Spread the love

পূজোর আগে ত্বকে ফিরে আসবে জেল্লা কাজে লাগান ঘরোয়া টোটকা – How To Get Glowing Skin Naturally

Skin Care Routine: মেয়েদের একা হাতে সবকিছু সামলাতে হয়…..ঘর ও বাইরের কাজ একা হাতে করতে হয়……সেখানে নিজের যত্ন নেওয়ার সময় অনেকেই পান না। কিনতু পুজো তো সামনেই এই সময় বিশেষত রূপচর্চার সময় একটুও গাফিলতি একদমই চলবে না। কীভাবে করবেন সেটাই ভাবছেন রইল টিপস —–

IMG_20230916_203637-1694876817306 পূজোর আগে ত্বকে ফিরে আসবে জেল্লা কাজে লাগান ঘরোয়া টোটকা - How To Get Glowing Skin Naturally

ঘরোয়া উপায়ে কি ত্বক ভালো থাকে

ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং—এই ৩ ধাপ মেনে চললেই ত্বকের হাজারো সমস্যাকে ঠেকিয়ে দেওয়া যায়।

ত্বকের আর্দ্রতা বজায় রাখা দরকার। আর এখানেই কাজে আসে ময়েশ্চারাইজার। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিন। তারপর মুখে মেখে নিন।

কয়েকটি কার্যকর মাস্ক ব্যবহার করতে পারেন —

হলুদ ও দুধের মাস্ক

হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডন্টে উপাদান। ব্রণ, দাগছোপ, ক্ষত নিরাময়ে সাহায্য করে হলুদ। অন্যদিকে, দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের টেক্সচার বৃদ্ধিতে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। এই দুটো মিক্সড করে মুখে লাগিয়ে কিছুক্ষন রেখে দিন দেখবেন ত্বক কতোটা চকচক করছে।।

ঘরে বসে ত্বক এক্সফোলিয়েট করার উপায়

IMG_20230916_203612-1694876818158 পূজোর আগে ত্বকে ফিরে আসবে জেল্লা কাজে লাগান ঘরোয়া টোটকা - How To Get Glowing Skin Naturally

কাজের চাপে রূপচর্চার সময় পাচ্ছেন না? ঘরোয়া উপায়ে ত্বকে আনুন উৎসবের জেল্লা

শসার ফেস মাস্ক
শসা ত্বকের উপর একটা ফ্রেস এফেক্ট এনে দেয়। ত্বককে হাইড্রেটেড রাখতে শসা সবচেয়ে বেশি কার্যকর। তাছাড়া শসা ত্বকের প্রদাহ কমায়, রোদে পুড়ে যাওয়া ত্বকে কুলিং এফেক্ট এনে দেয় এবং বলিরেখা কমায়। শসা রসে তুলোর বল ডুবিয়ে মুখে লাগিয়ে নিন। পরদিন সকালে মুখ ধুয়ে ফেললেই দেখবেন কতোটা ফ্রেস লাগছে।।

অ্যালোভেরা ও ভিটামিন ই
অ্যালোভেরার মধ্যে ভিটামিন এ, সি, ই, অ্যামিনো অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি কোলাজেন গঠনে, ব্রণ প্রতিরোধে এবং ত্বককে ভাল রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। এই মিশ্রণ মাখলে আর কোনও নাইটক্রিমের প্রয়োজন নেই।

Read More,

Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *