বাজারের সেরা কিছু ফেসওয়াশ এর নাম – Name Some Of The Best Face Washes In The Market

Spread the love

বাজারের সেরা কিছু ফেসওয়াশ এর নাম – Name Some Of The Best Face Washes In The Market


ত্বক থেকে ধুলোবালি, ময়লা দূর করার জন্য সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করা হয়। ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করা উচিত। তৈলাক্ত ত্বকের জন্য জেল ফেসওয়াশ, শুষ্ক ত্বকের জন্য ক্রিম ফেসওয়াশ যা ত্বক হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজ করবে। বাজারে নানা ব্যান্ডের ফেসওয়াশ কিনতে পাওয়া যায়। এর মাঝে বাজারের কিছু কিছু সেরা ফেসওয়াসের নাম দাওয়া হলো – 


১। Himalaya Herbals Purifying Neem Face Wash


হিমালয়ের নিম ফেসওয়াশ বেশ জনপ্রিয় একটি ফেসওয়াস। এই জেল ফেসওয়াশটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারি। এটি ত্বকের বাড়তি তেল দূর করে দেয়। 


বাজারে সেরা ১০ টি ফেসওয়াশ


২। Neutrogena Deep Clean Facial Cleanser


নিউট্রেজিনার ডিপ ক্লিন ফেসওয়াশ মূলত তৈলাক্ত ত্বকের জন্য হলেও সব ধরণের ত্বকের অধিকারীরা এটি ব্যবহার করতে পারবে। ত্বকের ধুলো বালি ময়লা ভিতর থেকে  পরিষ্কার করে থাকে।



বাজারের সেরা ১০ টি ফেসওয়াশ এর নাম ও উপকারিতা জানুন


৩। Garnier Pure Exfoliating Face Wash


গার্নিয়ারের এই ফেসওয়াশটি তৈলাক্ত ত্বক থেকে শুরু করে মিশ্র ত্বক সবধরণের ত্বকের জন্য উপযোগী। এটি ত্বক ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকে এক্সফলিয়েট করে থাকে। 







৪। Olay Natural White Foaming Cleanser


শসার নির্যাস সমৃদ্ধি এই ফেসওয়াশটি ত্বক থেকে ময়লা, ধুলোবালি, সানবার্ন দূর করে দেয়। 

৫। Pond’s Pure White Deep Cleansing Facial Foam with Activated Carbon


অ্যাক্টিভেটেড কার্বন সমৃদ্ধ পন্ডসের এই ফেসওয়াশটি ত্বকের সবধরণের ময়লা ধুলো বালি দূর করে দেয়। 

৬। Clean and Clear Morning Energy Foaming Face Wash


তিনটি ভিন্ন ভিন্ন ফলের নির্যাস সমৃদ্ধ ক্লিন এন্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ।  ফলের নির্যাস দিয়ে তৈরি হওয়ায় ত্বকে একটি সুবাস দেয়।

৭। অ্যারোমা ম্যাজিক ল্যাভেন্ডার ফেসওয়াশ: 

 

ল্যাভেন্ডারের নির্যাস ও সিয়া বাটার উপস্থিত থাকার জন্য এটি আপনার ত্বককে পরিষ্কার করার পাশাপাশি মোলায়েম ও সতেজ রাখে। এই ফেসওয়াশ বয়সের চাপ পড়তেও বাধা দেয় কারণ এতে কমলামলেবুর নির্যাস থাকে যা অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। 

শুষ্ক ত্বকের জন্য খুবই উপযুক্ত,,প্রতিদিন ব্যবহার করতে পারেন।।সোডা জাতীয় কোনো উপাদান নেই

ত্বক থেকে শুকনো ভাব দূর করে,,ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত প্যাকেজিং।

৮। হিমালয়া ময়েশ্চারাইজিং অ্যালো ভেরা ফেসওয়াশ

 

হিমালয়া ময়েশ্চারাইজিং অ্যালো ভেরা ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়ার পর আপনার ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা খুঁজে পাবেন। শসার নির্যাস থাকার জন্য এটি ত্বককে আদ্র করে ও অ্যালো ভেরা উপস্থিত থাকার জন্য ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। শুষ্ক ত্বকের জন্য উপযোগী ,,প্রতিদিন ব্যবহার করতে পারেন

সেনসেটিভ ত্বকের ক্ষেত্রেও প্রযোজ্য প্যারাবেন মুক্ত

প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরী।

৯। Lakmé Blush & Glow Kiwi Crush Gel Face Wash

জেল-ভিত্তিক ক্লিনজারগুলি তৈলাক্ত, ব্রণ-প্রবণ ত্বকের জন্য অবিশ্বাস্য, এবং ল্যাকমে ব্লাশ এবং গ্লো কিভি ক্রাশ জেল ফেস ওয়াশ আপনার প্রয়োজনীয় সমস্ত প্রমাণ। 


১০। Pond’s Pimple Clear Face Wash

আপনার পিম্পলযুক্ত ত্বক পুকুরের পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশের সাথে অনেক কম আঁচড়যুক্ত হতে চলেছে৷ কঠোর পরিশ্রমী ক্লিনজারটিতে অ্যাক্টিভ থাইমো-টি এসেন্স ফর্মুলা রয়েছে, যা আপনার ত্বককে পরিষ্কার এবং ব্রণ-মুক্ত করবে৷ 



Tags – Best Face Washes In The Market Skin Care Skin Tips

Bristy

Leave a Comment

Recent Posts

Hair Washing: চুল ধোয়ার সঠিক উপায়

মেয়েদের কাছে চুল হলো অমুল্য রত্ন ,, কিনতু আজকাল দূষণের কারনে, শারীরিক প্রবলেমের জন্য সকলের…

20 hours ago

Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক

এই ভ্যাপসা গরমে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফিকে পড়ে যায়…. কিনতু সামনেই তো পুজো এখন থেকেই…

22 hours ago

Vitamin E Benefits Skin: পুজোর আগে ত্বক ও চুলের যত্ন নিন ভিটামিন ই সাহায্যে

ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে দারুণ কাজে আসে। শরীরের নানা উপকার করে। হাড়ের যত্ন…

22 hours ago

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

1 day ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

2 days ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

2 days ago