Spread the love

আজ চতুর্থী,, এরই মধ্যে বেশ অনেক জায়গায় প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে…কিনতু অনেক মেয়ের সমস্যা ভিড় ঠেলে ঠাকুর দেখা, ঘেঁষাঘেঁষি, গরমে মেকআপ ঘেটে ঘ হয়ে যায়,, বাড়ি থেকে যেমন ভাবে সেজে যাবেন, তেমনই যদি চকচকে মুখ থাকে দেখতে দারুন লাগে,, তাই আজ নিয়ে এলাম কিছু ট্রিক এন্ড টিপস্ যা আপনাদের মেকাপ সহজে নষ্ট হতে দেবে না….

IMG_20241007_110916-edited পুজোর ভিড়ে আপনাকেই লাগবে সেরা"দেখুন মেকাপ টিপস্

মেকআপ করার আগে মুখে বরফ দিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন,, এতে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হবে, ত্বকও মসৃণ দেখাবে। ময়শ্চারাইজ়েশন ছাড়া মেকআপ সে ভাবে ত্বকে বসবে না। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের সমস্যাই বেশি। ওয়াটার বেসড কোনও ক্রিম ব্যবহার করতে হবে।

দুর্গাপূজার মেকাপ লুক

অপরিষ্কার ত্বকে কখনই মেকআপ ভালো করে বসবে না, তাই অবশ্যই মেকআপ করার আগে ফেইসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের ফেইসওয়াশ ব্যবহার করে স্কিন পরিষ্কার করে নিলেই হবে।

মেকআপের আগে প্রাইমার আর টোনার মাস্ট। যাঁরা খুব বেশি মেকআপ করতে চাইছেন না, তাঁরাও প্রাইমার লাগাতে ভুলবেন না। এর পর ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। ক্রিমী ফাউন্ডেশন হলে বেশ ভালো লাগে।

দুর্গা পূজার অষ্টমীর সাজ

আমাদের সবারই কম বেশি জানা আছে যে, মেকআপ অনেকক্ষণ ধরে ঠিকঠাক রাখার জন্যে প্রাইমারের প্রয়োজনীয়তা কতটুকু। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্যে প্রাইমার ব্যবহারের কোনো বিকল্প নেই।

চোখের রূপটানের জন্য আগে কনসিলার দিয়ে ভালো করে ড্যাপ করে নিবেন,, তারপর চোখের সৌন্দর্য বজায় রাখতে আইলাইনার,আয়সেডো চোখে লাগান। এমন একটি আইশ্যাডো বাছুন, যাতে তা দীর্ঘ ক্ষণ চোখের পাতাতেই থাকে। ঠোঁটে লিপস্টিক দাওয়ার আগে ভালো কোনও লিপবাম লাগিয়ে নিন।

এই সব ক’টি ধাপ ঠিকঠাক হলেই আপনি মেকআপ করা শুরু করতে পারবেন। এবং আপনার মেকআপের বেসও এতে খুব ভালো হবে। ত্বক রুক্ষ ও বুড়োটে দেখাবে না! । মেকআপ ভালোভাবে সেট হয়ে চেহারায় আসবে একটা সুন্দর গ্লো।

আরোও পড়ুন,

Sun Tanning: পুজোর আগে কীভাবে মুখের ট্যান দূর করবেন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *