Spread the love

পুজোর আগে সাজগোজের আগে নানান টিপস অনুসরণ করে নিন – Follow Various Tips Before Dressing Up Before Puja

দৈনন্দিন ত্বক আর চুলের যত্ন নিয়ে কত টিপসই তো চোখে পড়ে প্রতিদিন! এটা করো, ওটা কোরো না,! আর ইন্টারনেটের কথা না-ই বা বললাম! মুশকিলটা হল, এত সব উপদেশের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল, সে সব বোঝার উপায়ও থাকে না, তাই এমন অনেক টিপস আমাদের কাছে এসে পৌঁছোয় যেগুলো আসলে কাজ দেয় প্রমাণিত,,কাজেই চোখকান বন্ধ করে কোনও পরামর্শ মেনে চলার আগে দেখে নিন তাদের সত্যতা কতটা!


1632660658_kajal-1-1662210158207 পুজোর আগে সাজগোজের আগে নানান টিপস অনুসরণ করে নিন - Follow Various Tips Before Dressing Up Before Puja

সাজগোজের নানান টিপস



তেলতেলে ত্বকের ময়শ্চারাইজ়ার লাগে না

মুখ পরিষ্কার করাটা যেমন যে কোনও ত্বকের ক্ষেত্রে বাধ্যতামূলক, মুখে ময়শ্চারাইজ়ার মাখাটাও তাই! ত্বক শুষ্ক, না স্বাভাবিক, না তেলতেলে, তার সঙ্গে ময়শ্চারাইজ়ার না-মাখার কোনও সম্পর্ক নেই! প্রতিবার মুখ ধোয়ার সময় ত্বক থেকে যে প্রাকৃতিক তেলের আস্তরটা নষ্ট হয়ে যায়, ময়শ্চারাইজ়ার তাকেই ফিরিয়ে আনে!


জোর দিন ডাবল ক্লেনজ়িংয়ে

আজকাল ডাবল ক্লেনজ়িং খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এই পদ্ধতিতে ত্বক গভীর থেকে পরিষ্কার হয়ে ওঠে। প্রথমে অয়েল বেসড ফেস ওয়াশ দিয়ে মেকআপ আর আলগা ধুলোময়লাটা তুলে ফেলা হয়, তারপর জেল বেসড ফেসওয়াশ দিয়ে আর একবার ধুয়ে ফেলা হয় যাতে ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়ে যায় আর তেলমুক্ত থাকে।


পুজোয় মেকাপ এর আগে এই টিপস গুলী ফলো করুন

ত্বককে দিন অ্যান্টি অক্সিডান্ট সিরামের স্পর্শ

ত্বক সুস্থ রাখতে তাকে আর্দ্র রাখারও খুব প্রয়োজন। প্রতিদিনের রূপচর্চায় তাই ব্যবহার করুন অ্যান্টি অক্সিডান্ট সিরাম। এই সিরাম একদিকে যেমন ত্বক আর্দ্র রাখে, তেমনি দূষণ, ধুলোময়লা আর রোদ থেকে ত্বক সুরক্ষিতও রাখে।

ত্বক ডিটক্স করুন

কখনও খেয়াল করেছেন, খুব তেলমশলাদার খাবার খাওয়ার পরের দিন ত্বকটা কেমন নিষ্প্রভ দেখায়? অনেকের তো ব্রণও বেরোয়। এ সবের হাত থেকে বাঁচতে আপনার দরকার ডিটক্স পানীয়। প্রতিদিন ভোরে উঠে লেবুর রস আর মধু মিশিয়ে এক গ্লাস জল খান।

মেঘলা দিনে সানস্ক্রিন মাখার দরকার নেই

সর্বৈব ভুল কথা! সূর্য মেঘের আড়ালে থাকলেও তার আলট্রা ভায়োলেট রশ্মি সক্রিয় থাকে এবং ত্বকের একইরকম ক্ষতি করে।


এক্সফোলিয়েশন করলে ব্রণ কমে

পরিষ্কার, দাগহীন ত্বকের জন্য এক্সফোলিয়েট করা দরকার। কিন্তু মুখে ব্রণর উপর এক্সফোলিয়েটরের কড়া দানা ঘষলে সংক্রমণ হওয়া বিচিত্র নয়! তা ছাড়া ব্রণযুক্ত ত্বকে অতিরিক্ত স্ক্রাব করলে ত্বকের আরও বেশি ক্ষতি হতে পারে।


t2-1662210157931 পুজোর আগে সাজগোজের আগে নানান টিপস অনুসরণ করে নিন - Follow Various Tips Before Dressing Up Before Puja



প্রতিদিন মেকআপ করলে ব্রণ হয়

মেকআপ করলে আপনাকে উজ্জ্বল, ঝলমলে, আত্মবিশ্বাসী দেখায়। প্রতিদিন মেকআপ করার সঙ্গেও ব্রণ ওঠার কোনও সম্পর্ক নেই! সেই মেকআপ যত্ন করে না তুললে তবেই ব্রণ ওঠে। পাশাপাশি খারাপ মানের মেকআপ, নোংরা ব্রাশ, এ সব থেকেও ব্রণ বেরোতে পারে। তাই প্রতিদিন নিয়ম করে দিনের শেষে মেকআপ তুলুন, ভালো মানের মেকআপ সামগ্রী ব্যবহার করুন।


টুথপেস্ট লাগালে ব্রণ কমে

টুথপেস্টে এমন অনেক কড়া উপাদান আছে যা দাঁত পরিষ্কার রাখে, কিন্তু ত্বকের পক্ষে ক্ষতিকর! তা ছাড়া টুথপেস্ট লাগানোর পর ব্রণ কমেছে, কিন্তু গভীর দাগ থেকে গেছে, এমন অনেক উদাহরণ রয়েছে।!


খাওয়াদাওয়ার দিকে নজর দিন

আপনি কী খাচ্ছেন,তা সরাসরি প্রতিফলিত হয় আপনার ত্বকে। খাবারে যদি প্রয়োজনীয় ভিটামিন আর অন্যান্য পুষ্টিকর উপাদান না থাকে, তা হলে পুষ্টির অভাবে ত্বক শুকনো হয়ে যেতে পারে। আপনার ত্বক যদি শুষ্ক প্রকৃতির হয়, তা হলে প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যাভোকাডো, মাছ, মিষ্টি আলু, ডিম, আমন্ডের মতো খাবার অবশ্যই রাখবেন।


গরম জলে স্নান বন্ধ করুন

ধোঁয়া ওঠা গরম জলে নিয়মিত স্নান ত্বকের উপরিভাগের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট করে দেয়। তাই বেশি গরম জল এড়িয়ে চলুন,স্নান করুন ঈষদুষ্ণ জলে। স্নানের পর সারা গায়ে বডি লোশন বা পেট্রোলিয়াম জেলি মেখে নিতে ভুলবেন না!



Tags – পুজোর সাজগোজ টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *