Spread the love

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় – Ways To Get Rid Of Oily Face In Men


মেয়েরাই শুধু ত্বকের যত্ন করবে এ রকম ধারণার দিন শেষ হয়ে,, ছেলেরাও এখন অনেক আপডেট হয়ে গেছে।। বর্তমানে মেয়েদের সাথে সাথে ছেলেরাও রূপসচেতন হয়ে উঠেছে। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের বাড়ির বাইরে বেশি সময় থাকতে হয়। ফলে ধূলা-বালি, ময়লার বেশি সম্মুখীন হয়ে থাকেন ছেলেরা। এসবের ওপর ত্বক যদি হয় তৈলাক্ত, তাহলে সমস্যা বেড়ে যায় কয়েকগুণ। তৈলাক্ত ত্বক অন্য ত্বকের তুলনায় ময়লা বেশি ধরে বলে ব্ল্যাক হেডস, ব্রণের মতো সমস্যা সব সময় লেগেই থাকে। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ছেলেদের জন্য থাকছে কিছু টিপস –


IMG_20230228_221318-1677602611259 পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় - Ways To Get Rid Of Oily Face In Men

মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

প্রতিদিন সকালে ও বিকেলে ঠাণ্ডা জলের সাহায্যে ফেস ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। আলফা হাইড্রকসি এসিড লোমকূপের তেল নিয়ন্ত্রণ করে।


খাবার তালিকায় তেলের খাবার বাদ দিয়ে ফ্রেশ ফল ও সবজি যোগ করুন। লেবু ও কিউয়ি বেশ উপকারী।


দুধে তুলা ভিজিয়ে মুখে চেপে চেপে লাগান। ২ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই ভাবে মুখের যত্ন নিলে চামড়া টাইট হবে।


ডিমের সাদা অংশের সাথে মধু ও ময়দা মিশিয়ে মাস্ক তৈরি করুন। ভারি করে মুখে লাগিয়ে শুকিয়ে নিয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিবেন। এই প্যাক মুখের অতিরিক্ত তেল শোষণ করবে।


সপ্তাহে দুইবার স্ক্রাব করলে লোমকূপ অ্যাকটিভ হয়।

সব সময় সাথে ওয়াইপ টিস্যু রাখুন। মুখের ময়লা পরিষ্কার করতে এই টিস্যু বেশ ভালো।


ছেলেদের তৈলাক্ত ত্বকের যত্নে করণীয়


যেহেতু ছেলেদের ত্বক শক্ত হয়ে থাকে, তাই যেকোনো সমস্যা দূর হতে একটু বেশি সময় নেবে। তাই বলে কিন্তু মুখের যত্ন নেওয়া বন্ধ করা যাবে না।


এছাড়াও আরও কিছু ঘরোয়া টিপস


১. ক্লিনজিং:


ত্বকের লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ(FaceWash) অথবা ক্লিনজিং মিল্ক মুখে মেখে তুলা দিয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর হালকা কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বক এর তেলতেলে ভাব অনেকটা কেটে যাবে।


IMG_20230228_221305-1677602611643 পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় - Ways To Get Rid Of Oily Face In Men

মুখের তেল দূর করার উপায়


২. লেবুর রস:

লেবুর সাইট্রিক এসিড ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। বাইরে থেকে বারি ফিরে সামান্য লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।


৩. ডিম:

প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী। ডিমের সঙ্গে সামান্য মধু(Honey)মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। ধীরে ধীরে ত্বকের তেলতেলে ভাব কমে যাবে।


৪. টমেটো:

টমেটো ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী। টমেটো চটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকে টানটান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে।


শেইভের পর র‌্যাশ ঠেকানোর সবচেয়ে ভালো উপায়, শেইভিং ক্রিম লাগানো আগে কুসুম গরম জলে মুখ ধুয়ে নেওয়া। এতে ত্বক ও দাড়ি নরম হবে। এছাড়া নিয়মিত রেইজর পালটানো জরুরি। যদি এর মধ্যে মুখে র‌্যাশ থেকে থাকে তাহলে একটি ভিটামিন-ই ক্যাপসুল কেটে এর তেলটুকু মুখের র‌্যাশ হওয়া অংশে মেখে নিন। এছাড়াও অ্যালোভেরা মাখা যেতে পারে।


IMG_20230228_221257-1677602611997 পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায় - Ways To Get Rid Of Oily Face In Men
আরও পড়ুন,

কীভাবে মুখের তৈলাক্ত ভাব দূর করা যায়

মৃত কোষ: যদি চেহারা ফ্যাকাশে দেখায় তাহলে বুঝতে হবে ত্বকের ওপর অনেক মৃত কোষ জমে এমনটি হয়েছে।


সমাধান: কয়েক ফোঁটা অলিভ অয়েল, বেইকিং সোডা বা চিনির সঙ্গে মিশিয়ে মুখের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এভাবে মুখ পরিষ্কার করুন।


বলিরেখা: বয়স বাড়ার সঙ্গে মুখে বয়সের ছাপ হিসেবে বলিরেখাও দেখা দিতে পারে।


সমাধান: অলিভ অয়েল কিংবা নারিকেল তেল মুখের রেখার ওপর হালকা করে মেখে নিন। এতে ত্বকে আর্দ্রতা তৈরি হবে এবং রেখাগুলো মিলিয়ে যেতে সহজ হবে।


রোদে পোড়া: বাইরে ঘোরাঘুরির কারণে সহজেই মুখে রোদপোড়া ভাব আসতে পারে।


সমাধান: ক্ষতিগ্রস্ত ত্বকের জ্বালাপোড়া কমানো ও নিরাময় দ্রুত করতে হলুদের গুঁড়া আর ফ্রিজ থেকে বের করে আনা টাটকা দই একত্রে মিশিয়ে ত্বকের ওপর ব্যবহার করুন। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।।




Tags – Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *