Spread the love

বসন্তের কবিতা | Poems On Spring In Bengali


দেখতে দেখতে চলে আসলো বসন্ত। বসন্তের কবিতা, বসন্তের শুভেচ্ছা বার্তা তুলে ধরা হলো,, আপনারা যারা পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্তের কবিতা পেতে চান। তারা আজকে আমাদের এই পোস্ট থেকে বসন্তের কবিতা পড়তে পারবেন….

( বসন্তের কবিতা ক্যাপশন )

IMG_20230304_224908-1677951285027 বসন্তের কবিতা | Poems On Spring In Bengali

বসন্ত নিয়ে রোমান্টিক কবিতা

হাতের রেখায় থাকবে জানি সরাইখানা…কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি, রাধাচূড়ার বলতে মানা….❤️


মনের ভিতর জুড়ে আরো এক মনের মর্মর,পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময়রাতের উল্লাসে কালো বিষ ।


আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাসচতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।


তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা কোরো। আমি আবির নিয়ে আসছি, থেকো……

পহেলা ফাল্গুনের কবিতা

IMG_20230304_224928-1677951286818 বসন্তের কবিতা | Poems On Spring In Bengali

বসন্ত নিয়ে কবিতা

দেখ এখন বসন্ত।

তোমার সাথে মাঠে সবুজ এনেছি।

বসন্ত এসেছে, বসন্ত এসেছে, বিশ্ব গৌরবে ভরপুর।


মিষ্টি রোদে গায়ের রঙ ঝলমল করুক। বড়দের দল গেয়েছে। এলো বসন্তের ঋতু, মাস্তানি…

Bosonter Bangla Kobita

গায়ে হলুদ দেওয়া বিকেলে

একটা দুটো পয়সা পেলে

যে হরবোলা ছেলেটা

কোকিল ডাকতে ডাকতে যেত–তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো।

বসন্তের ভালোবাসার কবিতা

IMG_20230304_224940-1677951286036 বসন্তের কবিতা | Poems On Spring In Bengali

বসন্তের কবিতা ২০২৩

লাল কালিতে ছাপা হলদে চিঠির মত আকাশটাকে মাথায় নিয়ে

এ-গলির এক কালোকুচ্ছিত আইবুড়ো মেয়ে

রেলিঙে বুক চেপে ধ’রে

এই সব সাত-পাঁচ ভাবছিল –

Bosonter Kobita In Bengali

ঠিক সেই সময় চোখের

মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল;

আ মরণ ! পোড়ারমুখ

লক্ষ্মীছাড়া প্রজাপতি !

ফাল্গুনের কবিতা

IMG_20230304_224815-1677951286289 বসন্তের কবিতা | Poems On Spring In Bengali

বসন্তের প্রেমের ছোট কবিতা

তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ।

অন্ধকারে মুখ চাপা দিয়ে

দড়িপাকানো সেই গাছ

তখন ও হাসছে।


ফুল ফুটুক না ফুটুক

আজ বসন্ত।

রবি ঠাকুরের বসন্ত কবিতা

IMG_20230304_224745-1677951286521 বসন্তের কবিতা | Poems On Spring In Bengali

বসন্তের ফুলের কবিতা

শান-বাঁধানো ফুটপাথে

পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ

কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে

হাসছে।

বসন্তের ঝড়া পাতা নিয়ে কবিতা

আমায় তখন আগুন দিও

চোখের ভেতর বুকের ভেতর

দুরন্ত এক আগুন দিও

শরীর সেঁকার আগুন দিও

মনের ভেতর অদম্য সব

ইচ্ছেগুলো জাগিয়ে রাখার

আগুন দিও

ভালোবাসা থাক না তোলা

শান্তি প্রিয় তাঁদের জন্য

কী এসে যায় এক জীবনে

সব কিছু নয় নাই বা পেলাম……❤️

ঋতুরাজ বসন্ত নিয়ে কবিতা

IMG_20230304_224842-1677951285240 বসন্তের কবিতা | Poems On Spring In Bengali
আরও দেখুন,

বসন্তের কবিতা ও ছন্দ

যা ছিল সব গোপন কিছু

একলা বিকেল ঘুম হীন রাত

শরীর থেকে হৃদয় থেকে

তোমায় দিলাম

তার বদলে একটু খানি

আগুন চাইছি…


আমায় শুধুই আগুন দিও

একটু হলেও আগুন দিও❤️❤️



Tags – Bosonto Utsab, Bosonto Kobita

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *