Spread the love

পুজোর আগে প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই করে নিন ফেসিয়াল ত্বক দেখাবে গ্লো – Before Puja, Do A Facial With Natural Ingredients At Home To Make Your Skin Glow


প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া ফেসিয়াল

ফেসিয়াল শুধুমাত্র ত্বককে টানটান করে না, এটি বর্ণকেও উজ্জ্বল করে। বেশিরভাগ মহিলাই মাসে একবার পার্লারে ফেসিয়াল করাতে যান। তবে কিছু মহিলা বাড়িতে ফেসিয়াল করতে পছন্দ করেন। বাড়িতে এমন অনেকগুলি জিনিস রয়েছে, যার মাধ্যমে আপনি ফেসিয়াল করতে পারেন।



IMG_20220823_211216-1661269349233 পুজোর আগে প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই করে নিন ফেসিয়াল ত্বক দেখাবে গ্লো - Before Puja, Do A Facial With Natural Ingredients At Home To Make Your Skin Glow

পুজোর আগে ফেসিয়াল করা হয়নি, রাতারাতি যৌলুস ত্বক পান এই ঘরোয়া টিপসে


আপনার যদি রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা থাকে, তাহলে অবশ্যই ত্বকের যত্ন নিতে পারেন মালাই বা মিল্ক ক্রিম অর্থাৎ দুধের সর দিয়ে। সব ধরনের ত্বকের জন্যই দুধের সর উপকারি উপকরণ। তবে রুক্ষ, শুষ্ক ত্বকের যত্নে বিশেষ ভাবে কাজে লাগে ঘরোয়া এই উপকরণ।


স্বাভাবিকভাবেই ক্লান্তির ছাপ পরে মুখে! পার্লার বন্ধ থাকার কারণে একটু যে ফেসিয়াল করিয়ে আসবেন, সে সুযোগও মিলছে না! ফলে চোখের কোলে আরও গাঢ় হয়ে চেপে বসছে কালি, ব্রণ, ব্ল্যাকহেডসের দাপটে বিবর্ণ দেখাচ্ছে মুখ!


কিন্তু আপনার হাতের কাছেই যখন উপায় আছে, তখন পার্লার খোলার অপেক্ষা করবেন কেন? বরং বাড়িতে কিছুটা ফাঁকা সময় বের করে নিজেই করে নিন ফেসিয়াল! রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদান দিয়েই খুব ভালো ফল পাবেন! ত্বক সতেজ হয়ে উঠবে আর আয়নায় নিজেকে দেখে মনটাও চাঙ্গা লাগবে! দরকার শুধু হাতের কাছে কিছু সাধারণ প্রাকৃতিক উপাদান! আসুন দেখা যাক!


পুজোর আগে পার্লার নয়, ঘরোয়া উপায়েই সেরে নিন ফেশিয়াল


মুখ পরিষ্কার

ফেসিয়ালের প্রথম ধাপ এটি। ত্বকের ধরনের সঙ্গে মানানসই ক্লেনজার বেছে নিন। মুখে হালকা গরমজলের ঝাপটা দিয়ে ভিজিয়ে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখ পরিষ্কার করতে বেছে নিতে পারেন মধু। মধুর আর্দ্রতা আপনার ত্বক কোমল, নরম রাখবে।

কাঁচা দুধ থেকে ক্রিম তৈরি করুন। এর জন্য একটি পাত্রে ১ চা চামচ কাঁচা দুধ নিয়ে তাতে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। আপনি চাইলে এতে অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন। এতে তুলোর বল ডুবিয়ে মুখে ৩-৪ মিনিট ঘষে নিন। এবার মুখটা এভাবে ৫-৬ মিনিট রেখে তারপর ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

একটি পাত্রে এক বা দুই চামচ কাঁচা দুধ নিন। এখন আপনার ত্বকের ধরন অনুযায়ী উপাদান নিন। তৈলাক্ত ত্বক হলে মুলতানি মাটি, শুষ্ক ও স্বাভাবিক হলে কলার ম্যাশ ব্যবহার করুন। ফেসপ্যাক লাগানোর পর ১০ মিনিট এভাবে রেখে তারপর জল দিয়ে মুখ পরিষ্কার করুন। রাতে কাঁচা দুধ দিয়ে ফেসিয়াল করার চেষ্টা করুন।


এক্সফোলিয়েট করুন

এবার ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলার পালা। স্বাভাবিক ত্বক হলে এক চাচামচ ওটমিল গুঁড়ো করে তার সঙ্গে এক চাচামচ মধু আর এক চাচামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। ত্বক শুষ্ক হলে মধু আর অলিভ অয়েলের সঙ্গে মেশান এক চাচামচ চিনি। আর তৈলাক্ত ত্বকের জন্য মধু আর চিনির সঙ্গে এক চাচামচ জল মেশালেই হল!

স্টিম নিন

চওড়া পাত্রে জল ফুটিয়ে নিন। তারপর মাথায় একটা তোয়ালে চাপা দিয়ে জলের পাত্রটার উপর ঝুঁকে পড়ুন যাতে ভাপটা মুখে লাগে। পাঁচ-সাত মিনিট এভাবে ভাপ নিন। ত্বক বাড়তি সতেজতা পাবে।


ফেস মাস্ক

মাস্কের কাজ হল ত্বকে পুষ্টি জোগানো। স্বাভাবিক ত্বকে মধু, টক দইয়ের প্যাক, শুষ্ক ত্বকে আধখানা চটকানো পাকা কলা আর মধু, তেলতেলে ত্বকে মুলতানি মাটিআর মধুর প্যাক দারুণ ভালো কাজ করে। সমানভাবে সারা মুখে মেখে আধঘণ্টা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকুন। চোখে শসা স্লাইস করে কেটে চাপা দিয়ে রাখতে পারেন।

ম্যাসাজ

স্কিন স্পেশ্যালিস্টের মতে, রক্ত সঞ্চালন এবং পেশী টোন উন্নত করার জন্য এই পদক্ষেপটি অপরিহার্য। পরিমাণমতো ফেস ম্যাসাজ ক্রিম নিন। এবার কপালের মাঝখান দিয়ে শুরু করুন এবং তারপরে cheekbones-এর দিকে আসুন। তারপর আপনার নাক এবং থুতনি ম্যাসাজ করুন। সবশেষে, ঠোঁটের ওপর ম্যাসাজ করুন এবং চোয়ালের দিকে ম্যাসাজ করুন। গলাও ম্যাসাজ করতে ভুলবেন না, এটিও সমান গুরুত্বপূর্ণ। ভাল করে ম্যাসাজ করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টোনার

এবার মুখের খুলে যাওয়া রোমছিদ্র বন্ধ করার পালা আর তার জন্য দরকার টোনার। আধ চাচামচ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে এক চাচামচ জল মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে মুখটা মুছে নিন। অ্যাপল সাইডার ভিনিগার ত্বকের পিএইচ ব্যালান্স অটুট রাখবে। শসার রসও খুব ভালো টোনার, তা ত্বককে স্নিগ্ধও রাখে।

ময়শ্চারাইজার মাখুন

ঘরোয়া ফেসিয়ালের শেষ ধাপ এটি। এমনিতে ত্বকের সঙ্গে মানানসই রেডিমেড ময়শ্চারাইজার মাখতেই পারেন। আর ঘরোয়া ময়শ্চারাইজার মাখতে ইচ্ছে করলে স্বাভাবিক ত্বকের মালকিনেরা আধ চাচামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েল মেখে নিন। শুষ্ক ত্বক হলে মাখুন নারকেল তেল বা আর্গান অয়েল।

মনে রাখবেন:

পার্লারে ফেসিয়াল করার পর যা যা নিয়ম মানেন, তার সবক’টি ঘরোয়া ফেসিয়ালের বেলাতেও মেনে চলতে হবে। ফেসিয়ালের পর পরই মেকআপ করবেন না। ফেসিয়াল করতে বসার আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখুন যাতে বারেবারে উঠতে না হয়। কোনও উপাদান মেখে জ্বালা বা অস্বস্তি শুরু হলে মুখ ধুয়ে ফেলুন।



Tags – Facial

Skin Tips Skin Care

Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *