচুর জল খান, তাতে ত্বক আর্দ্র থাকবে, শরীরের দূষিত বস্তু বেরিয়ে গিয়ে ডিটক্সের কাজটাও হয়ে যাবে।


সুন্দর ত্বকের রহস্য


অতিরিক্ত চাপ নেবেন না। সারাক্ষণ মানসিক চাপে থাকলে আপনার ত্বক, চুল, নখ, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। ওজনেরও তারতম্য হতে পারে। এমন খাবার খান যাতে ঝরঝরে থাকতে পারবেন, সেই সঙ্গে খানিকটা ব্যায়াম করুন।


রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করবেন। তারপর টোনার লাগিয়ে নাইট ক্রিম মেখে নিতেও ভুলবেন না!


স্বাস্থ্য সতেজ ও সুন্দর রাখতে যোগ ব্যায়ামের কোনও বিকল্প নেই। ঠিক তেমন ভাবেই আপনার ত্বকের জন্যও যোগ ব্যায়াম খুবই উপকারী। বাড়িতে হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম করলেও উপকার পাবেন। ব্যায়াম করলে যেমন বাড়তি মেদ কমবে তেমনই আপনার ত্বকের তেলতেলে ভাব কেটে যাব।


ঘুমের সময়টা কখনও কমিয়ে ফেলবেন না। ঠিকমতো ঘুম হলে তার সুপ্রভাব পড়বে আপনার শরীরে।


বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখুন। একটানা অনেকক্ষণ রোদে থাকতে হলে বারেবারে সানস্ক্রিন মেখে নিন। মেকআপ করার আগে একটুকরো বরফ পরিষ্কার কাপড়ে মুড়ে মুখে ঘষে নিলে বাড়তি দীপ্তি পাবেন। ত্বকে কোথাও ব্রণ-ফুসকুড়ি হলে বা জ্বালা করলে অ্যালো ভেরা জেল লাগিয়ে নিন।


রাতে ঘুমোতে যাওয়ার আগে সমস্ত মেকআপ তুলে ফেলে ত্বক পরিষ্কার করে নিন। ত্বক শুষ্ক হলে নারকেল তেল মাখুন।


Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *