Spread the love

ফেসিয়াল করার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন – How To Take Care Of Skin After Facial


ফেসিয়াল এখন কমবেশি সবাই করে, ছেলে হোক বা মেয়ে সবাই ফেসিয়াল করতে পছন্দ করে। মাসে অন্তত একবার করে আমরা সবাই-ই পার্লারে ছুটি ফেসিয়াল করানোর জন্য, অথবা তা সম্ভব না হলে বাড়িতেই ফেসিয়াল করিয়ে নিই। ফেসিয়াল মাসাজের উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু অনেকেরই যা খেয়াল থাকে না তা হল ফেসিয়াল করার পর ঠিক কী-কী করা উচিত, আর কী-কী করা উচিত নয়।


IMG_20220720_205604-1658330774927 ফেসিয়াল করার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন - How To Take Care Of Skin After Facial

ফেসিয়াল করার পরেও নিতে হবে ত্বকের যত্ন


ফেসিয়ালের পর কীভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত

ফেসিয়াল করার ফলে যেহেতু ত্বকের ময়লা দূর হয় এবং মালিশের ফলে রক্তসঞ্চালন ঠিকভাবে হয় কাজেই মুখে একটা আলাদা জেল্লা দেখা যায়।


ফেসিয়াল করার পরে কিভাবে নিতে হবে ত্বকের যত্ন

সেটাই দেখে নিন –


সাধারণ জলে মুখ ধুয়ে ক্লিনজিং এবং তার পরবর্তী টোনিং ও ময়শ্চারাইজিংয়ের দৈনন্দিন রুটিন বন্ধ করবেন না। ফেসিয়ালের ফলে যেটুকু উপকার পেলেন, দৈনন্দিনের সাধারণ রুটিন বন্ধ করলে সেই উপকার দীর্ঘস্থায়ী হবে না।

ফেসিয়াল করার ফলে যেহেতু ত্বকের ময়লা দূর হয় এবং মালিশের ফলে রক্তসঞ্চালন ঠিকভাবে হয় কাজেই মুখে একটা আলাদা ঔজ্জ্বল্য দেখা যায়। এই তরতাজাভাব এবং জেল্লা বেশিদিন ধরে রাখার জন্য ত্বকের যত্নও সেভাবে নেওয়া উচিত।


ত্বকের আর্দ্রতা বজায় রাখাটা খুবই জরুরি তা না হলে ত্বক ভিতর থেকে শুষ্ক হয়ে যেতে পারে এবং কম বয়সেই মুখে অনেক বলিরেখা বা ফাইন লাইন দেখা দিতে পারে।


ময়শ্চারাইজার ব্যবহার করুন, আপনার ত্বক তেলতেলে হলেও ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে। তেলতেলে ত্বক হলে আপনি ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন অবশ্য।


ফেসিয়াল করানোর পর কীভাবে ত্বকের যত্ন নেবেন



IMG_20220720_205554-1658330775190 ফেসিয়াল করার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন - How To Take Care Of Skin After Facial


সারাদিনে প্রচুর পরিমাণে জলও খান, এতে শরীরের টক্সিন বেরিয়ে যেতে পারে এবং ত্বকেও একটা আলাদা জেল্লা দেখা যায়।

অনেকেই প্রতিদিন স্ক্রাব করেন, এটি ঠিক নয়। এতে ত্বকের ক্ষতি হয়। আর বিশেষ করে ফেসিয়াল করার পর দু’তিনদিনের মধ্যে কিন্তু স্ক্রাব করবেন না।


ভিটামিন সি-যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন

ইদানিং পরিবেশে যে পরিমাণে দূষণ বেড়ে চলেছে, তাতে ত্বকের নমনীয়তা ধরে রাখা মুশকিল। ফেসিয়াল করার পর যেহেতু আমাদের ত্বকের লোমকূপগুলিও পরিষ্কার হয়ে যায় এবং খুলে যায়, সেখানে ময়লা জমার আশঙ্কা কিন্তু অনেক বেশি থাকে। ত্বক পরিষ্কার রাখতে এবং দূষণ থেকে ত্বক রক্ষা করতে ভিটামিন সি-যুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার করুন।

ফেসিয়াল করার পরপরই মেকআপ করাটা উচিত নয়। ফেসিয়াল করার ৭২ ঘণ্টার মধ্যে কোন ধরনের মেকআপ ব্যবহার না করাটাই ভালো হবে।


কোন সবজি বা ফলের খোসা দিয়ে বানানো ফেইস মাস্ক, ভিটামিন-এ সমৃদ্ধ মাস্ক লাগাবেন না। কেননা অধিকাংশ খোসাতে থাকে আলফা হাইড্রক্সি এসিড প্লাস ভিটামিন-এ, এই উপাদানগুলো ত্বকের রেডনেসের জন্য দায়ী।



IMG_20220720_205545-1658330775434 ফেসিয়াল করার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন - How To Take Care Of Skin After Facial


ফেসিয়াল করার পরের ২৪ ঘণ্টার মধ্যে ঘুমোতে যাওয়ার আগে মুখে শুধুমাত্র ঠাণ্ডা জলের ঝাপটাই যথেষ্ট। চাইলে ভালো ব্র্যান্ডের কোন ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে পারেন।


ফেসিয়াল করানোর ঠিক পরেই স্টিম নেবেন না। এমনিতেই ফেসিয়াল করানোর পর ত্বকের লোমকূপ খুলে যায় এমতাবস্থায় স্টিম নিলে ত্বকে র‍্যাশ বেরতে পারে।


রোদ লাগাবেন না

ফেসিয়াল করানোর পর ত্বক একটু সংবেদনশীল হয়ে যায়, এসময় সরাসরি রোদে না বেরলেই ভাল। সদ্য মালিশ করা ত্বকে সূর্যের ক্ষতিকর ইউ ভি রশ্মি সরাসরি লাগলে তাতে ত্বকের গভীর পর্যন্ত ড্যামেজ হওয়ার আশঙ্কা থেকে যায়।


ফেসওয়াশ একদম নয়

ফেসিয়াল করার পর সঙ্গে-সঙ্গে কিন্তু ফেসওয়াশ করবেন না। জল দিয়ে মুখ ধুতেই পারেন তাতে কোনও সমস্যা নেই, কিন্তু তা-ও যেন ঠান্ডা জল হয় সেদিকে খেয়াল রাখবেন।



Tags – Skin Care Skin Tips Facial Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *