Spread the love

পুজোর সময় শুধু লিপস্টিক দিয়েই পুরো মেকাপ সেরে ফেলুন – During Puja, Complete The Entire Makeup With Just Lipstick

পুজোয় বেরোনোর আগে নিজেকে একটু রেডি করে নিতে আমরা সবাই চাই। কিন্ত সবসময় তো ব্যাগে অনেক মেকআপ রাখা সম্ভব হয় না! কিংবা প্রেমিক,, বা বন্ধুরা ঘণ্টার পড় ঘণ্টা আপনার সাজের জন্য দাড়িয়ে থাকবে না,, তাই কেমন হতো যদি একটা মাত্র মেকআপ প্রোডাক্ট দিয়েই সব মেকআপের সলিউশন পাওয়া যেত? ভাবছো এটা কীভাবে সম্ভব? হ্যাঁ! এখন থেকে ব্যাগে ১টি লিপস্টিক রাখলেই, তুমি পেয়ে যাবে সব মেকআপের ইজি সলিউশন।



1613992809_60339369a0c3e_lipstick-1663772980531 পুজোর সময় শুধু লিপস্টিক দিয়েই পুরো মেকাপ সেরে ফেলুন - During Puja, Complete The Entire Makeup With Just Lipstick

পুজোর সময় শুধু লিপস্টিক দিয়েই ঝটপট সেরে ফেলুন মুখের মেকআপ


লিপস্টিকের প্রসঙ্গ উঠলেই সবার আগে আপনার কী মনে আসে? ঠোঁটকে রাঙিয়ে তোলা , তাই তো? আসলে লিপস্টিক ছাড়া মেকআপ সম্পূর্ণ হওয়াই সম্ভব না। কিন্তু কেমন হয় যদি পাঁচরকম মেকআপ প্রডাক্ট বয়ে না বেড়িয়ে শুধু লিপস্টিক দিয়েই সেরে ফেলা যায় পুরো মেকআপ? অবাক হচ্ছেন? আর অবাক হবেন না দেখে নিন কিভাবে এটি সম্ভব –



Red-Lip-1663772979804 পুজোর সময় শুধু লিপস্টিক দিয়েই পুরো মেকাপ সেরে ফেলুন - During Puja, Complete The Entire Makeup With Just Lipstick

পুজোর ৪ দিন শুধুই লিপস্টিক দিয়ে মেকআপ সম্পুর্ন করুণ



প্রথমে “”””


কনসিলার

চোখের কালো ছোপ, ফোলাভাব ঢাকতে চান? লিকুইড ন্যুড শেডের লিপস্টিক নিয়ে চোখের কোলে লাগিয়ে নিন। ভালোভাবে ব্লেন্ড করে প্রেসড পাউডার দিয়ে সেট করে নিন। দেখবেন উধাও হয়ে গেছে আপনার সমস্ত ডার্ক সার্কেল।।।


কন্টরিং”””””


কন্টরিং ফেস-এ একটা পারফেক্ট শেইপ এনে দেয়। আর এই কন্টরিংটাও তুমি করতে পারো লিপস্টিক দিয়ে। এর জন্য লাগবে একটি ম্যাট ব্রাউন লিপস্টিক। কন্টোর স্টিক-এর মতো একইভাবে লিপস্টিকটা দিয়ে তোমার নাকের দুইপাশে, চিকবোনের ঠিক নিচে, জ-লাইনে কন্টর করে নাও। এরপর কন্টর ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোমতো ব্লেন্ড করো। ব্যাস কাজ শেষ।।।


এবার পুজোয় মেকআপ করুন মানানসই লিপস্টিক দিয়ে

ব্লাশের ছোঁয়া””””


গাল গুলোকে পুরো টমেটো মত কিউট বানাতে চান তাহলে,, গ্লসি পিঙ্ক বা ম্যাট কোরাল রঙের লিপস্টিক অনায়াসে ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন। গালে ঘষে নিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিলেই কাজ শেষ! সুন্দর রঙের ছোঁয়া পাবেন।


blush-1663772980233 পুজোর সময় শুধু লিপস্টিক দিয়েই পুরো মেকাপ সেরে ফেলুন - During Puja, Complete The Entire Makeup With Just Lipstick

লিপস্টিক দিয়ে মেকআপ

আইশ্যাডো”””””

লিপস্টিক দিয়েই সেরে নিন চোখের সাজ। গাঢ় রং, হালকা রং, গ্লিটার, সব কিছুই যাবে,, চোখের পাতায় হাল্কা লাগিয়ে নিন, আপনার চোখের ভাষাই বদলে যাবে। এট্রাকটিভ আই লুকটির জন্য তোমার লাগবে ডার্ক ব্রাউন গ্লসি লিপস্টিক। আঙুল দিয়ে অল্প অল্প করে লিপস্টিক নিয়ে আইলিডে অ্যাপ্লাই করো, এরপর ভালোমতো ব্লেন্ড করে নাও। চোখ কে করে তুলুন আকর্ষণীয়।।



How-to-get-perfect-eye-look-Follow-these-makeup-tips-1663772980661 পুজোর সময় শুধু লিপস্টিক দিয়েই পুরো মেকাপ সেরে ফেলুন - During Puja, Complete The Entire Makeup With Just Lipstick

ঠোঁট সাজানো ছাড়াও এই ভাবে ব্যবহার করুন লিপস্টিক, জেনে নিন টিপস্



গ্লিটার””””

গ্লিটার গোল্ড রঙের লিপস্টিকটা কিনে আর ব্যবহার করা হচ্ছে না? এবার ব্যবহার করুন চিকবোন হাইলাইটার হিসেবে। সান্ধ্য অনুষ্ঠানে গালের উপরের হাড়ে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিন, দারুণ দেখাবে।

কালারফুল আইলাইনার”””””

এখনকার মেকআপ ট্রেন্ডে কালারফুল আইলাইনার ।। আর চাইলে এবার পূজোয় তুমিও তা ট্রাই করতে পারো। ডিপ শেড যেমন; পার্পল, মেরুন এই শ্যাডগুলো আইলাইনার হিসেবে চমৎকার মানিয়ে যাবে। আইলাইনার ব্রাশ, বা অ্যাংগেল ব্রাশ দিয়ে উইং টেনে নাও।



পুরনো, লিপস্টিক দিয়ে করে ফেলুন দুর্দান্ত মেকআপ




স্কাল্পটেড লুকের জন্য””””””


ব্রাউন লিপস্টিকের নানা শেড দিয়ে দারুণ কনট্যুরিং করা যায়। ভুরুর আর্চ, চিকবোন, চোয়ালের হাড় আর নাকের দু’পাশে ব্রাউন লিপস্টিক লাগিয়ে ব্লেন্ড করে দিন।

হাইলাইটার”””””

হাইলাইটার মেকআপে চেঞ্জারের মতো কাজ করে! আর যারা শিমারি হাইলাইটারের পরিবর্তে অন্য কিছু ট্রাই করতে চাও তাদের জন্য এটা দারুণ আইডিয়া। ন্যুড লিপগ্লসটি দিয়েই ফেস-এর হাই পয়েন্ট হাইলাইট করে নিতে পারো।



লিপস্টিক এর ব্যবহার



দেখলেই তো লিপস্টিক দিয়ে প্রায় সব মেকআপের কত সহজ সমাধান পাওয়া যায়!।। তাই আর মেকাপ এর চিন্তা নেই।।।।।


Tags – ফ্যাশন টিপস্,, পুজোর টিপস্

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *