Spread the love

পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে – On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up


পুজো তো আর বেশিদিন বাকি নেই! আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির ফ্যাশন।। দুর্গা পুজো শপিং প্ল্যানিং সবারই মোটামুটি রেডি। শাড়ি-ব্লাউজ, সালোয়ার-কামিজ, ড্রেস-টপ-কুর্তি-…সব বাছাবুছি প্রায় শেষ পর্যায়ে। দুর্গা পুজোতে (Durga Puja) কেমন ভাবে সাজবেন, এ নিয়ে কথা বলতে চাইলে ঘণ্টার পর ঘণ্টা জল্পনা করে কাটিয়ে দেওয়া যায়। আবার অষ্টমী তিথি, মানে হল গিয়ে একটি বিশেষ দিন! সেদিনের পোশাক, মেকআপ, চুলের বাহার, সবই হতে হবে একটু অন্যরকম, সব্বার চেয়ে আলাদা! প্রিয় মানুষটির সাথে পোষাক ম্যাচ করে পড়া হাত ধরে ঘোরা এগুলো নাহলে সম্পুর্ন হয়না,,, কি ঠিক বললাম তো? অনেকেই কনফিউশন থাকে যে নিজের ড্রেসের সাথে পার্টনারের ড্রেস কি করে ম্যাচ করাব? কি করে দুজনকে পারফেক্ট couple হিসেবে লোকের কাছে তুলে ধরবো আপনাদের এই টেনশন দূর করার জন্য আমি চলে এসেছি, আজকে আপনাদের কিছু লুক দেখাবো যেটাতে আপনারা বুঝতে পারবেন পারফেক্ট কাপল পোশাক অষ্টমীর দিন কেমন হওয়া উচিত –



20ec9a396049401254e9c6f97f2a68d8-1662652862468 পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে - On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up

পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ করুন সামঞ্জস্য রেখে


অষ্টমীতে (Ashtami) আপনার দিকেই সকলেই তাকিয়ে থাকে যেনো আপনাদের লুক দেখে তাই

আপনাকে সাজতে হবে আপনার সঙ্গীর সঙ্গে সামঞ্জস্য রেখে! মানে, আপনি লাল পাড় সাদা শাড়িতে সেজে অষ্টমীর অঞ্জলি দিতে গেলেন, আর এদিকে আপনার স্বামী কিংবা প্রেমিক কে পরলেন মানান সই দারুন সুন্দর পাঞ্জাবী।।।



069f9ef8c89188a0c88e82b5ab3b9107-1662652862999 পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে - On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up

অষ্টমীর সকালে ও রাতে কেমনভাবে সাজবেন আপনি ও আপনার পার্টনার


কেমন হবে অষ্টমীর সকালের সাজ

সাজ বলতে কিন্তু শুধুমাত্র পোশাক বা মেকআপ করা বোঝায় না। এটা হল একটা সম্পূর্ণ প্যাকেজ! মানে, অনুষ্ঠান অনুযায়ী পোশাক, তার সঙ্গে মানানসই মেকআপ আর চুলের কায়দা। চলুন দেখে নেওয়া যাক, কেমনভাবে সাজলে অষ্টমীর সকালটা সম্পূর্ণ হবে!

পুজোর অন্যান্য দিনগুলোতে পশ্চিমি পোশাক পরার কথা যদি ভাবেনও, অষ্টমীতে কিন্তু বেশিরভাগ বাঙালিই শাড়ি পরতে চান এবং লাল পাড় সাদা শাড়ি পরার চলই বেশি থাকে। তবে যাঁরা শাড়িতে খুব বেশি স্বচ্ছন্দ নন, তাঁরা কুর্তা-চুড়িদার পরতে পারেন, চাইলে অবশ্য ইন্দো-ওয়েস্টার্ন ড্রেসও চলতে পারে। পোশাক যখন বাছবেন, খেয়াল রাখবেন একটু হালকা রঙের পোশাক বাছতে। আপনার পার্টনার কেউ ম্যাচিং করে পোষাক পড়াবেন।।



TSI_4646_620x-1662652863308 পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে - On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up

পুজোর সময় সাজুন নতুন সাজে আপনি ও আপনার সঙ্গি


অষ্টমীর রাতে কেমন সাজবেন

সকালে ছিমছাম সাজলেও দুর্গা পুজোর রাতে যখন ঠাকুর দেখতে বেরবেন, তখন বেশ জমকালো না সাজলে হয়? দেখে নিন অষ্টমীর রাতের সাজ ঠিক কেমন হওয়া উচিত…


IMG_20220908_212954-1662652863882 পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে - On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up

পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজবেন যেভাবে


রাতের পোশাক হোক জমকালো

অষ্টমীর রাতে আপনি কেমন পোশাক বাছবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার, অর্থাৎ ভারতীয় সনাতনী পোশাক পরবেন নাকি পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করবেন তা আপনি ঠিক করুন; কিন্তু যে পোশাকই বাছুন না কেন, তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন! জমকালো পোশাক মানেই যে সিল্কের শাড়ি বা কুর্তা পরতে হবে তা কিন্তু না, হ্যান্ডলুমের শাড়িও পরতে পারেন, তবে তা যেন হয় বেশ চটকদার।


IMG_20220908_212853-1662652864211 পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে - On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up

পুজোর দিনে আপনি ও আপনার সঙ্গির সাজ যেমন হবে


স্বামী-স্ত্রীয়ের সাজগোজ হোক সামঞ্জস্য রেখে

দু’জন পড়ুন।।এবার এক-এক ধরনের পোশাক একদিকে করতে থাকুন। যেমন, শাড়ি-সালোয়ারের সঙ্গে রাখতে পারেন আপনার স্বামীর কুর্তা-পায়জামা-পাঞ্জাবি। আপনি যদি জমকালো শাড়ি পড়েন তাহলে আপনার পার্টনার কে সুন্দর ম্যাচ করে শার্ট প্যান্ট পরান।।



IMG_20220908_212756-1662652863632 পুজোর দিনগুলোতে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা সাজগোজ যেমন হবে - On The Days Of Puja, Husband-Wife Or Lover-Lover Will Dress Up




সাধারণতই ছেলেদের তুলনায় মেয়েদের পোশাকের ভ্যারাইটি ঢের বেশি হয়। তাই আগে থেকেই দেখে নিন, আপনার স্বামীটির ভাণ্ডারে যথেষ্ট ভ্যারাইটির পোশাক আছে কিনা।


তবে দু’জনের পোশাকের রং যেন স্ট্রাইকিংলি অপোজিট না হয়, সেদিকে লক্ষ রাখতে পারেন। দুজনেই ওয়র্ম কালার পরুন কিংবা দুজনেই পরুন কুল কালার। আপনি সবুজ আর তিনি কমলা…এই ফ্যাশন হারাকিরির জন্য তো সারা বছর পড়ে রইলই!

আপনি নিজের সাজের প্রতি যতটা যত্নবান, সেরকম তাঁর দিকেই নজর রাখুন। পুজোর আগে একটা ভাল হেয়ারকাট, চুলে রংয়ের প্রয়োজন আছে কিনা, দাড়ি-গোঁফের শেপ ঠিক আছে কিনা, এগুলো দেখে নিন।




Tags – সাজগোজ,,, শাড়ি কালেকশন ,,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *