Spread the love

বয়সের ছাপ দূর করার উপায় – Ways To Remove Age Spots


আমাদের সবারই চাহিদা থাকে উজ্জ্বল এবং প্রাণবন্ত ত্বক। উজ্জ্বল এবং প্রাণবন্ত ত্বক মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ। কিন্তু পরিবেশ দূষণ এর প্রভাবে ত্বককে করে তোলে প্রাণহীন ও নিস্তেজ।। যার দরুণ আমাদের চেহারায় বয়সের ছাপ পরে যায়। তবে ত্বককে পুনরুজ্জীবিত করার জন্য রয়েছে বেশ কিছু ঘরোয়া পদ্ধতি।


অনেকেরই অল্প বয়সে ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ পড়ে যায়। চোখের পাশে, ঠোঁটের নীচে, কপালে ভাঁজ পড়তে শুরু করে। রিঙ্কেলস দূর করতে অনেকেই নামী-দামি ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন, কেউ কেউ আবার ঘরোয়া উপায়ে ভরসা রাখেন।



IMG_20221216_204859-1671203951498 বয়সের ছাপ দূর করার উপায় - Ways To Remove Age Spots

বয়সের ছাপ প্রাকৃতিকভাবে দূর করার উপায়

ত্বক রিঙ্কেলস-মুক্ত করতে নারকেল তেল দারুণ কার্যকর। রুপচর্চায় বহু যুগ আগে থেকেই ব্যবহার হয়ে আসছে নারকেল তেল।


নারকেল তেল মুখ ভাল করে ধুয়ে মুছে নিন। এর পর নারকেল তেল নিয়ে মুখ ও গলায় মালিশ করুন কিছুক্ষণ। সারা রাত তেল লাগিয়ে রাখুন। পরদিন সকালে মুখ, গলা ধুয়ে ফেলুন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি করুন। নারকেল তেল বলিরেখা বা রিঙ্কেলস কমায়, ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজ করে।


বয়সের ছাপ দূর করার খাবার

অ্যাপেল সাইডার ভিনেগার ও নারকেল তেল এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার সম পরিমাণ জলে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে নারকেল মুখে মালিশ করুন।


ভিটামিন-ই ও নারকেল তেল একটি ভিটামিন-ই ক্যাপস্যুল থেকে তেল বার করে নিন। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করুন। প্রতি রাতে এটি করুন। দেখবেন ত্বক ঝক ঝকে করছে।।

নারকেল তেল ও মধু

এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন। যে সব জায়গায় রিঙ্কেলস পড়েছে, সেই সব জায়গায় এই মিশ্রণটি লাগান ভাল করে। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এটি করুন।


চামড়ার ভাজ দূর করার উপায়


টমেটো


৩ টেবিল চামচ টমেটোর রসের সাথে ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ দুধের ক্রিম যোগ করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। ১৫ মিনিট রাখুন এরপর ধুয়ে ফেলুন। টমেটোতে রয়েছে লাইকোপেন যা ত্বককে পুনরুজ্জীবিত করে এবং টানটান করে।



IMG_20221216_204844-1671203951862 বয়সের ছাপ দূর করার উপায় - Ways To Remove Age Spots

বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়

অ্যালোভেরা


অ্যালোভেরা ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার বা ফেসপ্যাক হিসেবেও দুর্দান্ত। অ্যালোভেরায় আছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, ত্বকের জ্বালাপোড়া কমিয়ে ত্বক শীতল করতে কার্যকরী এই উপাদান। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

পেঁপে ও মধু


২ চামচ পেঁপের পেস্টের সঙ্গে ২ চামচ মধুর রস মিশিয়ে আপনার ত্বকে লাগান। এরপর ২৫ মিনিট এভাবেই মুখে লাগিয়ে রাখুন। পেঁপে ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে এবং ত্বকে পুষ্টি যোগায়।।।



Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *